অনলাইন ডেস্ক
দেড় বছর ধরে অস্থিরতার মধ্যে থাকা মণিপুর ও প্রতিবেশী মিজোরামের জন্য নতুন রাজ্যপাল নিয়োগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে মণিপুর ও মিজোরাম সবচেয়ে বেশি আলোচিত।
দীর্ঘদিন ধরে মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। অমিত শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভাল্লা তাঁর প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির অংশ হিসেবেই ভাল্লার নিয়োগ। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব সামলানো লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় ভাল্লাকে আনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার সেখানে নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।
মিজোরামেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের কুকি সম্প্রদায়ের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের অভিবাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্রোহীদের কার্যক্রমে কেন্দ্রের দুশ্চিন্তা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান ও বিজেপি নেতা ভি কে সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভি কে সিং দীর্ঘদিন ধরে মোদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর সামরিক অভিজ্ঞতা মিজোরামের সীমান্ত পরিস্থিতি সামলাতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য রাজ্যেও কিছু পরিবর্তন এসেছে, যেমন—মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতিকে ওডিশার রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে ওডিশার রাজ্যপাল পদ থেকে সরানো হয়েছে। অন্যদিকে কেরালার রাজ্যপাল আরিফ মুহম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে।
একসঙ্গে একাধিক রাজ্যে এই রাজ্যপাল বদলের বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। মণিপুরের অস্থিরতা নিয়ন্ত্রণ ও মিজোরামের সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপগুলোর সফলতা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের কৌশল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর।
দেড় বছর ধরে অস্থিরতার মধ্যে থাকা মণিপুর ও প্রতিবেশী মিজোরামের জন্য নতুন রাজ্যপাল নিয়োগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে মণিপুর ও মিজোরাম সবচেয়ে বেশি আলোচিত।
দীর্ঘদিন ধরে মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। অমিত শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভাল্লা তাঁর প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির অংশ হিসেবেই ভাল্লার নিয়োগ। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব সামলানো লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় ভাল্লাকে আনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার সেখানে নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।
মিজোরামেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের কুকি সম্প্রদায়ের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের অভিবাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্রোহীদের কার্যক্রমে কেন্দ্রের দুশ্চিন্তা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান ও বিজেপি নেতা ভি কে সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভি কে সিং দীর্ঘদিন ধরে মোদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর সামরিক অভিজ্ঞতা মিজোরামের সীমান্ত পরিস্থিতি সামলাতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য রাজ্যেও কিছু পরিবর্তন এসেছে, যেমন—মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতিকে ওডিশার রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে ওডিশার রাজ্যপাল পদ থেকে সরানো হয়েছে। অন্যদিকে কেরালার রাজ্যপাল আরিফ মুহম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে।
একসঙ্গে একাধিক রাজ্যে এই রাজ্যপাল বদলের বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। মণিপুরের অস্থিরতা নিয়ন্ত্রণ ও মিজোরামের সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপগুলোর সফলতা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের কৌশল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর।
পরিবেশবান্ধব জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এখন আফ্রিকায় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী। চীন ও পশ্চিমা দেশগুলোর বিনিয়োগ হ্রাসের ফলে ইউএই এই স্থান দখল করেছে। ২০১৯-২০২৩ সালের মধ্যে ১১০ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করেছে দেশটি, যার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে...
৬ ঘণ্টা আগেবল্ড ইগল’ এখন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি। স্থানীয় সময় বুধবার ক্রিসমাস ইভে প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করে সাদা মাথা ও হলুদ ঠোঁটযুক্ত শিকারি এই পাখিকে জাতীয় সম্মান দিয়েছেন।
৭ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান সতর্ক করে বলেছেন, সিরিয়ায় কুর্দি যোদ্ধারা অস্ত্র ত্যাগ না করলে ‘তাদের কবর রচনা হবে’। বুধবার এই খবর জানিয়েছে আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেজীবনের বেশির ভাগ সময় নিজেকে এক হতভাগ্য মানুষ ভেবে এসেছেন ডিক্সন হ্যান্ডশো হাতশা। জন্মের পরপরই তাঁকে দত্তক নেওয়া হয়েছিল, জানতেন না আসল বাবা-মার পরিচয়। সাত দশকেরও বেশি সময় পর সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর বেশ কয়েকজন ভাইবোন রয়েছে। বড়দিনের ঠিক আগে ৭৫ বছর বয়সী ডিক্সন তাঁর জীবিত ভাইবোনদের সঙ্গে দেখাও কর
১১ ঘণ্টা আগে