অনলাইন ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যে পৌর ভোটে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। এর মধ্যে চমক দেখিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
আগরতলা পৌরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ১১২টি আসনে অন্য কোনো দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। বাকি ২২২টি আসনে ভোট গ্রহণ হয়। আজ রোববার তার ফল ঘোষণা করা হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। মোট ৩৩৪টি আসনের মধ্যে ৩২৯টিতে জিতেছে বিজেপি।
রাজ্যে যে ২২২টি আসনে ভোট হয়েছে এর মধ্যে ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সব কটিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সব কটি (১৫ আসন) আসনই জিতেছে বিজেপি।
আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামুড়া (১৩ আসন), অমরপুর (১৩ আসন), বিলোনিয়াতে (১৩ আসন) সব কটি আসনে জয়ী গেরুয়া শিবির।
ফলাফল ঘোষণার পর ‘ঐতিহাসিক দিন’ আখ্যা দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘ঐতিহাসিক দিন। সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্যকে যেভাবে পদদলিত করা হচ্ছিল তারই উত্তর দিয়েছেন ত্রিপুরাবাসী।’
অপরদিকে আগরতলায় ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ত্রিপুরার পুরভোটের ফল নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দুমাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তারপরও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’
আরেক টুইটে কুণাল বলেন, ‘হামলা, মামলা, তাণ্ডব করে ছাপ্পা ভোটের পুরবোর্ড গড়ছে বিজেপি। আর মানুষের মন জয় করেছে তৃণমূল। ২০২৩-এ তৃণমূলের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো।’
ভারতের ত্রিপুরা রাজ্যে পৌর ভোটে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। এর মধ্যে চমক দেখিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
আগরতলা পৌরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ১১২টি আসনে অন্য কোনো দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। বাকি ২২২টি আসনে ভোট গ্রহণ হয়। আজ রোববার তার ফল ঘোষণা করা হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। মোট ৩৩৪টি আসনের মধ্যে ৩২৯টিতে জিতেছে বিজেপি।
রাজ্যে যে ২২২টি আসনে ভোট হয়েছে এর মধ্যে ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সব কটিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সব কটি (১৫ আসন) আসনই জিতেছে বিজেপি।
আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামুড়া (১৩ আসন), অমরপুর (১৩ আসন), বিলোনিয়াতে (১৩ আসন) সব কটি আসনে জয়ী গেরুয়া শিবির।
ফলাফল ঘোষণার পর ‘ঐতিহাসিক দিন’ আখ্যা দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘ঐতিহাসিক দিন। সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্যকে যেভাবে পদদলিত করা হচ্ছিল তারই উত্তর দিয়েছেন ত্রিপুরাবাসী।’
অপরদিকে আগরতলায় ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ত্রিপুরার পুরভোটের ফল নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দুমাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তারপরও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’
আরেক টুইটে কুণাল বলেন, ‘হামলা, মামলা, তাণ্ডব করে ছাপ্পা ভোটের পুরবোর্ড গড়ছে বিজেপি। আর মানুষের মন জয় করেছে তৃণমূল। ২০২৩-এ তৃণমূলের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো।’
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৯ ঘণ্টা আগে