অনলাইন ডেস্ক
বাংলাদেশের কাছে ১৬১ কোটি রুপি বকেয়া পায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেড (টিএসইসিএল)। আজ মঙ্গলবার ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। মেঘালয়ের সংবাদমাধ্যম শিলং টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রতনলাল নাথ জানান, টিএসইসিএল বর্তমানে প্রতিদিন ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করছে। তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার পর বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১৬১ কোটি রুপি। বকেয়া আদায়ের জন্য আমরা ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন-এটিপিসির বিদ্যুৎ ব্যাপার নিগম (এনভিভিপি) এবং কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। তারা বাংলাদেশকে বকেয়া পরিশোধের জন্য বলেছে।’
ত্রিপুরা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী প্রধান প্রতিষ্ঠানই হলো এনভিভিপি এবং তারাই এই প্রকল্পের অর্থ আদায়ের কাজটি করে বলে জানান মন্ত্রী রতনলাল। তিনি বলেন, ‘প্রচুর বকেয়া থাকারও থাকার পরও টিএসইসিএল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে অব্যাহত থাকবে।’
এর আগে, ২০১৬ সালের মার্চ মাসে ত্রিপুরা সরকার ত্রিপুরা পাওয়ার কোম্পানির বিদ্যুৎ প্ল্যান্ট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু করে। কখনো কখনো এটি ১৬০ মেগাওয়াটেও পৌঁছায়। টিএসইসিএলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২০১৬ সালের প্রথম চুক্তির পর, আমরা পরে আরও দুইবার চুক্তি নবায়ন করেছি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য।’
ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সরকার সম্প্রতি টিএসইসিএল থেকে কমপক্ষে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য অনুরোধ করেছে, কারণ তাদের বিদ্যুৎ চাহিদা অনেক বেড়ে গেছে। আলাপ আলোচনা চলছে। তবে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি এবং পরিষ্কার করা প্রয়োজন, চুক্তি স্বাক্ষর এবং অন্যান্য আনুষ্ঠানিকতা পূর্ণ করা প্রয়োজন।’
তিনি আরও জানান, ২০২০ সালে টিএসইসিএল নেপালকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল। তবে নেপাল ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবার আবেদন না করায় সরবরাহ বন্ধ করা হয়। ওই কর্মকর্তা কর্মকর্তা জানান, বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যগুলোতে মূলত ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় পালটানায় অবস্থিত ৭২৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওটিপিসি গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট থেকে।
ত্রিপুরায় ২০১৩ সালের জুন মাসে পালটানা প্ল্যান্টটি স্থাপন করা হয়। ১০ হাজার কোটি রুপি খরচে নির্মিত পালটানা বিদ্যুৎ প্ল্যান্টটি দিল্লি ও ঢাকা সরকারের সহযোগিতার এক অনন্য উদাহরণ। এই কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও টারবাইন পরিবহন করা হয়েছিল বাংলাদেশের ওপর দিয়ে।
বাংলাদেশের কাছে ১৬১ কোটি রুপি বকেয়া পায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেড (টিএসইসিএল)। আজ মঙ্গলবার ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। মেঘালয়ের সংবাদমাধ্যম শিলং টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রতনলাল নাথ জানান, টিএসইসিএল বর্তমানে প্রতিদিন ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করছে। তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার পর বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১৬১ কোটি রুপি। বকেয়া আদায়ের জন্য আমরা ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন-এটিপিসির বিদ্যুৎ ব্যাপার নিগম (এনভিভিপি) এবং কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। তারা বাংলাদেশকে বকেয়া পরিশোধের জন্য বলেছে।’
ত্রিপুরা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী প্রধান প্রতিষ্ঠানই হলো এনভিভিপি এবং তারাই এই প্রকল্পের অর্থ আদায়ের কাজটি করে বলে জানান মন্ত্রী রতনলাল। তিনি বলেন, ‘প্রচুর বকেয়া থাকারও থাকার পরও টিএসইসিএল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে অব্যাহত থাকবে।’
এর আগে, ২০১৬ সালের মার্চ মাসে ত্রিপুরা সরকার ত্রিপুরা পাওয়ার কোম্পানির বিদ্যুৎ প্ল্যান্ট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু করে। কখনো কখনো এটি ১৬০ মেগাওয়াটেও পৌঁছায়। টিএসইসিএলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২০১৬ সালের প্রথম চুক্তির পর, আমরা পরে আরও দুইবার চুক্তি নবায়ন করেছি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য।’
ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সরকার সম্প্রতি টিএসইসিএল থেকে কমপক্ষে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য অনুরোধ করেছে, কারণ তাদের বিদ্যুৎ চাহিদা অনেক বেড়ে গেছে। আলাপ আলোচনা চলছে। তবে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি এবং পরিষ্কার করা প্রয়োজন, চুক্তি স্বাক্ষর এবং অন্যান্য আনুষ্ঠানিকতা পূর্ণ করা প্রয়োজন।’
তিনি আরও জানান, ২০২০ সালে টিএসইসিএল নেপালকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল। তবে নেপাল ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবার আবেদন না করায় সরবরাহ বন্ধ করা হয়। ওই কর্মকর্তা কর্মকর্তা জানান, বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যগুলোতে মূলত ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় পালটানায় অবস্থিত ৭২৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওটিপিসি গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট থেকে।
ত্রিপুরায় ২০১৩ সালের জুন মাসে পালটানা প্ল্যান্টটি স্থাপন করা হয়। ১০ হাজার কোটি রুপি খরচে নির্মিত পালটানা বিদ্যুৎ প্ল্যান্টটি দিল্লি ও ঢাকা সরকারের সহযোগিতার এক অনন্য উদাহরণ। এই কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও টারবাইন পরিবহন করা হয়েছিল বাংলাদেশের ওপর দিয়ে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের কোনো প্রক্সি নেই। মূলত, সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর ইরান মধ্যপ্রাচ্যে তার প্রক্সি হারিয়েছে—বিভিন্ন নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন
১৯ মিনিট আগেসৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এ সপ্তাহের মধ্যে ২০ হাজার ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এঁদের মধ্য থেকে এরই মধ্যে ৯ হাজার ৫০০ জনকে নিজ নিজ দেশে ফেরত
৩৬ মিনিট আগেদিল্লি পুলিশ অবৈধভাবে বসবাসরত ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত করেছে। আজ রোববার দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে শনাক্তকরণ প্রচেষ্টার অংশ হিসেবে রাজধানীতে প্রায় ১৭৫ জনকে শনাক্ত করেছে। পুলিশ বলেছেন, এসব বাংলাদেশি যথাযথ নথিপত্র ছাড়াই বসবাস করছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন..
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়, বাংলাদেশ থেকে যাওয়া অ-হিন্দু তথা মুসলিমদের চিকিৎসা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি—বিজেপির কর্মীরা। গতকাল শনিবার কলকাতার মুকুন্দপুর এলাকায় তারা এই বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, কলকাতার বেসরকারি একটি হাসপাতালকে...
২ ঘণ্টা আগে