৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রীর বাড়ল ৫৩৫ কোটি, ছেলের ২৩৭ কোটি রুপি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮: ১৩
Thumbnail image

একই সঙ্গে ভারতের লোকসভা এবং অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনে তেলেগু দেশম পার্টি বড় সাফল্য পাওয়ায় এই পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুর প্রতিষ্ঠা করা একটি কোম্পানির শেয়ারের দাম হু হু করে বেড়ে গেছে। আজ শুক্রবার এনডিটিভি জানিয়েছে, হেরিটেজ ফুড নামের এই কোম্পানিটির শেয়ারমূল্য গত ৫ দিনে ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর ফলে কোম্পানিটির প্রমোটরের দায়িত্বে থাকা চন্দ্রবাবুর স্ত্রী নারা ভুবনেশ্বরীর সম্পদের পরিমাণ ৫৭৯ কোটি রুপি বেড়ে গেছে। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৩ জুন ভারতের নির্বাচনী ফলাফল ঘোষণার ৩ ঘণ্টা আগে হেরিটেজ ফুডের শেয়ারমূল্য ছিল ৪২৪ রুপি। কিন্তু গত পাঁচ দিনের ব্যবধানে আজ শুক্রবার পর্যন্ত ওই শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৬৬১ রুপি ২৫ পয়সা।

চন্দ্রবাবু নাইডু হেরিটেজ ফুড প্রতিষ্ঠা করেছিলেন ১৯৯২ সালে। কোম্পানির ওয়েবসাইটে এটির সম্পর্কে বলা হয়েছে, ভারতের দ্রুত বর্ধনশীল জন-তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি।

লোকসভা নির্বাচন সম্পর্কিত খবর পেতে এখানে ক্লিক করুন 

দুগ্ধজাত পণ্য এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তি—এই দুটি বিভাগে চন্দ্রবাবুর পারিবারিক ব্যবসা বিস্তৃত। বর্তমানে তাঁদের হেরিটেজ মিল্ক এবং দুগ্ধজাত অন্যান্য পণ্য অন্ধ্র প্রদেশ ছাড়াও তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওডিশা, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরখান্দ ও উত্তর প্রদেশের বাজারগুলোতে পাওয়া যায়।

বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, নারা ভুবনেশ্বরী হেরিটেজ ফুডস কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারের মালিক। বর্তমানে তাঁর মালিকানায় এই কোম্পানির ২ কোটি ২৬ লাখ ১১ হাজার ৫২৫টি শেয়ার রয়েছে। 

এদিকে ওই কোম্পানির ১ কোটি ৩৭ হাজার ৪৫৩টি শেয়ারের মালিক হলেন চন্দ্রবাবু এবং নারা ভুবনেশ্বরীর ছেলে নারা লোকেশ। শেয়ারের মূল্য বাড়ার ফলে তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে অন্তত ২৩৭ কোটি ৮ লাখ রুপি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেরিটেজ কোম্পানির শেয়ারের মূল্য এমন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছিল ভারতের নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই। লোকসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশের ১৭টি আসনে নির্বাচন করে ১৬টি আসনেই বিজয়ী হয়েছে চন্দ্রবাবুর দল তেলেগু দেশম পার্টি। শুধু তা-ই নয়, এই বিজয়ের মধ্য দিয়ে বিজেপির আসন্ন জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে দলটি। কারণ, ২৪০ আসন পাওয়া বিজেপির জন্য তেলেগু দেশম পার্টির আসন যোগ না হলে সরকার গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

শুধু লোকসভাই নয়, একদিনে অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনেরও ফল প্রকাশ হয়েছে। বিধানসভায়ও বাজিমাত করেছে তেলেগু দেশম পার্টি। রাজ্যের ১৭৫ আসনের মধ্যে ১৩৫ আসন জিতে নিয়ে এবার ক্ষমতায় আসতে যাচ্ছে দলটি। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শিগগিরই শপথ নেওয়ার কথা রয়েছে চন্দ্রবাবুর।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত