কলকাতা প্রতিনিধি
দলবদলের ফলাফল হিসেবে ভারতের মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের পতনের আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে ক্রস ভোটিং এইআশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান।
মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রীসহ শিবসেনার ২১ জন বিধায়ক বিজেপি শাসিত রাজ্য গুজরাটের একটি হোটেলে রয়েছেন। তাঁদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সরকার বাঁচাতে শিবসেনা বাকি বিধায়কদের হোটেলে নজরবন্দী করার কথা বিবেচনা করছে।
শিবসেনার নেতা সঞ্জয় রাউত অবশ্য জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের নেতৃত্বাধীন সরকারের সামনে কোনো বিপদ নেই।
বিজেপির দাবি, শিবসেনার মন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বে ২১ জন বিধায়ক তাঁদের সঙ্গে হোটেলে রয়েছেন। বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশের দাবি, মহারাষ্ট্রের মানুষ বিজেপিকেই চাইছে। তাই তাঁরা সরকার গঠন করতে চান। উল্লেখ্য, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে শিবসেনা ভোটে লড়লেও পরবর্তীতে কংগ্রেস ও এনসিপি-কে সঙ্গে নিয়ে সরকার গঠন করে।
বর্তমানে রাজ্য বিধানসভার ২৮৮ আসনের মধ্যে শিবসেনা জোটের সদস্য সংখ্যা ১৬৯। তবে শিবসেনা থেকে ২১ জন দল ত্যাগ করলে বিজেপির সরকার গঠন করতে সুবিধা হবে। বিজেপি জোটের বর্তমান আসনসংখ্যা ১১৩। তাদের সঙ্গে বেশ কয়েকজন স্বতন্ত্র সদস্যও রয়েছে বলে দাবি দলটির। আর সেটা বোঝা যায় সোমবার লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পরাজয়ে। কারণ সরকার পক্ষের বিধায়ক সংখ্যা বেশি থাকলেও বিজেপি ও শিবসেনা ৫টি করে আসনে জয়ী হয়।
অর্থাৎ, সরকারি জোটের অনেক বিধায়কই কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দিয়েছেন। আর সেটা স্পষ্ট হতেই বিদ্রোহী বিধায়কেরা গুজরাটে চলে গিয়েছেন বিজেপি হেফাজতে। ফলে আবারও ফিরে এসেছে হোটেল রাজনীতি। উভয় জোটই দলবদলের ভয়ে নিজেদের সমর্থক বিধায়কদের এখন হোটেল নজরবন্দী করে রাখছেন।
দলবদলের ফলাফল হিসেবে ভারতের মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের পতনের আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে ক্রস ভোটিং এইআশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান।
মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রীসহ শিবসেনার ২১ জন বিধায়ক বিজেপি শাসিত রাজ্য গুজরাটের একটি হোটেলে রয়েছেন। তাঁদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সরকার বাঁচাতে শিবসেনা বাকি বিধায়কদের হোটেলে নজরবন্দী করার কথা বিবেচনা করছে।
শিবসেনার নেতা সঞ্জয় রাউত অবশ্য জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের নেতৃত্বাধীন সরকারের সামনে কোনো বিপদ নেই।
বিজেপির দাবি, শিবসেনার মন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বে ২১ জন বিধায়ক তাঁদের সঙ্গে হোটেলে রয়েছেন। বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশের দাবি, মহারাষ্ট্রের মানুষ বিজেপিকেই চাইছে। তাই তাঁরা সরকার গঠন করতে চান। উল্লেখ্য, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে শিবসেনা ভোটে লড়লেও পরবর্তীতে কংগ্রেস ও এনসিপি-কে সঙ্গে নিয়ে সরকার গঠন করে।
বর্তমানে রাজ্য বিধানসভার ২৮৮ আসনের মধ্যে শিবসেনা জোটের সদস্য সংখ্যা ১৬৯। তবে শিবসেনা থেকে ২১ জন দল ত্যাগ করলে বিজেপির সরকার গঠন করতে সুবিধা হবে। বিজেপি জোটের বর্তমান আসনসংখ্যা ১১৩। তাদের সঙ্গে বেশ কয়েকজন স্বতন্ত্র সদস্যও রয়েছে বলে দাবি দলটির। আর সেটা বোঝা যায় সোমবার লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পরাজয়ে। কারণ সরকার পক্ষের বিধায়ক সংখ্যা বেশি থাকলেও বিজেপি ও শিবসেনা ৫টি করে আসনে জয়ী হয়।
অর্থাৎ, সরকারি জোটের অনেক বিধায়কই কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দিয়েছেন। আর সেটা স্পষ্ট হতেই বিদ্রোহী বিধায়কেরা গুজরাটে চলে গিয়েছেন বিজেপি হেফাজতে। ফলে আবারও ফিরে এসেছে হোটেল রাজনীতি। উভয় জোটই দলবদলের ভয়ে নিজেদের সমর্থক বিধায়কদের এখন হোটেল নজরবন্দী করে রাখছেন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ ঘণ্টা আগে