কলকাতা সংবাদদাতা
জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনায় ১ ভারতীয় বিমানসেনা নিহত এবং আহত হয়েছেন চারজন। পুঞ্চ এলাকার সুরানকোটের সানাইগ্রামে ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
বিমানবাহিনীর গাড়িতে জঙ্গিরা গুলি করতেই পাল্টা গুলি চালান বিমানবাহিনীর সদস্যরাও। বিমানবাহিনীর সূত্রে বলা হয়েছে যে, দুই পক্ষের গুলিবিনিময়ে মোট পাঁচজন আহত হলেও তাঁদের মধ্যে একজন নিহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনীর বাড়তি সদস্যরা ঘটনাস্থলে গতকাল রাতেই পৌঁছেছেন। এদিকে বিমানবাহিনীর স্পেশাল ফোর্স নামানো হয়েছে গত রাতেই। বিমানবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা ঘিরে নতুন করে গতকাল শনিবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয়ে যায় এলাকাজুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি ছিল তার তদন্ত চলছে। ইতিমধ্যে জোর তল্লাশি শুরু হয়েছে। যে গাড়িতে হামলা করা হয়েছে, সেই গাড়িগুলো এয়ারবেসে নিরাপদে পৌঁছে গেছে।
ভারতে চলতি নির্বাচনী আবহে এই জঙ্গি হামলায় ফের উঠেছে নিরাপত্তাজনিত প্রশ্ন। বিমানবাহিনী জানিয়েছে, আহত হওয়ার পর পাঁচ সদস্যকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।
জানা গেছে, যে এলাকায় এই হামলা ঘটেছে, তার কাছেই রয়েছে জঙ্গল। জঙ্গিরা সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গিদের কাছে একে অ্যাসল্ট রাইফেল ছিল।
এই সংঘর্ষের পর থেকেই পুঞ্চ মহাসড়কের সব গাড়িতে তল্লাশি শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে মিলে সেনাবাহিনী এই অভিযান চালাচ্ছে।
জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনায় ১ ভারতীয় বিমানসেনা নিহত এবং আহত হয়েছেন চারজন। পুঞ্চ এলাকার সুরানকোটের সানাইগ্রামে ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
বিমানবাহিনীর গাড়িতে জঙ্গিরা গুলি করতেই পাল্টা গুলি চালান বিমানবাহিনীর সদস্যরাও। বিমানবাহিনীর সূত্রে বলা হয়েছে যে, দুই পক্ষের গুলিবিনিময়ে মোট পাঁচজন আহত হলেও তাঁদের মধ্যে একজন নিহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনীর বাড়তি সদস্যরা ঘটনাস্থলে গতকাল রাতেই পৌঁছেছেন। এদিকে বিমানবাহিনীর স্পেশাল ফোর্স নামানো হয়েছে গত রাতেই। বিমানবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা ঘিরে নতুন করে গতকাল শনিবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয়ে যায় এলাকাজুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি ছিল তার তদন্ত চলছে। ইতিমধ্যে জোর তল্লাশি শুরু হয়েছে। যে গাড়িতে হামলা করা হয়েছে, সেই গাড়িগুলো এয়ারবেসে নিরাপদে পৌঁছে গেছে।
ভারতে চলতি নির্বাচনী আবহে এই জঙ্গি হামলায় ফের উঠেছে নিরাপত্তাজনিত প্রশ্ন। বিমানবাহিনী জানিয়েছে, আহত হওয়ার পর পাঁচ সদস্যকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।
জানা গেছে, যে এলাকায় এই হামলা ঘটেছে, তার কাছেই রয়েছে জঙ্গল। জঙ্গিরা সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গিদের কাছে একে অ্যাসল্ট রাইফেল ছিল।
এই সংঘর্ষের পর থেকেই পুঞ্চ মহাসড়কের সব গাড়িতে তল্লাশি শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে মিলে সেনাবাহিনী এই অভিযান চালাচ্ছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৬ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৬ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৬ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৬ ঘণ্টা আগে