ভারতে জাতীয় নির্বাচন বা লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস এরই মধ্যে বিভিন্ন আসনে তাদের প্রার্থী প্রকাশ করেছে। কেরালার ওয়ানাড় লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী। তবে তাঁর বিপরীতে বিজেপি যাকে প্রার্থী করেছে, সেই কে সুরেন্দ্রণ নিয়েই মূলত চমক বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়ানাড় লোকসভা আসনে বিজেপির টিকিট নিয়ে লড়ছেন কেরালা বিজেপির প্রধান কে সুরেন্দ্রণ, যার বিরুদ্ধে সব মিলিয়ে ২৪২টি ফৌজদারি মামলা আছে। এসব মামলার প্রায় সবই ২০১৮ সালে হওয়া শবরীমালা আন্দোলনকে কেন্দ্র করে। কেরালার শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর এই আন্দোলন সংগঠিত হয়।
সম্প্রতি নির্বাচনী বিধিমালার বাধ্যবাধকতা অনুসরণ করে কে সুরেন্দ্রণ তাঁর মামলার তথ্য প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিবরণ দিতে প্রায় তিন পৃষ্ঠা লেগেছে। এ ছাড়া, কেরালার এরনাকুলাম লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বিজেপির অপর এক নেতা কে এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ২১১টি মামলা আছে।
কে সুরেন্দ্রণের মামলা প্রসঙ্গে কেরালা বিজেপির সাধারণ সম্পাদক জর্জ কুরাইন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘প্রায় সব মামলাই মূলত ২০১৮ সালে অনুষ্ঠিত শবরীমালা আন্দোলনসংক্রান্ত। সব মামলাই আদালতে বিচারাধীন।’ এ সময় তিনি জানান, প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেগুলোর তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক।
জর্জ কুরাইন আরও জানান, কে সুরেন্দ্রণের বিরুদ্ধে যেসব মামলা আছে, তার মধ্যে ২৩৭টিই শবরীমালা আন্দোলনের প্রেক্ষাপটে করা। আর বাকি পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে কেরালায় সংঘটিত বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
এদিকে লোকসভা নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন দাখিলের শেখ তারিখ আগামী ৪ এপ্রিল। এরপর মনোনয়ন বাছাই করা হবে ৫ এপ্রিল এবং আগামী ৮ এপ্রিলের মধ্যে কেউ চাইলে তাঁর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
ভারতে জাতীয় নির্বাচন বা লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস এরই মধ্যে বিভিন্ন আসনে তাদের প্রার্থী প্রকাশ করেছে। কেরালার ওয়ানাড় লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী। তবে তাঁর বিপরীতে বিজেপি যাকে প্রার্থী করেছে, সেই কে সুরেন্দ্রণ নিয়েই মূলত চমক বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়ানাড় লোকসভা আসনে বিজেপির টিকিট নিয়ে লড়ছেন কেরালা বিজেপির প্রধান কে সুরেন্দ্রণ, যার বিরুদ্ধে সব মিলিয়ে ২৪২টি ফৌজদারি মামলা আছে। এসব মামলার প্রায় সবই ২০১৮ সালে হওয়া শবরীমালা আন্দোলনকে কেন্দ্র করে। কেরালার শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর এই আন্দোলন সংগঠিত হয়।
সম্প্রতি নির্বাচনী বিধিমালার বাধ্যবাধকতা অনুসরণ করে কে সুরেন্দ্রণ তাঁর মামলার তথ্য প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিবরণ দিতে প্রায় তিন পৃষ্ঠা লেগেছে। এ ছাড়া, কেরালার এরনাকুলাম লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বিজেপির অপর এক নেতা কে এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ২১১টি মামলা আছে।
কে সুরেন্দ্রণের মামলা প্রসঙ্গে কেরালা বিজেপির সাধারণ সম্পাদক জর্জ কুরাইন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘প্রায় সব মামলাই মূলত ২০১৮ সালে অনুষ্ঠিত শবরীমালা আন্দোলনসংক্রান্ত। সব মামলাই আদালতে বিচারাধীন।’ এ সময় তিনি জানান, প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেগুলোর তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক।
জর্জ কুরাইন আরও জানান, কে সুরেন্দ্রণের বিরুদ্ধে যেসব মামলা আছে, তার মধ্যে ২৩৭টিই শবরীমালা আন্দোলনের প্রেক্ষাপটে করা। আর বাকি পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে কেরালায় সংঘটিত বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
এদিকে লোকসভা নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন দাখিলের শেখ তারিখ আগামী ৪ এপ্রিল। এরপর মনোনয়ন বাছাই করা হবে ৫ এপ্রিল এবং আগামী ৮ এপ্রিলের মধ্যে কেউ চাইলে তাঁর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
রাশিয়া ইউক্রেনের উদ্দেশ্যে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর বেশির ভাগই কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে।
২৭ মিনিট আগেবাণিজ্যযুদ্ধ সমাধানে আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্রকে আগে চীনা পণ্যের ওপর থেকে আরোপিত শুল্ক বাতিল করতে হবে। বিশ্বব্যাপী চলমান বাণিজ্যযুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রকে এমন প্রস্তাব দিয়েছে বেইজিং। চীন বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এ সমস্যার সমাধান করতে চান, তবে অবশ্যই আগে আরোপিত শুল্ক বাতিল করবেন।
৩৬ মিনিট আগেজর্ডান সরকার দেশটির ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সম্প্রতি রকেট ও ড্রোন হামলার ষড়যন্ত্র সন্দেহে এই গোষ্ঠীর কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছিল জর্ডানের নিরাপত্তা বাহিনী। এর এক সপ্তাহ পরেই দেশটির পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।
২ ঘণ্টা আগেপাঞ্জাবের ফিরোজপুর সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে পাকিস্তানের সীমান্তরক্ষীরা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বুধবার আটক হওয়া ওই বিএসএফ জওয়ানের নাম পি কে সিং। তিনি বিএসএফ-এর ১৮২ নম্বর ব্যাটালিয়নে কনস্টেবল পদে ছিলেন।
২ ঘণ্টা আগে