অনলাইন ডেস্ক
নিজ সন্তানদের বিদেশে চাকরি খুঁজতে এবং সেখানে স্থায়ী হতে পরামর্শ দিয়েছেন ভারতের একজন জ্যেষ্ঠ রাজনীতিক ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সাধারণ সম্পাদক আবদুল বারী সিদ্দিকী। তিনি বলেছেন, ‘এখানে পরিবেশ ভালো নয়, বিদেশে সেটেলড হও’। তাঁর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে একটি অনুষ্ঠানে বিহারের এই নেতা এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘দেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি বোঝার জন্য আমি একটি ব্যক্তিগত উদাহরণ দিতে চাই। আমার একটি ছেলে হার্ভার্ডে পড়াশোনা করে এবং একটি মেয়ে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডিগ্রি নিয়েছে। আমি তাদের বিদেশেই চাকরি খুঁজতে বলেছি এবং সেখানের নাগরিকত্ব নিতে বলেছি।’
ভারতের প্রবীণ এই নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘আমার সন্তানেরা আমার কথা বিশ্বাস করে না। তারা বলে, আমি তো এখনো ভারতে থাকি। আমি তখন তাদের বলেছি, তোমরা এখানে মানিয়ে নিতে পারবে না।’
বিজেপির বিহার ইউনিট আবদুল বারী সিদ্দিকীর মন্তব্যের নিন্দা করেছে। তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শও দিয়েছে দলটি। রাজ্য বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বলেছেন, ‘সিদ্দিকীর মন্তব্য ভারতবিরোধী। তিনি যদি এতটাই দমবন্ধ বোধ করেন, তাহলে তিনি এখানে একজন রাজনৈতিক নেতা হিসেবে যে সুযোগ-সুবিধা পান, তা ছেড়ে দিয়ে তাঁর পাকিস্তানে চলে যাওয়া উচিত। কেউ তাকে বাধা দেবে না।’
নিখিল আনন্দ আরও বলেছেন, ‘সিদ্দিকী আরজেডির প্রধান লালু প্রসাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর বক্তব্য তাঁর দলের মুসলিমতুষ্টি সংস্কৃতিকেই প্রতিফলিত করে।’
এদিকে আবদুল বারী সিদ্দিকীর মন্তব্যকে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) সমর্থন করেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
নিজ সন্তানদের বিদেশে চাকরি খুঁজতে এবং সেখানে স্থায়ী হতে পরামর্শ দিয়েছেন ভারতের একজন জ্যেষ্ঠ রাজনীতিক ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সাধারণ সম্পাদক আবদুল বারী সিদ্দিকী। তিনি বলেছেন, ‘এখানে পরিবেশ ভালো নয়, বিদেশে সেটেলড হও’। তাঁর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে একটি অনুষ্ঠানে বিহারের এই নেতা এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘দেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি বোঝার জন্য আমি একটি ব্যক্তিগত উদাহরণ দিতে চাই। আমার একটি ছেলে হার্ভার্ডে পড়াশোনা করে এবং একটি মেয়ে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডিগ্রি নিয়েছে। আমি তাদের বিদেশেই চাকরি খুঁজতে বলেছি এবং সেখানের নাগরিকত্ব নিতে বলেছি।’
ভারতের প্রবীণ এই নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘আমার সন্তানেরা আমার কথা বিশ্বাস করে না। তারা বলে, আমি তো এখনো ভারতে থাকি। আমি তখন তাদের বলেছি, তোমরা এখানে মানিয়ে নিতে পারবে না।’
বিজেপির বিহার ইউনিট আবদুল বারী সিদ্দিকীর মন্তব্যের নিন্দা করেছে। তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শও দিয়েছে দলটি। রাজ্য বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বলেছেন, ‘সিদ্দিকীর মন্তব্য ভারতবিরোধী। তিনি যদি এতটাই দমবন্ধ বোধ করেন, তাহলে তিনি এখানে একজন রাজনৈতিক নেতা হিসেবে যে সুযোগ-সুবিধা পান, তা ছেড়ে দিয়ে তাঁর পাকিস্তানে চলে যাওয়া উচিত। কেউ তাকে বাধা দেবে না।’
নিখিল আনন্দ আরও বলেছেন, ‘সিদ্দিকী আরজেডির প্রধান লালু প্রসাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর বক্তব্য তাঁর দলের মুসলিমতুষ্টি সংস্কৃতিকেই প্রতিফলিত করে।’
এদিকে আবদুল বারী সিদ্দিকীর মন্তব্যকে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) সমর্থন করেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৬ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৭ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৭ ঘণ্টা আগে