অনলাইন ডেস্ক
ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লোকসভা সদস্য ও ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর দল বিজেপি থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারতে জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মাত্র মাসখানেক আগে রাজনীতি থেকে সরে যাওয়ার এই ঘোষণা দিলেন গৌতম গম্ভীর। এই ঘোষণা তাঁর ভক্ত তো বটেই বিশ্লেষকদেরও অবাক করেছে।
গম্ভীর তাঁর এক্স স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি পার্টি সভাপতি জেপি নাড্ডাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি। যাতে আমি আমার ক্রিকেটের প্রতি যে কমিটমেন্টগুলো আছে তাতে মনোনিবেশ করতে পারি। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
ধারণা করা হচ্ছে, শিগগিরই বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের একটি প্রথম তালিকা প্রকাশ করবে। এই তালিকায় ১০০ জনেরও বেশি নেতাকে অন্তর্ভুক্ত করা হবে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হেভিওয়েট প্রার্থীরা থাকবেন।
দলটি দিন কয়েক আগে প্রার্থী চূড়ান্ত করতে ম্যারাথন বৈঠক করেছে কয়েক দফা। এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে। রাত ১১টায় শুরু হয়ে সেই বৈঠক শেষ হয় রাত ৪টায়।
এর আগে গৌতম গম্ভীর ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দেন। এর পর থেকেই তিনি দিল্লিতে তাঁর দলের একজন বিশিষ্ট মুখপাত্র হয়ে ওঠেন। সেবারই তিনি লোকসভা নির্বাচনে অংশ নিয়ে পূর্ব দিল্লি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ লাখ ৯৫ হাজারের বেশি ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী।
উল্লেখ্য, আসন্ন আইপিএলে গৌতম গম্ভীর বেশ ব্যস্ত ভূমিকায় থাকবেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের বা কেকেআরের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নিজে এই দলের অধিনায়ক হিসেবে দুটি আইপিএল শিরোপা জিতেছেন।
গৌতম গম্ভীর ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি ২০০৭ সালের আইসিসির টি-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সদস্য ছিলেন ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও। তিনি ভারতের হয়ে মোট ২৪২টি ম্যাচে ২০ সেঞ্চুরি ও ৬৩ হাফ সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৯৫ গড়ে ১০ হাজার ৩২৪ রান করেছেন।
ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লোকসভা সদস্য ও ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর দল বিজেপি থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারতে জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মাত্র মাসখানেক আগে রাজনীতি থেকে সরে যাওয়ার এই ঘোষণা দিলেন গৌতম গম্ভীর। এই ঘোষণা তাঁর ভক্ত তো বটেই বিশ্লেষকদেরও অবাক করেছে।
গম্ভীর তাঁর এক্স স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি পার্টি সভাপতি জেপি নাড্ডাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি। যাতে আমি আমার ক্রিকেটের প্রতি যে কমিটমেন্টগুলো আছে তাতে মনোনিবেশ করতে পারি। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
ধারণা করা হচ্ছে, শিগগিরই বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের একটি প্রথম তালিকা প্রকাশ করবে। এই তালিকায় ১০০ জনেরও বেশি নেতাকে অন্তর্ভুক্ত করা হবে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হেভিওয়েট প্রার্থীরা থাকবেন।
দলটি দিন কয়েক আগে প্রার্থী চূড়ান্ত করতে ম্যারাথন বৈঠক করেছে কয়েক দফা। এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে। রাত ১১টায় শুরু হয়ে সেই বৈঠক শেষ হয় রাত ৪টায়।
এর আগে গৌতম গম্ভীর ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দেন। এর পর থেকেই তিনি দিল্লিতে তাঁর দলের একজন বিশিষ্ট মুখপাত্র হয়ে ওঠেন। সেবারই তিনি লোকসভা নির্বাচনে অংশ নিয়ে পূর্ব দিল্লি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ লাখ ৯৫ হাজারের বেশি ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী।
উল্লেখ্য, আসন্ন আইপিএলে গৌতম গম্ভীর বেশ ব্যস্ত ভূমিকায় থাকবেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের বা কেকেআরের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নিজে এই দলের অধিনায়ক হিসেবে দুটি আইপিএল শিরোপা জিতেছেন।
গৌতম গম্ভীর ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি ২০০৭ সালের আইসিসির টি-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সদস্য ছিলেন ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও। তিনি ভারতের হয়ে মোট ২৪২টি ম্যাচে ২০ সেঞ্চুরি ও ৬৩ হাফ সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৯৫ গড়ে ১০ হাজার ৩২৪ রান করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চার মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৩ বছর বয়সী ভারতীয় নারী শাহজাদি খানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ সোমবার দিল্লি হাইকোর্টকে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
২ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
৩ ঘণ্টা আগে