Ajker Patrika

রাজস্থানের দোকান থেকে ২৭০টি আইফোন চুরি, পাচার হচ্ছিল বাংলাদেশে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৪: ৫৫
বাংলাদেশে পাচারের জন্য ২৭০টি আইফোন চুরি করে ধরা পড়েছে একটি চক্র। প্রতীকী ছবি
বাংলাদেশে পাচারের জন্য ২৭০টি আইফোন চুরি করে ধরা পড়েছে একটি চক্র। প্রতীকী ছবি

বাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে আইফোনগুলো চুরি করে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার রুপি নগদ ও চুরি করার জন্য ব্যবহৃত একটি ভাড়া করা গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন সাফান খান ওই মোবাইল দোকানের মালিক রামিন্দর সিং মাখিজার পুরোনো বন্ধু।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনের দোকানের মালিক মাখিজা মধ্যপ্রদেশেরে ইন্দোরে ১০ বছর আগে যখন কাজ করতেন, তখন সাফান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাখিজা জয়পুরে একটি মোবাইল ফোনের শোরুম খোলার পর সাফান সেই দোকান দেখতে আসেন এবং চুরির পরিকল্পনা করেন। এরপর সাফান মুম্বাইয়ে তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে চুরি করা আইফোনগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেন।

পুলিশ জানিয়েছে, মূল পরিকল্পনাকারী সাফান খান (৩০), রাম্ভারোজ পাতিল (২৭), যতীন হাদা (১৮) এবং রাজেশ আলিয়া খান (৪৫)—সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা। এ ছাড়া, চুরি করা মোবাইল ফোন কেনার অভিযোগে সামির আহমেদ শেখ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।

জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, ‘রামিন্দর সিং মাখিজার মোবাইল ফোনের একটি শোরুম রয়েছে। নাম হটস্পট। এটি জয়পুরের জওহরনগরের পঞ্চবটি সার্কেলে অবস্থিত। গত ৬ নভেম্বর সকালে মুখোশ পরা তিন ব্যক্তি প্রথমে শোরুমের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুম থেকে ১২০টি নতুন আইফোন এবং প্রায় ১৫০টি পুরোনো আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদি চুরি করে। চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ২ কোটি রুপি।’

চুরির পুরো ঘটনা শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের গতিবিধি শনাক্ত করে। চুরির পর অপরাধীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ আরও জানতে পেরেছে যে, চোরেরা ৫০ কিলোমিটার পর বাইকটি ছেড়ে দিয়ে একটি ভাড়া গাড়িতে চড়ে পালিয়ে যায়।

গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, গাড়িটি রাজস্থানের প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের একটি এজেন্সি থেকে ভাড়া করা হয়েছিল। পরে চোরদের শনাক্ত করে আটক করা হয়। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চুরি করা পণ্যগুলো মুম্বাইয়ের সামির আহমেদ শেখের কাছে বিক্রি করার কথা ছিল। এরপর পুলিশের একটি দল মুম্বাইয়ে সামির শেখকে গ্রেপ্তার করে।

সামিরকে আটকের পাশাপাশি তাঁর কাছ থেকে প্রায় দেড় কোটি রুপির চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সামির জানান, চুরি যাওয়া আইফোনগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল এবং চুরির আগেই এ ব্যাপারে তাদের চুক্তি হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত