অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিম মেদিনীপুর জেলার এক জেষ্ঠ্য পুলিশ অফিসারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত দুজন। তাঁরা হলেন—অপর্ণা ও অ্যাম্বুলেন্সের চালক। তাঁর নাম এখনো জানা যায়নি।
জেলার পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি অপর্ণা বেগ নামের এক রোগীকে নিয়ে খিরপাইয়ের একটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছিল। রোগীর পরিবারের সদস্য ও চালকসহ আটজনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কেশপুর মহাসড়কে পৌছালে সিমেন্টের ব্যাগ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।
নিহতরা হলেন—অপর্ণার মা অনিমা মল্লিক, স্বামী শ্যামপদ বাগ, কাকা শ্যামল ভুনিয়া ও খালা চন্দনা ভুনিয়া। পুলিশ জানিয়েছে, অপর্ণা ও চালক উভয়ের অবস্থা এখনও গুরুতর। চিকিৎসকেরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরও জানান, চালক মদ্যপ অবস্থায় ছিল কি না এবং গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিম মেদিনীপুর জেলার এক জেষ্ঠ্য পুলিশ অফিসারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত দুজন। তাঁরা হলেন—অপর্ণা ও অ্যাম্বুলেন্সের চালক। তাঁর নাম এখনো জানা যায়নি।
জেলার পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি অপর্ণা বেগ নামের এক রোগীকে নিয়ে খিরপাইয়ের একটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছিল। রোগীর পরিবারের সদস্য ও চালকসহ আটজনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কেশপুর মহাসড়কে পৌছালে সিমেন্টের ব্যাগ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।
নিহতরা হলেন—অপর্ণার মা অনিমা মল্লিক, স্বামী শ্যামপদ বাগ, কাকা শ্যামল ভুনিয়া ও খালা চন্দনা ভুনিয়া। পুলিশ জানিয়েছে, অপর্ণা ও চালক উভয়ের অবস্থা এখনও গুরুতর। চিকিৎসকেরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরও জানান, চালক মদ্যপ অবস্থায় ছিল কি না এবং গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে