কলকাতার পার্ক স্ট্রিটে গুলি, নিহত ১ 

কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ২০: ৩২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার পার্ক স্ট্রিটে এলোপাতাড়ি গুলিতে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সন্ত্রস্ত হয়েছে রয়েছেন কলকাতাবাসী। 

কলকাতা পুলিশ জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফেরই এক সদস্য তাঁর সহকর্মীদের উদ্দেশ্যে অতর্কিতে গুলি চালাতে শুরু করেন। কলকাতার পার্ক স্ট্রিটের জাদুঘর এলাকার সিআইএসএফ ব্যারাক লক্ষ্য করে ওই জওয়ান নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে অন্তত ২০ / ২৫ রাউন্ড গুলি চালায়। অতর্কিত গুলিতে ঘটনাস্থলে এক জওয়ানের মৃত্যু হয়। 

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ওই জওয়ান কেন গুলি চালিয়েছেন সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। 

এর আগে, গত ১০ জুন কলকাতার পার্ক সার্কাস এলাকায় বাংলাদেশ উপ-দূতাবাসের কাছে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর এক জওয়ান একইভাবে গুলি চালাতে শুরু করে। সেই ঘটনায় এক নারীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছিল, ওই পুলিশ সদস্য মানসিক ভারসাম্য হারিয়ে গুলি ছুড়েছিলেন। তাঁর ছোড়া গুলি এক মোটরসাইকেল আরোহীর গায়ে গিয়ে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ওই পুলিশ সদস্য ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালিয়েছিলেন। তারপর নিজেই নিজের গলায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত