অনলাইন ডেস্ক
ভারতের নির্বাচনকে সামনে রেখে গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিল আয়কর কর্মকর্তারা। ২৪ ঘণ্টা পার না হতেই এবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টার তল্লাশি অভিযান পরিচালনা করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
সংবাদ সংস্থা পিটিআই সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আজ সোমবার সকালে নিজের নির্বাচনী এলাকা ওয়েনাডে যাচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে জনসভা সহ বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। আগামী ২৬ এপ্রিল ওয়েনাডে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যাত্রাপথে তামিলনাড়ুর নীলগিরিতে রাহুলের হেলিকপ্টারটি অবতরণ করার পরই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তল্লাশি চালান।
হেলিকপ্টারে তল্লাশির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। দলটির মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে বলেছেন, রাহুলের কপ্টারে যদি নির্বাচন কমিশনের কর্মকর্তারা তল্লাশি চালাতে পারেন, তবে প্রধানমন্ত্রী মোদির কপ্টারটিও খুঁটিয়ে দেখা উচিত।
এর আগে গতকাল রোববার পশ্চিমবঙ্গের কলকাতায় বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে পরিচালিত ‘আয়কর অভিযান’ ঘিরে শোরগোল পড়ে যায়। বিজেপির বিরুদ্ধে এদিন সরবও হন অভিষেক।
এদিকে, বিতর্কের জল বেশি দূর গড়ানোর আগেই নীলগিরির ঘটনায় ফ্লাইং স্কোয়াডের টিম লিডারকে নির্বাচন কমিশন বরখাস্ত করেছে বলেও দাবি করেছে একাধিক গণমাধ্যম।
ভারতের নির্বাচনকে সামনে রেখে গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিল আয়কর কর্মকর্তারা। ২৪ ঘণ্টা পার না হতেই এবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টার তল্লাশি অভিযান পরিচালনা করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
সংবাদ সংস্থা পিটিআই সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আজ সোমবার সকালে নিজের নির্বাচনী এলাকা ওয়েনাডে যাচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে জনসভা সহ বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। আগামী ২৬ এপ্রিল ওয়েনাডে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যাত্রাপথে তামিলনাড়ুর নীলগিরিতে রাহুলের হেলিকপ্টারটি অবতরণ করার পরই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তল্লাশি চালান।
হেলিকপ্টারে তল্লাশির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। দলটির মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে বলেছেন, রাহুলের কপ্টারে যদি নির্বাচন কমিশনের কর্মকর্তারা তল্লাশি চালাতে পারেন, তবে প্রধানমন্ত্রী মোদির কপ্টারটিও খুঁটিয়ে দেখা উচিত।
এর আগে গতকাল রোববার পশ্চিমবঙ্গের কলকাতায় বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে পরিচালিত ‘আয়কর অভিযান’ ঘিরে শোরগোল পড়ে যায়। বিজেপির বিরুদ্ধে এদিন সরবও হন অভিষেক।
এদিকে, বিতর্কের জল বেশি দূর গড়ানোর আগেই নীলগিরির ঘটনায় ফ্লাইং স্কোয়াডের টিম লিডারকে নির্বাচন কমিশন বরখাস্ত করেছে বলেও দাবি করেছে একাধিক গণমাধ্যম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৬ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৮ ঘণ্টা আগে