দিল্লিতে বিজেপি নেতাকে নিজ অফিসে গুলি করে হত্যা 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯: ৫১
Thumbnail image

ভারতের দিল্লিতে বিজেপি নেতা সুরেন্দ্র মতিয়ালাকে তাঁর অফিসে দুই দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিয়ালা দিল্লির দারকায় নিজ অফিসে ভাতিজার সঙ্গে টিভি দেখছিলেন। এ সময় দুজন কাপড়ে মুখ ঢাকা দুই ব্যক্তি অফিসে ঢুকে মতিয়ালাকে মারধর শুরু করে। একপর্যায়ে কাছ থেকে তাঁকে ৪–৫ রাউন্ড গুলি করে পালায়। দুই ঘাতককে এখনো চিহ্নিত করা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী মোট ৩ জন ছিল, যার মধ্য দুজন অফিসে ঢুকে মতিয়ালাকে হত্যা করে। আর অপরজন বাইরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল। হত্যার পর তাঁরা তিনজনই ওই মোটরসাইকেলে চেপে পালান।

মতিয়ালার ছেলে এনডিটিভিকে বলেছেন, ‘আমার বাবার কারো সঙ্গে শত্রুতা ছিল না। আশা করছি পুলিশ দ্রুত ঘাতকদের চিহ্নিত ও আটক করবে।’

এদিকে মতিয়ালার পরিবার এ ঘটনায় জড়িত সন্দেহভাজন কারও নাম পুলিশকে জানায়নি। তবে নাটকীয় এ খুন ব্যক্তিগত বিরোধের জেরে হতে পারে বলে ধারণা করছে দিল্লি পুলিশ। বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তির সঙ্গে জায়গা–জমি নিয়ে বিরোধ ছিল মতিয়ালার, এটিকেই সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

দারকা পুলিশের ডেপুটি কমিশনার হর্শবর্ধন বলেছেন, ‘দিল্লি পুলিশের পাঁচটি অভিযানকারী দল ওই তিন ঘাতককে ধরতে মাঠে নেমেছে। তা ছাড়া ঘটনার আরও সূক্ষ বিশ্লেষণের জন্য ওই এলাকার সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত