অনলাইন ডেস্ক
ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মানিক সাহা। বিপ্লব কুমার দেবের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা পর তাঁকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির ত্রিপুরা ইউনিট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ত্রিপুরার রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। তাঁর স্থলাভিষিক্ত হওয়া মানিক সাহা পেশায় দন্ত চিকিৎসক। তিনি গত মাসেই ত্রিপুরার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি।
এর আগে, বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যের গভর্নর এসএন আর্য্যর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেসময় তিনি বলেছিলেন, দল চায় যে—তিনি সংগঠনকে শক্তিশালী করার কাজে আরও বেশি মনোনিবেশ করি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি এ ঘোষণা দেন।
বিপ্লব দেব সাংবাদিকদের বলেছিলেন, ‘দলীয় স্বার্থই সবার আগে। আমি বিজেপির একজন অনুগত কর্মী। আমি আশা করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি আমি সুবিচার করতে পেরেছি—সেটা বিজেপির রাজ্য সভাপতি হোক বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে হোক। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছি। ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে আমি কাজ করেছি।’
বিপ্লব দেব তাঁর উত্তরসূরি মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও নেতৃত্বে ত্রিপুরা সমৃদ্ধ হবে। ডা. মানিক সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন এবং শুভেচ্ছা।’
ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মানিক সাহা। বিপ্লব কুমার দেবের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা পর তাঁকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির ত্রিপুরা ইউনিট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ত্রিপুরার রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। তাঁর স্থলাভিষিক্ত হওয়া মানিক সাহা পেশায় দন্ত চিকিৎসক। তিনি গত মাসেই ত্রিপুরার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি।
এর আগে, বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যের গভর্নর এসএন আর্য্যর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেসময় তিনি বলেছিলেন, দল চায় যে—তিনি সংগঠনকে শক্তিশালী করার কাজে আরও বেশি মনোনিবেশ করি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি এ ঘোষণা দেন।
বিপ্লব দেব সাংবাদিকদের বলেছিলেন, ‘দলীয় স্বার্থই সবার আগে। আমি বিজেপির একজন অনুগত কর্মী। আমি আশা করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি আমি সুবিচার করতে পেরেছি—সেটা বিজেপির রাজ্য সভাপতি হোক বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে হোক। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছি। ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে আমি কাজ করেছি।’
বিপ্লব দেব তাঁর উত্তরসূরি মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও নেতৃত্বে ত্রিপুরা সমৃদ্ধ হবে। ডা. মানিক সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন এবং শুভেচ্ছা।’
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৪ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৫ ঘণ্টা আগে