Ajker Patrika

রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী ২৪২ মামলার আসামি কে এই বিজেপি নেতা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৪: ২৮
রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী ২৪২ মামলার আসামি কে এই বিজেপি নেতা

ভারতে জাতীয় নির্বাচন বা লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস এরই মধ্যে বিভিন্ন আসনে তাদের প্রার্থী প্রকাশ করেছে। কেরালার ওয়ানাড় লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী। তবে তাঁর বিপরীতে বিজেপি যাকে প্রার্থী করেছে, সেই কে সুরেন্দ্রণ নিয়েই মূলত চমক বেশি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়ানাড় লোকসভা আসনে বিজেপির টিকিট নিয়ে লড়ছেন কেরালা বিজেপির প্রধান কে সুরেন্দ্রণ, যার বিরুদ্ধে সব মিলিয়ে ২৪২টি ফৌজদারি মামলা আছে। এসব মামলার প্রায় সবই ২০১৮ সালে হওয়া শবরীমালা আন্দোলনকে কেন্দ্র করে। কেরালার শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর এই আন্দোলন সংগঠিত হয়। 

সম্প্রতি নির্বাচনী বিধিমালার বাধ্যবাধকতা অনুসরণ করে কে সুরেন্দ্রণ তাঁর মামলার তথ্য প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিবরণ দিতে প্রায় তিন পৃষ্ঠা লেগেছে। এ ছাড়া, কেরালার এরনাকুলাম লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বিজেপির অপর এক নেতা কে এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ২১১টি মামলা আছে। 

কে সুরেন্দ্রণের মামলা প্রসঙ্গে কেরালা বিজেপির সাধারণ সম্পাদক জর্জ কুরাইন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘প্রায় সব মামলাই মূলত ২০১৮ সালে অনুষ্ঠিত শবরীমালা আন্দোলনসংক্রান্ত। সব মামলাই আদালতে বিচারাধীন।’ এ সময় তিনি জানান, প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেগুলোর তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক। 
 
জর্জ কুরাইন আরও জানান, কে সুরেন্দ্রণের বিরুদ্ধে যেসব মামলা আছে, তার মধ্যে ২৩৭টিই শবরীমালা আন্দোলনের প্রেক্ষাপটে করা। আর বাকি পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে কেরালায় সংঘটিত বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। 

এদিকে লোকসভা নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন দাখিলের শেখ তারিখ আগামী ৪ এপ্রিল। এরপর মনোনয়ন বাছাই করা হবে ৫ এপ্রিল এবং আগামী ৮ এপ্রিলের মধ্যে কেউ চাইলে তাঁর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত