মন্ত্রিসভায় রদবদল করছেন মমতা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ২১: ৪৮
আপডেট : ০১ আগস্ট ২০২২, ২১: ৫০

মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই এই বিষয়ে আনুষ্ঠানিকতা সারার কথা ছিল। কিন্তু নানা কারণে তা আর হয়ে ওঠেনি। তবে দলের বর্ষীয়ান দুই নেতার প্রয়াণ এবং বর্তমান এক মন্ত্রীর দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রিসভা ঢেলে সাজানো মমতার জন্য জরুরি হয়ে উঠেছে। 

দলের দুই বর্ষীয়ান নেতা ও মন্ত্রী সাধন পাণ্ডে এবং সুব্রত মুখোপাধ্যায় মারা গেছেন। সম্প্রতি সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। গ্রেপ্তারের পর মন্ত্রিত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত পাওয়া যায়। এবার সেটি নিশ্চিত করেছেন খোদ মমতা। আগামী বুধবার নাগাদ মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দিয়েছেন তিনি। মন্ত্রিসভায় ৪-৫টি নতুন মুখ থাকছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবারই এ রদবদল করে ফেলার গুঞ্জন ছিল। কিন্তু তা করেননি মমতা। মন্ত্রিসভার এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পাণ্ডেকে হারিয়েছি। পার্থ এখন জেলে। কিন্তু তাঁদের কাজটা করতে হচ্ছে। একা এত কিছু সামলানো আমার পক্ষে সম্ভব না।’ 

এ সময়, মন্ত্রিসভা ঢেলে সাজানোর গুঞ্জন উড়িয়ে দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার বদলে শূন্যস্থান পূরণের উদ্যোগ চলছে। মন্ত্রিসভায় নতুন মুখের কথা জানালেও কারা কারা আসছেন সে ব্যাপারে মমতা কোনো ইঙ্গিত দেননি। এ সময় ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে ৭টি জেলা যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি। 

উল্লেখ্য, রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এমন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই আটক হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সমালোচনা শুরু হওয়ার পর গত বৃহস্পতিবার তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন মমতা। দলীয় পদও হারান তিনি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত