অনলাইন ডেস্ক
আর কয়েক সপ্তাহ পরই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনের এই তোড়জোড়ের মধ্যেই নানা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন প্রার্থীরা। সম্প্রতি আসামের মুসলিম নেতা বদরুদ্দীন আজমলকে বিয়ে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
ভারতে প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন পারিবারিক আইনের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ধুবরির সাংসদ (আজমল) যদি আবার বিয়ে করতে চান, তবে তা নির্বাচনের আগেই সেরে ফেলা উচিত, না হলে তাঁকে গ্রেপ্তার হতে হবে।
শর্মাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের পরে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করা হবে এবং বহুবিবাহ অবৈধ হয়ে যাবে।
সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চার (এআইডিএফ) প্রধান আজমল এবারও লোকসভা নির্বাচনে ধুবরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি তিনি বলেন, ‘কংগ্রেসের মানুষ আর রাকিবুল হোসেইন (ওই আসনে তাঁর কংগ্রেস প্রতিদ্বন্দ্বী) বলেছেন, আমার বয়স হয়ে গেছে। তবে এখনো আমার মধ্যে আবারও বিয়ে করার মতো জোর আছে। মুখ্যমন্ত্রী না চাইলেও আমি তা করতে পারব।’
এর জবাবে গতকাল শনিবার এক নির্বাচনী সমাবেশে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘তাঁর (আজমলের) এখনই বিয়ে করা উচিত। নির্বাচনের পর আসামে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু করা হবে। এর পরে বিয়ে করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।’
তিনি আরও বলেন, ‘যদি তিনি এখন আমাদের আমন্ত্রণ জানান, আমরাও যাব। কারণ এটি এখন পর্যন্ত অবৈধ নয়। আমি যত দূর জানি, ওনার একজন স্ত্রী আছেন। তিনি আরও দুই-তিন বিয়ে করতে পারবেন। তবে নির্বাচনের পরপরই আমরা বহুবিবাহ বন্ধ করে দেব। সম্পূর্ণ খসড়া তৈরি আছে।’
ধর্ম-বর্ণনির্বিশেষে বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক নেওয়ার বিষয়ে অভিন্ন বিধিমালার নাম ইউনিফর্ম সিভিল কোড। এটি পাস হলে ভারতীয় নাগরিকদের সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
ইউসিসি আইন কার্যকর করার ওপর বরাবরই জোর দিয়ে আসছিলেন শর্মা। গত মাসে উত্তরাখণ্ড বিধানসভায় ইউসিসি বিল পাস হওয়ার পরে তাঁর মন্তব্য আরও জোরালো হয়ে ওঠে।
লোকসভা নির্বাচনে আসামে তিন ধাপে ভোট গ্রহণ চলবে—১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে।
আর কয়েক সপ্তাহ পরই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনের এই তোড়জোড়ের মধ্যেই নানা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন প্রার্থীরা। সম্প্রতি আসামের মুসলিম নেতা বদরুদ্দীন আজমলকে বিয়ে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
ভারতে প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন পারিবারিক আইনের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ধুবরির সাংসদ (আজমল) যদি আবার বিয়ে করতে চান, তবে তা নির্বাচনের আগেই সেরে ফেলা উচিত, না হলে তাঁকে গ্রেপ্তার হতে হবে।
শর্মাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের পরে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করা হবে এবং বহুবিবাহ অবৈধ হয়ে যাবে।
সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চার (এআইডিএফ) প্রধান আজমল এবারও লোকসভা নির্বাচনে ধুবরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি তিনি বলেন, ‘কংগ্রেসের মানুষ আর রাকিবুল হোসেইন (ওই আসনে তাঁর কংগ্রেস প্রতিদ্বন্দ্বী) বলেছেন, আমার বয়স হয়ে গেছে। তবে এখনো আমার মধ্যে আবারও বিয়ে করার মতো জোর আছে। মুখ্যমন্ত্রী না চাইলেও আমি তা করতে পারব।’
এর জবাবে গতকাল শনিবার এক নির্বাচনী সমাবেশে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘তাঁর (আজমলের) এখনই বিয়ে করা উচিত। নির্বাচনের পর আসামে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু করা হবে। এর পরে বিয়ে করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।’
তিনি আরও বলেন, ‘যদি তিনি এখন আমাদের আমন্ত্রণ জানান, আমরাও যাব। কারণ এটি এখন পর্যন্ত অবৈধ নয়। আমি যত দূর জানি, ওনার একজন স্ত্রী আছেন। তিনি আরও দুই-তিন বিয়ে করতে পারবেন। তবে নির্বাচনের পরপরই আমরা বহুবিবাহ বন্ধ করে দেব। সম্পূর্ণ খসড়া তৈরি আছে।’
ধর্ম-বর্ণনির্বিশেষে বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক নেওয়ার বিষয়ে অভিন্ন বিধিমালার নাম ইউনিফর্ম সিভিল কোড। এটি পাস হলে ভারতীয় নাগরিকদের সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
ইউসিসি আইন কার্যকর করার ওপর বরাবরই জোর দিয়ে আসছিলেন শর্মা। গত মাসে উত্তরাখণ্ড বিধানসভায় ইউসিসি বিল পাস হওয়ার পরে তাঁর মন্তব্য আরও জোরালো হয়ে ওঠে।
লোকসভা নির্বাচনে আসামে তিন ধাপে ভোট গ্রহণ চলবে—১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে