অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের সদস্যদের নাম-পরিচয়ও প্রকাশ্যে না আনার নির্দেশ দিয়ে এটিকে শাস্তিযোগ্য অপরাধ আখ্যা দিয়েছেন ভারতের আদালত।
মঙ্গলবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এ সময় রাজ্য প্রশাসন ও পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করেন, নির্যাতিতার নাম, ছবিসহ অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় এগুলোকে দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।
এর আগে গত সোমবার আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার নির্যাতিতার নাম উল্লেখ করার জন্য কলকাতা পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর সেই বক্তব্যটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল।
আরজি কর হাসপাতালে যখন চিকিৎসক খুনের ঘটনা ঘটে তখন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। পরে আন্দোলন ও প্রতিবাদের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সংবাদমাধ্যমকে ডেকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানানোর সময়ে তিনি নির্যাতিতা চিকিৎসকের নাম বারবার করে উল্লেখ করেছেন। সেখান থেকেই পড়ে নামটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ধর্ষণ বা যৌন হেনস্তার মতো কোনো ঘটনায় নির্যাতিতা বা তাঁর পরিবারের কারও নাম পরিচয় সামনে আনলে ২ বছর পর্যন্ত জেল এবং জরিমানাও করা হতে পারে। কিন্তু আরজি কর কাণ্ডে এসবের পরোয়া না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত চিকিৎসকের নাম ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। এমনকি তাঁর লেখা প্রেসক্রিপশনও ঘুরছে দেওয়ালে দেওয়ালে।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের সদস্যদের নাম-পরিচয়ও প্রকাশ্যে না আনার নির্দেশ দিয়ে এটিকে শাস্তিযোগ্য অপরাধ আখ্যা দিয়েছেন ভারতের আদালত।
মঙ্গলবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এ সময় রাজ্য প্রশাসন ও পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করেন, নির্যাতিতার নাম, ছবিসহ অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় এগুলোকে দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।
এর আগে গত সোমবার আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার নির্যাতিতার নাম উল্লেখ করার জন্য কলকাতা পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর সেই বক্তব্যটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল।
আরজি কর হাসপাতালে যখন চিকিৎসক খুনের ঘটনা ঘটে তখন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। পরে আন্দোলন ও প্রতিবাদের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সংবাদমাধ্যমকে ডেকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানানোর সময়ে তিনি নির্যাতিতা চিকিৎসকের নাম বারবার করে উল্লেখ করেছেন। সেখান থেকেই পড়ে নামটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ধর্ষণ বা যৌন হেনস্তার মতো কোনো ঘটনায় নির্যাতিতা বা তাঁর পরিবারের কারও নাম পরিচয় সামনে আনলে ২ বছর পর্যন্ত জেল এবং জরিমানাও করা হতে পারে। কিন্তু আরজি কর কাণ্ডে এসবের পরোয়া না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত চিকিৎসকের নাম ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। এমনকি তাঁর লেখা প্রেসক্রিপশনও ঘুরছে দেওয়ালে দেওয়ালে।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি সংস্থা গুগলকে বিস্ময়করভাবে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে যত টাকা আছে সব একসঙ্গে করা হলেও এই পরিমাণ অর্থ হবে না।
৩ ঘণ্টা আগে