অনলাইন ডেস্ক
ভারতের একটি আদালত বিশেষ আদালত মাদক মামলায় আটজন পাকিস্তানি নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার ২০১৫ সালের এই মামলায় রায় ঘোষণা করা হয়েছে।
মাদকদ্রব্য ও সাইকোট্রোপিক পদার্থ (এনডিপিএস) আইনের বিশেষ বিচারক শশিকান্ত বাঙ্গার আসামিদের মাদক-বিরোধী আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করেন। মামলার রায়ে আসামিদের প্রত্যেককে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ রুপি জরিমানা করা হয়।
জানা যায়, ২০১৫ সালে ভারতীয় কোস্ট গার্ড গুজরাট উপকূলের কাছে একটি নৌকা আটক করে। যাতে ২৩২ কেজি হেরোইন পাওয়া যায়। আটক এই মাদকের বাজারমূল্য ছিল ৬.৯৬ কোটি রুপি।
প্রসিকিউশন জানায়, ঘটনাস্থলে একটি নৌকায় ১১টি ড্রামের মধ্যে ২০টি প্লাস্টিকের থলিতে গমের আটার মতো বাদামি রঙের পাউডার পাওয়া যায়। পরবর্তীতে পরীক্ষার পর এই বস্তুটি হেরোইন বলে নিশ্চিত হয়।
এ সময় আটক পাকিস্তানি নাগরিকদের কাছ থেকে তিনটি স্যাটেলাইট ফোন, জিপিএস নেভিগেশন চার্ট এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাদের মুম্বাইয়ের ইয়েলো গেট থানার হাতে তুলে দেওয়া হয়।
বিশেষ সরকারি কৌঁসুলি সুমেশ পুঞ্জওয়ানি আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন, যেন এটি অন্যান্য মাদক পাচারকারীদের জন্য একটি সতর্কবার্তা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আসামিদের প্রতি নমনীয় হওয়ার অনুরোধ জানান। কিন্তু দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত নমনীয় হওয়ার আবেদন প্রত্যাখ্যান করেন।
ভারতের একটি আদালত বিশেষ আদালত মাদক মামলায় আটজন পাকিস্তানি নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার ২০১৫ সালের এই মামলায় রায় ঘোষণা করা হয়েছে।
মাদকদ্রব্য ও সাইকোট্রোপিক পদার্থ (এনডিপিএস) আইনের বিশেষ বিচারক শশিকান্ত বাঙ্গার আসামিদের মাদক-বিরোধী আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করেন। মামলার রায়ে আসামিদের প্রত্যেককে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ রুপি জরিমানা করা হয়।
জানা যায়, ২০১৫ সালে ভারতীয় কোস্ট গার্ড গুজরাট উপকূলের কাছে একটি নৌকা আটক করে। যাতে ২৩২ কেজি হেরোইন পাওয়া যায়। আটক এই মাদকের বাজারমূল্য ছিল ৬.৯৬ কোটি রুপি।
প্রসিকিউশন জানায়, ঘটনাস্থলে একটি নৌকায় ১১টি ড্রামের মধ্যে ২০টি প্লাস্টিকের থলিতে গমের আটার মতো বাদামি রঙের পাউডার পাওয়া যায়। পরবর্তীতে পরীক্ষার পর এই বস্তুটি হেরোইন বলে নিশ্চিত হয়।
এ সময় আটক পাকিস্তানি নাগরিকদের কাছ থেকে তিনটি স্যাটেলাইট ফোন, জিপিএস নেভিগেশন চার্ট এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাদের মুম্বাইয়ের ইয়েলো গেট থানার হাতে তুলে দেওয়া হয়।
বিশেষ সরকারি কৌঁসুলি সুমেশ পুঞ্জওয়ানি আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন, যেন এটি অন্যান্য মাদক পাচারকারীদের জন্য একটি সতর্কবার্তা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আসামিদের প্রতি নমনীয় হওয়ার অনুরোধ জানান। কিন্তু দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত নমনীয় হওয়ার আবেদন প্রত্যাখ্যান করেন।
মিয়ানমারের সামরিক শাসক তথা জান্তা বাহিনীর সরকার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ জন বন্দীকে মুক্তি দিচ্ছে। এই বন্দীদের মধ্যে ১৮০ জন বিদেশি। সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির বরাত দিয়ে এ তথ্য
১৮ মিনিট আগেইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্দর সিরস্কি দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনের রণক্ষেত্রে ২০২৪ সালে সোয়া চার লাখের বেশি সেনা হারিয়েছে। অর্থাৎ, এই সংখ্যক সেনা হয় প্রাণ হারিয়েছেন, নয়তো আহত হয়ে রণক্ষেত্রে ছেড়েছেন। তবে রাশিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রতিবাদ জানানো হয়নি
২ ঘণ্টা আগেতিব্বতের ইয়ারলুন সাংপো নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে চীন। কেবল তা-ই নয়, দেশটি এই প্রকল্পের অনুমতিও দিয়েছে। এর কয়েক দিন পর ভারত গতকাল শুক্রবার জানিয়েছে, তারা এ বিষয়ে নজরদারি চালিয়ে যাবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ভারতীয় সংবাদমাধ্যম
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের প্রধান ভিত্তি হলো দুই দেশের জনগণ। এ ছাড়া, ভারত একটি ‘গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ দেখতে চায় এবং এর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে
৪ ঘণ্টা আগে