অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে বিয়ের আনন্দ নিমেষেই পরিণত হয়েছে বিষাদ পুরিতে। বোনের বিয়েতে উপহার হিসেবে টিভি সেট দিতে চেয়েছিলেন ভাই চন্দ্র প্রকাশ মিশ্রা। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ হয়নি চন্দ্র প্রকাশের স্ত্রী ছবি ও তাঁর পরিবারের। তাই পিটিয়ে চন্দ্রকে মেরে ফেলেছেন তাঁরা।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। উত্তর প্রদেশের বড়বাঁকি জেলার একটি গ্রামের বাসিন্দা চন্দ্র প্রকাশ বোনের বিয়েতে সোনার আংটি ও টেলিভিশন সেট উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আগামী ২৬ এপ্রিল সেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চন্দ্র প্রকাশের সঙ্গে বিষয়টি নিয়ে ছবির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত ছবি তাঁর ভাইকে ডেকে আনেন চন্দ্র প্রকাশকে ‘জন্মের তরে শিক্ষা দেওয়ার লক্ষ্যে’। ছবির ভাই এসে ৩৫ বছরের চন্দ্র প্রকাশকে ১ ঘণ্টারও বেশি সময় ধরে লাঠিপেটা করেন। পরে চন্দ্রের পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মারধরের ব্যাপকতায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও অন্যান্য আঘাতের কারণে চন্দ্র প্রকাশ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ছবি, তাঁর কয়েক ভাইসহ সব মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলাও দায়ের করা হয়েছে। বিস্তারিত জানতে এ বিষয়ে তদন্ত চলমান বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।
ভারতের উত্তর প্রদেশে বিয়ের আনন্দ নিমেষেই পরিণত হয়েছে বিষাদ পুরিতে। বোনের বিয়েতে উপহার হিসেবে টিভি সেট দিতে চেয়েছিলেন ভাই চন্দ্র প্রকাশ মিশ্রা। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ হয়নি চন্দ্র প্রকাশের স্ত্রী ছবি ও তাঁর পরিবারের। তাই পিটিয়ে চন্দ্রকে মেরে ফেলেছেন তাঁরা।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। উত্তর প্রদেশের বড়বাঁকি জেলার একটি গ্রামের বাসিন্দা চন্দ্র প্রকাশ বোনের বিয়েতে সোনার আংটি ও টেলিভিশন সেট উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আগামী ২৬ এপ্রিল সেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চন্দ্র প্রকাশের সঙ্গে বিষয়টি নিয়ে ছবির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত ছবি তাঁর ভাইকে ডেকে আনেন চন্দ্র প্রকাশকে ‘জন্মের তরে শিক্ষা দেওয়ার লক্ষ্যে’। ছবির ভাই এসে ৩৫ বছরের চন্দ্র প্রকাশকে ১ ঘণ্টারও বেশি সময় ধরে লাঠিপেটা করেন। পরে চন্দ্রের পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মারধরের ব্যাপকতায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও অন্যান্য আঘাতের কারণে চন্দ্র প্রকাশ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ছবি, তাঁর কয়েক ভাইসহ সব মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলাও দায়ের করা হয়েছে। বিস্তারিত জানতে এ বিষয়ে তদন্ত চলমান বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
১ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৩ ঘণ্টা আগে