ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কারখানায় বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের বিরুদ্ধে। বিতর্কের মুখে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তামিলনাড়ুর সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিবিসি সহ ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত কয়েক মাস ধরেই অভিযোগ ছিল—অ্যাপলের আইফোন তৈরির কারখানায় বিবাহিত নারীদের কাজের সুযোগ দেওয়া হয় না। সর্বশেষ এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্সও।
এমন অভিযোগের পর গতকাল বুধবার ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তামিলনাড়ু সরকারের কাছে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রতিবেদন চেয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯৭৬ সালের সমান পারিশ্রমিক আইনের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘এই আইনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, পুরুষ ও নারী কর্মীদের নিয়োগের সময় কোনো বৈষম্য করা হবে না।’
এর আগে গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়—তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছাকাছি এলাকায় দেশের প্রধান আইফোন তৈরির যে কারখানা রয়েছে সেখানে বিবাহিত নারীদের পরিকল্পিতভাবে চাকরি দেওয়া হয়নি। এর পেছনে নির্মাতা সংস্থা ফক্সকনের যুক্তি ছিল, বিবাহিত নারীদের পারিবারিক দায়িত্ববোধ অবিবাহিতদের তুলনায় বেশি। পাশাপাশি বিবাহিত নারীদের চাকরি দেওয়া হলে তাঁদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ারও বিষয় থাকে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অতিরিক্ত ছুটিও দিতে হয় বিবাহিত নারীদের। ফলে কর্মক্ষমতায় এর প্রভাব পড়বে।
ফক্সকনের নিয়োগকারী এজেন্ট ও মানবসম্পদ বিভাগের একটি সূত্রের বরাতে এসব বিষয় বেরিয়ে আসে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নজরে এসেছে।
ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কারখানায় বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের বিরুদ্ধে। বিতর্কের মুখে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তামিলনাড়ুর সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিবিসি সহ ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত কয়েক মাস ধরেই অভিযোগ ছিল—অ্যাপলের আইফোন তৈরির কারখানায় বিবাহিত নারীদের কাজের সুযোগ দেওয়া হয় না। সর্বশেষ এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্সও।
এমন অভিযোগের পর গতকাল বুধবার ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তামিলনাড়ু সরকারের কাছে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রতিবেদন চেয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯৭৬ সালের সমান পারিশ্রমিক আইনের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘এই আইনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, পুরুষ ও নারী কর্মীদের নিয়োগের সময় কোনো বৈষম্য করা হবে না।’
এর আগে গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়—তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছাকাছি এলাকায় দেশের প্রধান আইফোন তৈরির যে কারখানা রয়েছে সেখানে বিবাহিত নারীদের পরিকল্পিতভাবে চাকরি দেওয়া হয়নি। এর পেছনে নির্মাতা সংস্থা ফক্সকনের যুক্তি ছিল, বিবাহিত নারীদের পারিবারিক দায়িত্ববোধ অবিবাহিতদের তুলনায় বেশি। পাশাপাশি বিবাহিত নারীদের চাকরি দেওয়া হলে তাঁদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ারও বিষয় থাকে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অতিরিক্ত ছুটিও দিতে হয় বিবাহিত নারীদের। ফলে কর্মক্ষমতায় এর প্রভাব পড়বে।
ফক্সকনের নিয়োগকারী এজেন্ট ও মানবসম্পদ বিভাগের একটি সূত্রের বরাতে এসব বিষয় বেরিয়ে আসে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নজরে এসেছে।
ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমনটাই অভিযোগ তুলেছেন টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তাঁরা। যুক্তরাজ্যের সাবেক এই মন্ত্রীর ‘ন্যায়বিচার...
৩ মিনিট আগে১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং এর শাখানদীগুলোর (ঝিলম, চেনাব, রবি, বিয়াস ও শতদ্রু) পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। কিন্তু এবার সেই ঐতিহাসিক চুক্তি স্থগিত করা হলো। ফলে পাকিস্তানে পানি সরবরাহ..
৯ ঘণ্টা আগেরানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
১০ ঘণ্টা আগেসার্ক ভিসায় আসা ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল গণ্য হবে বলে জানানো হয়েছে। আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির...
১০ ঘণ্টা আগে