অনলাইন ডেস্ক
ভারতের ছত্তিশগড় রাজ্যের যশপুর জেলায় দেবী দুর্গার বিসর্জনে অংশ নিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একদল লোক। বিসর্জনের পথে হেঁটে যাওয়া মানুষের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ১ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম গৌরব আগরওয়াল। তাঁর বয়স ২১ বছর। তিনি যশপুরের পাথালগাঁওয়ের বাসিন্দা। এ ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য পাথালগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনন্দবাজার জানিয়েছে, ঘটনার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতা সেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তাঁরা স্থানীয় থানা ও জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন।
জেলার পুলিশ সুপারের কার্যালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন বাবলু বিশ্বকর্মা (২১) ও শিশুপাল সাহু (২৬)। তাঁরা দুজনই মধ্যপ্রদেশের সিংরৌলি জেলার বাসিন্দা।
এই ঘটনায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'যশপুরের ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক। অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ। দোষী সাব্যস্ত হওয়া পুলিশের বিরুদ্ধেও প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। সবার প্রতি সুবিচার নিশ্চিত করা হবে। নিহতের আত্মার শান্তি কামনা করছি।'
ভারতের ছত্তিশগড় রাজ্যের যশপুর জেলায় দেবী দুর্গার বিসর্জনে অংশ নিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একদল লোক। বিসর্জনের পথে হেঁটে যাওয়া মানুষের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ১ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম গৌরব আগরওয়াল। তাঁর বয়স ২১ বছর। তিনি যশপুরের পাথালগাঁওয়ের বাসিন্দা। এ ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য পাথালগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনন্দবাজার জানিয়েছে, ঘটনার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতা সেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তাঁরা স্থানীয় থানা ও জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন।
জেলার পুলিশ সুপারের কার্যালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন বাবলু বিশ্বকর্মা (২১) ও শিশুপাল সাহু (২৬)। তাঁরা দুজনই মধ্যপ্রদেশের সিংরৌলি জেলার বাসিন্দা।
এই ঘটনায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'যশপুরের ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক। অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ। দোষী সাব্যস্ত হওয়া পুলিশের বিরুদ্ধেও প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। সবার প্রতি সুবিচার নিশ্চিত করা হবে। নিহতের আত্মার শান্তি কামনা করছি।'
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
৪ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৪ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে