কলকাতা প্রতিনিধি
ভারতে আবারও করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২২ জনে। গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪১ জন। সংক্রমণের উচ্চ হারই আবারও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে দেশটির নীতি নির্ধারকদের কপালে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতজুড়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার মাত্রা বেশ উচ্চ হওয়ায় করোনাভাইরাসের চতুর্থ ঢেউ বা ফোর্থ ওয়েভের আশঙ্কা কম। তারপরও, দেশটিতে করোনাভাইরাসের অতীত ইতিহাস খুবই ভয়াবহ হওয়ায় আশঙ্কা কমছে না নীতি নির্ধারকদের। এরই মধ্যে, মহারাষ্ট্র, কেরালা, উত্তর প্রদেশ, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, তাঁর রাজ্যে কোভিড পরিস্থিতি এখনো স্বাভাবিক। তবে তাঁরা সতর্ক রয়েছেন। ভারতীয় বিশেষজ্ঞদের বড় অংশের দাবি, তৃতীয় ঢেউ মারাত্মক চেহারা নিলেও চতুর্থ ঢেউ এলেও তেমন একটা উদ্বেগের কারণ নেই। কারণ সাধারণ মানুষ পর্যাপ্ত টিকা নেওয়ায় তাদের ইমিউনিটি বৃদ্ধি পেয়েছে।
এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা নিতে আগামী ২৭ এপ্রিল রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বর্তমানে, ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ৮৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩০ জনের। এই ৩০ জনের মৃত্যুতে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ২২৩ জনে।
ভারতে আবারও করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২২ জনে। গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪১ জন। সংক্রমণের উচ্চ হারই আবারও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে দেশটির নীতি নির্ধারকদের কপালে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতজুড়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার মাত্রা বেশ উচ্চ হওয়ায় করোনাভাইরাসের চতুর্থ ঢেউ বা ফোর্থ ওয়েভের আশঙ্কা কম। তারপরও, দেশটিতে করোনাভাইরাসের অতীত ইতিহাস খুবই ভয়াবহ হওয়ায় আশঙ্কা কমছে না নীতি নির্ধারকদের। এরই মধ্যে, মহারাষ্ট্র, কেরালা, উত্তর প্রদেশ, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, তাঁর রাজ্যে কোভিড পরিস্থিতি এখনো স্বাভাবিক। তবে তাঁরা সতর্ক রয়েছেন। ভারতীয় বিশেষজ্ঞদের বড় অংশের দাবি, তৃতীয় ঢেউ মারাত্মক চেহারা নিলেও চতুর্থ ঢেউ এলেও তেমন একটা উদ্বেগের কারণ নেই। কারণ সাধারণ মানুষ পর্যাপ্ত টিকা নেওয়ায় তাদের ইমিউনিটি বৃদ্ধি পেয়েছে।
এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা নিতে আগামী ২৭ এপ্রিল রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বর্তমানে, ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ৮৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩০ জনের। এই ৩০ জনের মৃত্যুতে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ২২৩ জনে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৭ মিনিট আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৩ ঘণ্টা আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
৩ ঘণ্টা আগে