অনলাইন ডেস্ক
তুষারে ঢাকা অ্যান্টার্কটিকাকে শীতল মরুভূমি বললেও ভুল হবে না। কারণ, এখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন। এবার এই কঠিন কাজটিই করলেন এক ভারতীয়। বিবিসি জানিয়েছে, অ্যান্টার্কটিকায় নতুন এক প্রজাতির মস-এর সন্ধান পেয়েছেন ভারতীয় গবেষক ড. ফেলিক্স বাস্ট।
এই গবেষক পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার প্রধান অধ্যাপক। ২০১৬ সালে ভারতের অ্যান্টার্কটিকা মিশনের সদস্য হিসেবে তিনি দক্ষিণ মেরু অভিযানে গিয়েছিলেন। সেখানেই ভারতীয় ক্যাম্পের কাছে নতুন প্রজাতির উদ্ভিদটির সন্ধান পান।
প্রাথমিক অবস্থায় উদ্ভিদটির নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করেন ফেলিক্স। এই পরীক্ষার মধ্য দিয়েই তিনি নিশ্চিত হন—সন্দেহ অমূলক নয়, এটি নতুন প্রজাতির একটি উদ্ভিদ। মেরু অঞ্চলে এ ধরনের উদ্ভিদের অস্তিত্ব তাঁর আগে আর কেউ পায়নি। ঋতুর সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এই উদ্ভিদের রংও।
ফেলিক্স জানান, শীতে অ্যান্টার্কটিকার তাপমাত্রা যখন মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে আসে। তখন এই মস শুকিয়ে যায়। গ্রীষ্মকালে বরফ গললে এ মস সবুজ হয়ে ওঠে। এমনকি অন্যান্য শৈবালের অস্তিত্ব টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মস। তাই এই নতুন উদ্ভিদকে অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্রের অন্যতম ধারক বলা যায়।
অ্যান্টার্কটিকায় ভারতের অন্যতম স্টেশন তথা বাগদেবী সরস্বতীর নামানুসারে ফেলিক্স এই নতুন আবিষ্কারের নামকরণ করেছেন ‘ব্রায়াম ভারতীয়েনসিস’। ভারতীয় গবেষকের এই আবিষ্কারকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে বিজ্ঞান সংস্থা ‘এশিয়া-প্যাসিফিক বায়োডাইভারসিটি।
তুষারে ঢাকা অ্যান্টার্কটিকাকে শীতল মরুভূমি বললেও ভুল হবে না। কারণ, এখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন। এবার এই কঠিন কাজটিই করলেন এক ভারতীয়। বিবিসি জানিয়েছে, অ্যান্টার্কটিকায় নতুন এক প্রজাতির মস-এর সন্ধান পেয়েছেন ভারতীয় গবেষক ড. ফেলিক্স বাস্ট।
এই গবেষক পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার প্রধান অধ্যাপক। ২০১৬ সালে ভারতের অ্যান্টার্কটিকা মিশনের সদস্য হিসেবে তিনি দক্ষিণ মেরু অভিযানে গিয়েছিলেন। সেখানেই ভারতীয় ক্যাম্পের কাছে নতুন প্রজাতির উদ্ভিদটির সন্ধান পান।
প্রাথমিক অবস্থায় উদ্ভিদটির নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করেন ফেলিক্স। এই পরীক্ষার মধ্য দিয়েই তিনি নিশ্চিত হন—সন্দেহ অমূলক নয়, এটি নতুন প্রজাতির একটি উদ্ভিদ। মেরু অঞ্চলে এ ধরনের উদ্ভিদের অস্তিত্ব তাঁর আগে আর কেউ পায়নি। ঋতুর সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এই উদ্ভিদের রংও।
ফেলিক্স জানান, শীতে অ্যান্টার্কটিকার তাপমাত্রা যখন মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে আসে। তখন এই মস শুকিয়ে যায়। গ্রীষ্মকালে বরফ গললে এ মস সবুজ হয়ে ওঠে। এমনকি অন্যান্য শৈবালের অস্তিত্ব টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মস। তাই এই নতুন উদ্ভিদকে অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্রের অন্যতম ধারক বলা যায়।
অ্যান্টার্কটিকায় ভারতের অন্যতম স্টেশন তথা বাগদেবী সরস্বতীর নামানুসারে ফেলিক্স এই নতুন আবিষ্কারের নামকরণ করেছেন ‘ব্রায়াম ভারতীয়েনসিস’। ভারতীয় গবেষকের এই আবিষ্কারকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে বিজ্ঞান সংস্থা ‘এশিয়া-প্যাসিফিক বায়োডাইভারসিটি।
রোগটির প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের পানজি অঞ্চল। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে সবগুলো মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে এই রোগের প্রথম রিপোর্ট সম্ভবত অক্টোবরের শেষের দিকে পাওয়া গিয়েছিল।
২ ঘণ্টা আগেগত এক দশকেরও বেশি সময় ধরে নিজের ভাবমূর্তি পুনর্গঠনে মনোযোগ দিয়েছিলেন গোলানি। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ এবং সিরিয়ার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সমর্থন লাভের প্রচেষ্টা তাঁর কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য দিক।
৪ ঘণ্টা আগেদক্ষিণ-পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশনের (এসডব্লিউএপিও) নেত্রী নেতুম্বো নন্দি নদাইতওয়া নামিবিয়ার নতুন প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৭২ বছর বয়সী নন্দি নদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রসিডেন্ট। দায়িত্ব নিলে তিনি হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রসিডেন্ট।
৫ ঘণ্টা আগেনির্বাহী আদেশে পুত্র হান্টার বাইডেনকে ক্ষমা করায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, বাইডেনের এই ক্ষমা ‘রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে ব্যবহারের’ চূড়ান্ত উদাহরণ।
৫ ঘণ্টা আগে