অনলাইন ডেস্ক
ভারতে ‘বুলি বাই’ অ্যাপের কাণ্ডে বেঙ্গালুরু থেকে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। এই মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের নিলামের বিজ্ঞাপন দেওয়া হতো বলে অভিযোগ উঠেছে। তবে ওই আটক যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বুলি বাই’ অ্যাপ কাণ্ডে বেঙ্গালুরু থেকে ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরই মধ্যে ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক হওয়া ওই যুবকই একটি টুইটার অ্যাকাউন্ট চালাচ্ছিল এবং বিভিন্ন ‘কনটেন্ট’ আপলোড করছিল।
বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী সাতেজ ডি পাতিল বলেন, ‘বুলি বাই’ অ্যাপ কাণ্ডে মুম্বাই পুলিশের হাতে বড়সড় তথ্য এসেছে। তবে এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব না। কারণ তা তদন্তকে প্রভাবিত করতে পারে।
উল্লেখ্য, ‘বুলি বাই’ অ্যাপে প্রচুর মুসলিম নারীর ছবি দিয়ে নিলামের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। গত শনিবার টুইটারে এক নারী সাংবাদিক এ নিয়ে লেখেন, ‘খুবই দুঃখজনক যে একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এই ভয় ও বিতৃষ্ণার অনুভূতি নিয়ে আপনার নতুন বছর শুরু করতে হবে।’ পুরো বিষয়টি নিয়ে ভারতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এর আগে ‘সুল্লি ডিলস’ নামে এরকমই আরেকটি অ্যাপ সামনে এসেছিল, যার মাধ্যমে মুসলিম নারীদের অনলাইনে ‘বিক্রির’ বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
ভারতে ‘বুলি বাই’ অ্যাপের কাণ্ডে বেঙ্গালুরু থেকে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। এই মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের নিলামের বিজ্ঞাপন দেওয়া হতো বলে অভিযোগ উঠেছে। তবে ওই আটক যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বুলি বাই’ অ্যাপ কাণ্ডে বেঙ্গালুরু থেকে ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরই মধ্যে ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক হওয়া ওই যুবকই একটি টুইটার অ্যাকাউন্ট চালাচ্ছিল এবং বিভিন্ন ‘কনটেন্ট’ আপলোড করছিল।
বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী সাতেজ ডি পাতিল বলেন, ‘বুলি বাই’ অ্যাপ কাণ্ডে মুম্বাই পুলিশের হাতে বড়সড় তথ্য এসেছে। তবে এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব না। কারণ তা তদন্তকে প্রভাবিত করতে পারে।
উল্লেখ্য, ‘বুলি বাই’ অ্যাপে প্রচুর মুসলিম নারীর ছবি দিয়ে নিলামের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। গত শনিবার টুইটারে এক নারী সাংবাদিক এ নিয়ে লেখেন, ‘খুবই দুঃখজনক যে একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এই ভয় ও বিতৃষ্ণার অনুভূতি নিয়ে আপনার নতুন বছর শুরু করতে হবে।’ পুরো বিষয়টি নিয়ে ভারতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এর আগে ‘সুল্লি ডিলস’ নামে এরকমই আরেকটি অ্যাপ সামনে এসেছিল, যার মাধ্যমে মুসলিম নারীদের অনলাইনে ‘বিক্রির’ বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১২ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১২ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১২ ঘণ্টা আগে