Ajker Patrika

বিজেপি ছাড়তে চান ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭: ৪৭
বিজেপি ছাড়তে চান ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর

ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লোকসভা সদস্য ও ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর দল বিজেপি থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারতে জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মাত্র মাসখানেক আগে রাজনীতি থেকে সরে যাওয়ার এই ঘোষণা দিলেন গৌতম গম্ভীর। এই ঘোষণা তাঁর ভক্ত তো বটেই বিশ্লেষকদেরও অবাক করেছে। 

গম্ভীর তাঁর এক্স স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি পার্টি সভাপতি জেপি নাড্ডাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি। যাতে আমি আমার ক্রিকেটের প্রতি যে কমিটমেন্টগুলো আছে তাতে মনোনিবেশ করতে পারি। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ 

ধারণা করা হচ্ছে, শিগগিরই বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের একটি প্রথম তালিকা প্রকাশ করবে। এই তালিকায় ১০০ জনেরও বেশি নেতাকে অন্তর্ভুক্ত করা হবে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হেভিওয়েট প্রার্থীরা থাকবেন। 

দলটি দিন কয়েক আগে প্রার্থী চূড়ান্ত করতে ম্যারাথন বৈঠক করেছে কয়েক দফা। এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে। রাত ১১টায় শুরু হয়ে সেই বৈঠক শেষ হয় রাত ৪টায়। 

এর আগে গৌতম গম্ভীর ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দেন। এর পর থেকেই তিনি দিল্লিতে তাঁর দলের একজন বিশিষ্ট মুখপাত্র হয়ে ওঠেন। সেবারই তিনি লোকসভা নির্বাচনে অংশ নিয়ে পূর্ব দিল্লি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ লাখ ৯৫ হাজারের বেশি ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী। 

উল্লেখ্য, আসন্ন আইপিএলে গৌতম গম্ভীর বেশ ব্যস্ত ভূমিকায় থাকবেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের বা কেকেআরের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নিজে এই দলের অধিনায়ক হিসেবে দুটি আইপিএল শিরোপা জিতেছেন। 

গৌতম গম্ভীর ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি ২০০৭ সালের আইসিসির টি-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সদস্য ছিলেন ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও। তিনি ভারতের হয়ে মোট ২৪২টি ম্যাচে ২০ সেঞ্চুরি ও ৬৩ হাফ সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৯৫ গড়ে ১০ হাজার ৩২৪ রান করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত