কলকাতা প্রতিনিধি
রাষ্ট্রপতি নির্বাচনের মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনেও জয়ী হয়েছেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী জগদীপ ধনকর। বিরোধীদের সম্মিলিত প্রার্থী কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা নির্বাচনে তেমন দাগ কাটতেই পারেননি। এই নির্বাচনের মধ্যে দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল আরও স্পষ্ট হয়ে দেখা দিল।
স্থানীয় সময় আজ শনিবার ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। ভারতীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয় ভোট গণনা। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র জাতীয় সংসদের সদস্যরাই অংশ নেন। রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিধানসভা সদস্যদের কোনো ভোটাধিকার নেই এই নির্বাচনে।
উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৮০ জন। যেকোনো প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ৩৯০টি ভোটের। সেখানে বিজেপির একারই ছিল ৩৯৪টি ভোট। সহযোগী দলগুলির এমপিদের ভোট মিলিয়ে বিজেপি জোটের ভোট দাঁড়ায় ৪৪১ এ। এ ছাড়া, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, টিডিপি, আকালি দলসহ অন্যান্যরা জগদীপ ধনকরকে আগেই সমর্থন জানিয়েছিল।
অপরদিকে, মার্গারেট আলভার সমর্থনে কংগ্রেস ও বামদের পাশাপাশি ডিএমকে, আরজেডি, এসপি, এনসিপি ছাড়াও জেএমএম. টিআরএসআপ প্রভৃতি দল এগিয়ে আসে। আলভা জাতীয় সংসদের সদস্যদের বিবেক ভোটের ডাক দিয়েছিলেন। কিন্তু কোনো সাড়া তিনি পাননি।
মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থীকেই ভোট দেয়নি। ভারতের উপরাষ্ট্রপতিই পদাধিকার বলে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান। তৃণমূলের বয়কটে ধনকরের জয়ের পথ আরও প্রশস্ত হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনেও জয়ী হয়েছেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী জগদীপ ধনকর। বিরোধীদের সম্মিলিত প্রার্থী কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা নির্বাচনে তেমন দাগ কাটতেই পারেননি। এই নির্বাচনের মধ্যে দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল আরও স্পষ্ট হয়ে দেখা দিল।
স্থানীয় সময় আজ শনিবার ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। ভারতীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয় ভোট গণনা। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র জাতীয় সংসদের সদস্যরাই অংশ নেন। রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিধানসভা সদস্যদের কোনো ভোটাধিকার নেই এই নির্বাচনে।
উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৮০ জন। যেকোনো প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ৩৯০টি ভোটের। সেখানে বিজেপির একারই ছিল ৩৯৪টি ভোট। সহযোগী দলগুলির এমপিদের ভোট মিলিয়ে বিজেপি জোটের ভোট দাঁড়ায় ৪৪১ এ। এ ছাড়া, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, টিডিপি, আকালি দলসহ অন্যান্যরা জগদীপ ধনকরকে আগেই সমর্থন জানিয়েছিল।
অপরদিকে, মার্গারেট আলভার সমর্থনে কংগ্রেস ও বামদের পাশাপাশি ডিএমকে, আরজেডি, এসপি, এনসিপি ছাড়াও জেএমএম. টিআরএসআপ প্রভৃতি দল এগিয়ে আসে। আলভা জাতীয় সংসদের সদস্যদের বিবেক ভোটের ডাক দিয়েছিলেন। কিন্তু কোনো সাড়া তিনি পাননি।
মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থীকেই ভোট দেয়নি। ভারতের উপরাষ্ট্রপতিই পদাধিকার বলে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান। তৃণমূলের বয়কটে ধনকরের জয়ের পথ আরও প্রশস্ত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লেবাননে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি সম্পন্ন হতে পারে। মার্কিন সংবাদ
২৫ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন। দীর্ঘ সময় প্রার্থী বাছাইপর্ব ও প্রচারণার শেষ পর্যায়ে এসে সমাপনী ভাষণে পরস্পরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
১০ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
১১ ঘণ্টা আগে