ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ‘রাজ্য সংগীত’ বদলানোর প্রস্তাব দিয়েছেন এক নেতা। নাম তামিলার কাচ্চি বা আমার তামিল পার্টির নেতা সীমান প্রস্তাব দিয়েছেন, তাঁর দল ক্ষমতায় আসলে তামিলনাড়ুর রাজ্য সংগীত ‘তামিল থাই ভাস্তু’ পরিবর্তন করা হবে। গতকাল রোববার তিনি এই প্রস্তাব দেন। তাঁর এই প্রস্তাব রাজ্যের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে, তামিলনাড়ুর গভর্নর আরএন রবি সম্প্রতি ঘটে যাওয়া এক অনুষ্ঠানে ‘মিল থাই ভাস্তু’ থেকে থেকে ‘দ্রাবিড়ম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান। আর তা নিয়েই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। এই উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলেছে সীমানের বক্তব্য।
এরোদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সীমান এই বক্তব্য দেন। তাঁর কাছে, তামিলনাড়ুর রাজ্য সংগীত থেকে ‘থেক্কানামুম অধীর সিরান্ধা দ্রাবিড় দল থিরুনাদুম’—লাইনটি বাদ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। গভর্নরের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই লাইনটি বাদ দিয়েছিলেন গায়ক।
সীমান বলেন, এই গানটিকে যখন রাজ্য সংগীত হিসেবে বেছে নেওয়া হয় তখনই বেশ কয়েকটি লাইন বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘দুটি লাইন বাদ দেওয়ায় আপনারা বিরক্ত, কিন্তু আমি যখন ক্ষমতায় আসব, আমি পুরো গানটি বাদ দিয়ে দেব। তখন আপনি কী করবেন? এটি আমার দেশ।’
এ সময় সীমান ‘দ্রাবিড়ম’ শব্দের উৎপত্তি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, এই গানে ব্যবহৃত দ্রাবিড়ম শব্দটি মূলত মনুস্মৃতি থেকে নেওয়া হয়েছে। এর এই শব্দটি সর্বপ্রথম পণ্ডিত কডওয়েলের লেখায় পাওয়া যায়। তাঁর মতে, এই শব্দটি দিয়ে মূলত ব্রাহ্মণদের বোঝানো হয়েছে যারা উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে এসেছিলেন।
তামিল এই রাজনীতিবিদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পয়্যোমোঝি। তিনি তামিল সংস্কৃতির মূলভাবকে অসম্মান করায় সীমানের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘তামিল রাজনৈতিক সহকর্মীর কাছ থেকে এই ধরনের মন্তব্য শোনা গভীরভাবে হতাশাজনক। এইভাবে কথা বলে সীমান তামিল সংস্কৃতির মূলভাবকে অসম্মান করছেন।’
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের দূরদর্শন (তামিল) কার্যালয়ে অনুষ্ঠিত হিন্দি মাসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসাবধানতাবশত সংগীত আবৃত্তিকারী দলটি একটি লাইন এড়িয়ে যান। এই অনুষ্ঠানে রাজ্যপাল বা গভর্নর আরএন রবি উপস্থিত ছিলেন। এই ঘটনায় দূরদর্শন কেন্দ্র ক্ষমা চেয়েছে। গানের বাদ দেওয়া লাইনটি ছিল, ‘থেক্কানামুম আদিল সিরান্থ দ্রাবিড় নল থিরু নাদুম’। যা দাক্ষিণাত্যের দ্রাবিড় ভূমির মাহাত্ম্যকে বোঝায়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এই ইস্যুতে গভর্নরের কড়া সমালোচনা করেছে এবং রাজ্য সংগীত থেকে ‘দ্রাবিড়ম’ লাইনটি এড়িয়ে যাওয়াকে তামিলনাড়ু এবং তামিল ভাষার অপমান বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে রবিকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছি দাবি জানান।
স্টালিন বলেন, ‘দ্রাবিড়ম শব্দটি মুছে ফেলা এবং তামিল থাই শুভেচ্ছা উচ্চারণ করা তামিলনাড়ুর আইনের পরিপন্থী! যে ব্যক্তি আইন অনুযায়ী না চলে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করেন তিনি তাঁর পদে অধিষ্ঠিত থাকার যোগ্য নন। পুরো ভারতের মাহাত্ম্য উদ্যাপনের ছদ্মবেশে গভর্নর দেশের ঐক্য এবং এই ভূমিতে বসবাসকারী বিভিন্ন বর্ণের মানুষকে অপমান করছেন।’
তবে তামিলনাড়ুর গভর্নরের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গভর্নর আরএন রবি শুধু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং রাজ্য সংগীত থেকে ‘দ্রাবিড়’ শব্দটি বাদ পড়ার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা ছিল না।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ‘রাজ্য সংগীত’ বদলানোর প্রস্তাব দিয়েছেন এক নেতা। নাম তামিলার কাচ্চি বা আমার তামিল পার্টির নেতা সীমান প্রস্তাব দিয়েছেন, তাঁর দল ক্ষমতায় আসলে তামিলনাড়ুর রাজ্য সংগীত ‘তামিল থাই ভাস্তু’ পরিবর্তন করা হবে। গতকাল রোববার তিনি এই প্রস্তাব দেন। তাঁর এই প্রস্তাব রাজ্যের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে, তামিলনাড়ুর গভর্নর আরএন রবি সম্প্রতি ঘটে যাওয়া এক অনুষ্ঠানে ‘মিল থাই ভাস্তু’ থেকে থেকে ‘দ্রাবিড়ম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান। আর তা নিয়েই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। এই উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলেছে সীমানের বক্তব্য।
এরোদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সীমান এই বক্তব্য দেন। তাঁর কাছে, তামিলনাড়ুর রাজ্য সংগীত থেকে ‘থেক্কানামুম অধীর সিরান্ধা দ্রাবিড় দল থিরুনাদুম’—লাইনটি বাদ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। গভর্নরের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই লাইনটি বাদ দিয়েছিলেন গায়ক।
সীমান বলেন, এই গানটিকে যখন রাজ্য সংগীত হিসেবে বেছে নেওয়া হয় তখনই বেশ কয়েকটি লাইন বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘দুটি লাইন বাদ দেওয়ায় আপনারা বিরক্ত, কিন্তু আমি যখন ক্ষমতায় আসব, আমি পুরো গানটি বাদ দিয়ে দেব। তখন আপনি কী করবেন? এটি আমার দেশ।’
এ সময় সীমান ‘দ্রাবিড়ম’ শব্দের উৎপত্তি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, এই গানে ব্যবহৃত দ্রাবিড়ম শব্দটি মূলত মনুস্মৃতি থেকে নেওয়া হয়েছে। এর এই শব্দটি সর্বপ্রথম পণ্ডিত কডওয়েলের লেখায় পাওয়া যায়। তাঁর মতে, এই শব্দটি দিয়ে মূলত ব্রাহ্মণদের বোঝানো হয়েছে যারা উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে এসেছিলেন।
তামিল এই রাজনীতিবিদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পয়্যোমোঝি। তিনি তামিল সংস্কৃতির মূলভাবকে অসম্মান করায় সীমানের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘তামিল রাজনৈতিক সহকর্মীর কাছ থেকে এই ধরনের মন্তব্য শোনা গভীরভাবে হতাশাজনক। এইভাবে কথা বলে সীমান তামিল সংস্কৃতির মূলভাবকে অসম্মান করছেন।’
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের দূরদর্শন (তামিল) কার্যালয়ে অনুষ্ঠিত হিন্দি মাসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসাবধানতাবশত সংগীত আবৃত্তিকারী দলটি একটি লাইন এড়িয়ে যান। এই অনুষ্ঠানে রাজ্যপাল বা গভর্নর আরএন রবি উপস্থিত ছিলেন। এই ঘটনায় দূরদর্শন কেন্দ্র ক্ষমা চেয়েছে। গানের বাদ দেওয়া লাইনটি ছিল, ‘থেক্কানামুম আদিল সিরান্থ দ্রাবিড় নল থিরু নাদুম’। যা দাক্ষিণাত্যের দ্রাবিড় ভূমির মাহাত্ম্যকে বোঝায়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এই ইস্যুতে গভর্নরের কড়া সমালোচনা করেছে এবং রাজ্য সংগীত থেকে ‘দ্রাবিড়ম’ লাইনটি এড়িয়ে যাওয়াকে তামিলনাড়ু এবং তামিল ভাষার অপমান বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে রবিকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছি দাবি জানান।
স্টালিন বলেন, ‘দ্রাবিড়ম শব্দটি মুছে ফেলা এবং তামিল থাই শুভেচ্ছা উচ্চারণ করা তামিলনাড়ুর আইনের পরিপন্থী! যে ব্যক্তি আইন অনুযায়ী না চলে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করেন তিনি তাঁর পদে অধিষ্ঠিত থাকার যোগ্য নন। পুরো ভারতের মাহাত্ম্য উদ্যাপনের ছদ্মবেশে গভর্নর দেশের ঐক্য এবং এই ভূমিতে বসবাসকারী বিভিন্ন বর্ণের মানুষকে অপমান করছেন।’
তবে তামিলনাড়ুর গভর্নরের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গভর্নর আরএন রবি শুধু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং রাজ্য সংগীত থেকে ‘দ্রাবিড়’ শব্দটি বাদ পড়ার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা ছিল না।
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ সফর স্থগিতের ঘোষণা দেয়। দুই দিনের সফরে ২৭ এপ্রিল তাঁর ঢাকা আসার কথা ছিল।
১ ঘণ্টা আগেপেহেলগামের হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় গতকাল বুধবার সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর বিপরীতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এ বৈঠক
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির দক্ষিণ আফ্রিকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। একসময় এই সম্পর্ক বেশ শীতল ছিল। আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এই সফরটি ইউক্রেনের কূটনৈতিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
২ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। বুধবার একাধিক কঠোর পদক্ষেপ ঘোষণার পর আজ বৃহস্পতিবার আরও বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ভিসা বাতিল ও নতুন ভিসা পরিষেবা
২ ঘণ্টা আগে