অনলাইন ডেস্ক
রাশিয়া জানিয়েছে, মস্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি পরিকল্পনা প্রস্তাব বিবেচনা করেছে। তবে মস্কো বিশ্বাস করে, কিয়েভের শান্তি আলোচনার সদিচ্ছা নেই। স্থানীয় সময় আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বিষয়টি জানিয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নিয়মিত এক সংবাদ সম্মেলনে পেশকভ বলেন, ‘আমরা প্রস্তাবটি দেখেছি। আমরা এখানে মূল যে বিষয়টি উল্লেখ করতে চাই যে—ইউক্রেনীয় পক্ষের কার্যত এবং বিধিসম্মত উভয় অবস্থানই ইঙ্গিত দেয় যে, ইউক্রেন আলোচনা করতে পারে না এবং আলোচনা চায়ও না।’
এ সময় তিনি আরও জানান, রাশিয়া যেসব লক্ষ্য অর্জনের লক্ষ্যে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’—চালিয়েছে সেসব লক্ষ্য অর্জন করে ছাড়বে।
এর আগে, আজ স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলনে ইউক্রেন ইস্যুতে ১০ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি প্রস্তাবিত ১০ দফা শান্তি প্রস্তাবের মধ্যে রয়েছে—বিকিরণ এবং পারমাণবিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, বন্দী ও নির্বাসিতদের মুক্তি, জাতিসংঘ সনদের বাস্তবায়ন, ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার এবং শত্রুতা বন্ধ, যুদ্ধাপরাধের বিচার, পরিবেশ ধ্বংস বন্ধ করা ও পরিবেশ সুরক্ষা, উসকানি বন্ধ করা এবং যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা।
রাশিয়া জানিয়েছে, মস্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি পরিকল্পনা প্রস্তাব বিবেচনা করেছে। তবে মস্কো বিশ্বাস করে, কিয়েভের শান্তি আলোচনার সদিচ্ছা নেই। স্থানীয় সময় আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বিষয়টি জানিয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নিয়মিত এক সংবাদ সম্মেলনে পেশকভ বলেন, ‘আমরা প্রস্তাবটি দেখেছি। আমরা এখানে মূল যে বিষয়টি উল্লেখ করতে চাই যে—ইউক্রেনীয় পক্ষের কার্যত এবং বিধিসম্মত উভয় অবস্থানই ইঙ্গিত দেয় যে, ইউক্রেন আলোচনা করতে পারে না এবং আলোচনা চায়ও না।’
এ সময় তিনি আরও জানান, রাশিয়া যেসব লক্ষ্য অর্জনের লক্ষ্যে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’—চালিয়েছে সেসব লক্ষ্য অর্জন করে ছাড়বে।
এর আগে, আজ স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলনে ইউক্রেন ইস্যুতে ১০ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি প্রস্তাবিত ১০ দফা শান্তি প্রস্তাবের মধ্যে রয়েছে—বিকিরণ এবং পারমাণবিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, বন্দী ও নির্বাসিতদের মুক্তি, জাতিসংঘ সনদের বাস্তবায়ন, ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার এবং শত্রুতা বন্ধ, যুদ্ধাপরাধের বিচার, পরিবেশ ধ্বংস বন্ধ করা ও পরিবেশ সুরক্ষা, উসকানি বন্ধ করা এবং যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১০ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১০ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১০ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১১ ঘণ্টা আগে