কলকাতা প্রতিনিধি
ভারতে চালু হয়েছে ইলেকট্রনিক রুপি বা ই–রুপি। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতজুড়ে ই-রুপি চালুর ঘোষণা দেওয়া হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ঘোষণা অনুযায়ী, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটে লেনদেনগুলি একটি পাইলট প্রকল্পের মাধ্যমে লেনদেন হবে।
ডিজিটাল রুপি পাইকারি আন্তঃব্যাঙ্ক লেনদের দক্ষতা আরও বাড়িয়ে তুলবে বলেও আরবিআই কর্তাদের অনুমান। তাঁদের মতে, এতে খরচ কম হবে। কারণ নিষ্পত্তির ঝুঁকি কমাতে জামানতের প্রয়োজন হবে না। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত বাজেট বক্তৃতায় এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ই-রুপি মোটেই ক্রিপ্টো কারেন্সি নয়। আপাতত নয়টি ভারতীয় ব্যাংকে পাওয়া যাবে ই-রুপির সুবিধা। খুচরা ও পাইকারি উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এই ডিজিটাল মুদ্রা।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুযায়ী, ই-রুপি খুচরা বাজারে সকলেই ব্যবহার করতে পারবেন। তবে পাইকারি ব্যবহারের অধিকার থাকবে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের। জানা গেছে, ক্রিপ্টো কারেন্সির সঙ্গে স্পষ্ট মৌলিক পার্থক্য থাকবে ই-রুপির। ক্রিপ্টোর মূল চরিত্র সম্পদ। আর ভারতীয় ই-মুদ্রা পুরোপুরি রুপির বিকল্প।
রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুসারে, প্রচলিত সাধারণ মুদ্রাও থাকবে বাজারে। সাধারণ মুদ্রার পাশাপাশি ডিজিটাল লেনদেন সহজতর করতেই আনা হচ্ছে এই ই-রুপি। উল্লেখ্য, গত বাজেট ভাষণে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশটিতে ই-রুপি প্রচলনের কথা ঘোষণা করেছিলেন। এবার তাঁর সেই ঘোষণাই বাস্তবায়িত হতে চলেছে।
ভারতে চালু হয়েছে ইলেকট্রনিক রুপি বা ই–রুপি। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতজুড়ে ই-রুপি চালুর ঘোষণা দেওয়া হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ঘোষণা অনুযায়ী, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটে লেনদেনগুলি একটি পাইলট প্রকল্পের মাধ্যমে লেনদেন হবে।
ডিজিটাল রুপি পাইকারি আন্তঃব্যাঙ্ক লেনদের দক্ষতা আরও বাড়িয়ে তুলবে বলেও আরবিআই কর্তাদের অনুমান। তাঁদের মতে, এতে খরচ কম হবে। কারণ নিষ্পত্তির ঝুঁকি কমাতে জামানতের প্রয়োজন হবে না। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত বাজেট বক্তৃতায় এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ই-রুপি মোটেই ক্রিপ্টো কারেন্সি নয়। আপাতত নয়টি ভারতীয় ব্যাংকে পাওয়া যাবে ই-রুপির সুবিধা। খুচরা ও পাইকারি উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এই ডিজিটাল মুদ্রা।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুযায়ী, ই-রুপি খুচরা বাজারে সকলেই ব্যবহার করতে পারবেন। তবে পাইকারি ব্যবহারের অধিকার থাকবে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের। জানা গেছে, ক্রিপ্টো কারেন্সির সঙ্গে স্পষ্ট মৌলিক পার্থক্য থাকবে ই-রুপির। ক্রিপ্টোর মূল চরিত্র সম্পদ। আর ভারতীয় ই-মুদ্রা পুরোপুরি রুপির বিকল্প।
রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুসারে, প্রচলিত সাধারণ মুদ্রাও থাকবে বাজারে। সাধারণ মুদ্রার পাশাপাশি ডিজিটাল লেনদেন সহজতর করতেই আনা হচ্ছে এই ই-রুপি। উল্লেখ্য, গত বাজেট ভাষণে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশটিতে ই-রুপি প্রচলনের কথা ঘোষণা করেছিলেন। এবার তাঁর সেই ঘোষণাই বাস্তবায়িত হতে চলেছে।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং এর শাখানদীগুলোর (ঝিলম, চেনাব, রবি, বিয়াস ও শতদ্রু) পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। কিন্তু এবার সেই ঐতিহাসিক চুক্তি স্থগিত করা হলো। ফলে পাকিস্তানে পানি সরবরাহ..
৮ ঘণ্টা আগেরানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
৯ ঘণ্টা আগেসার্ক ভিসায় আসা ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল গণ্য হবে বলে জানানো হয়েছে। আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির...
৯ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ঘুরতে গিয়ে ছোট ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন মঞ্জু নাথ। কর্ণাটকের এই ব্যক্তি স্ত্রী পল্লবী ও সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তবে ফিরেছেন লাশ হয়ে। গত মঙ্গলবার সন্ত্রাসীরা তাঁকে গুলি চালিয়ে হত্যা করে। তবে তাঁর স্ত্রীকে হত্যা করেনি সন্ত্রাসীরা; বরং তাঁকে
১০ ঘণ্টা আগে