জম্মু-কাশ্মীরে গুলিতে বিজেপি নেতা নিহত, আহত পর্যটক দম্পতি 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১২: ৪৯
আপডেট : ১৯ মে ২০২৪, ১২: ৫৪

ভারতে যখন চলছে ১৮তম লোকসভা নির্বাচন, তখনই জম্মু-কাশ্মীরে আলাদা দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৮ মে) দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। একই দিন আরেকটি হামলায় স্থানীয় এক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। 

দুটি ঘটনাকে ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনা দুটি এমন এক সময়ে ঘটল, যখন অনন্তনাগ-রাজৌরি আসনের সংসদীয় নির্বাচনের প্রচার চলছে। 

জানা যায়, শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পহেলগাঁওয়ের কাছে। ওই এলাকা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নজরদারির মধ্যে পড়ে। সেখানে পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। 

পুলিশ জানিয়েছে, অনন্তনাগের ইয়ান্নার এলাকায় রাজস্থানের জয়পুর থেকে আসা এক পর্যটক দম্পতিকে গুলি করে জঙ্গিরা। তাদের নাম তাবরিজ ও ফারহা। আহত দম্পতিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। জায়গাটি ঘেরাও করে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। 

পুলিশ আরও জানিয়েছে, অন্য ঘটনাটি ঘটেছে শোপিয়ানের হুরপোরা এলাকায়। জঙ্গিদের গুলিতে মারা গেছেন শেখ আজাজ আহমেদ নামে একজন। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকায় বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আজাজ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। 

উল্লেখ্য, এর আগে গত ৫ মে জম্মু ও কাশ্মীরের পুঞ্চেতে বিমান সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয়েছিল এক জওয়ানের। গুরুতর জখম হয়েছিলেন বিমান সেনার চার জওয়ান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত