অনলাইন ডেস্ক
গুরুর গুঁতায় ধরাশায়ী হয়েছেন ভারতের গুজরাট রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নিতিন প্যাটেল। তাঁর নেতৃত্বাধীন ‘তেরঙা যাত্রা’ শীর্ষক একটি মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় গরুটি দ্রুতবেগে এসে তাঁকে আঘাত করে। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের মাহসেনা জেলার কাদি শহরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিতিন প্যাটেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর বাম পায়ের হাড়ে ফাটল দেখা দিয়েছে বলে জানান চিকিৎসকেরা।
প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকদের নিতিন প্যাটেল নিজেই বলেন, ‘কাদিতে একটি তেরঙা যাত্রার আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় ২ লোকের অংশগ্রহণ ছিল। মিছিলের জন্য নির্ধারিত দূরত্বের প্রায় ৭০ শতাংশ অতিক্রমে একটি সবজি বাজারে পৌঁছানোর সময় হঠাৎ একটি গরু ছুটে আসে।’ তিনি জানান, এই হঠাৎ সংঘর্ষে তিনিসহ আরও বেশ কয়েকজন মাটিতে পড়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা যায়, নিতিন প্যাটেল মিছিলের অগ্রভাবে একটি তেরঙা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তাঁর আশপাশের বেশ কয়েকজন তাঁকে ঘিয়ে এগিয়ে যাচ্ছেন। এমন সময় মিছিলের সামনে থেকে দ্রুতবেগে একটি গরু ছুটে আসে। এসে নিতিনের শরীরের ডান পাশে আঘাত করে চলে যায়। তৎক্ষণাৎ নিতিন মাটিতে পড়ে যান। যাওয়ার সময় গরুটি আরও বেশ কয়েকজনকে আহত করে।
সেখান থেকে দ্রুত নিতিন প্যাটেলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে তাঁর এক্স-রে এবং সিটি স্ক্যান করা হয়। এক্স-রে থেকে দেখা যায়, তাঁর বাম পায়ের হাড়ে ছোট ফাটল রয়েছে। তবে তিনি মাথায় কোনো আঘাত পাননি।
গুরুর গুঁতায় ধরাশায়ী হয়েছেন ভারতের গুজরাট রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নিতিন প্যাটেল। তাঁর নেতৃত্বাধীন ‘তেরঙা যাত্রা’ শীর্ষক একটি মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় গরুটি দ্রুতবেগে এসে তাঁকে আঘাত করে। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের মাহসেনা জেলার কাদি শহরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিতিন প্যাটেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর বাম পায়ের হাড়ে ফাটল দেখা দিয়েছে বলে জানান চিকিৎসকেরা।
প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকদের নিতিন প্যাটেল নিজেই বলেন, ‘কাদিতে একটি তেরঙা যাত্রার আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় ২ লোকের অংশগ্রহণ ছিল। মিছিলের জন্য নির্ধারিত দূরত্বের প্রায় ৭০ শতাংশ অতিক্রমে একটি সবজি বাজারে পৌঁছানোর সময় হঠাৎ একটি গরু ছুটে আসে।’ তিনি জানান, এই হঠাৎ সংঘর্ষে তিনিসহ আরও বেশ কয়েকজন মাটিতে পড়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা যায়, নিতিন প্যাটেল মিছিলের অগ্রভাবে একটি তেরঙা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তাঁর আশপাশের বেশ কয়েকজন তাঁকে ঘিয়ে এগিয়ে যাচ্ছেন। এমন সময় মিছিলের সামনে থেকে দ্রুতবেগে একটি গরু ছুটে আসে। এসে নিতিনের শরীরের ডান পাশে আঘাত করে চলে যায়। তৎক্ষণাৎ নিতিন মাটিতে পড়ে যান। যাওয়ার সময় গরুটি আরও বেশ কয়েকজনকে আহত করে।
সেখান থেকে দ্রুত নিতিন প্যাটেলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে তাঁর এক্স-রে এবং সিটি স্ক্যান করা হয়। এক্স-রে থেকে দেখা যায়, তাঁর বাম পায়ের হাড়ে ছোট ফাটল রয়েছে। তবে তিনি মাথায় কোনো আঘাত পাননি।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১০ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১১ ঘণ্টা আগে