বাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে আইফোনগুলো চুরি করে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার রুপি নগদ ও চুরি করার জন্য ব্যবহৃত একটি ভাড়া করা গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন সাফান খান ওই মোবাইল দোকানের মালিক রামিন্দর সিং মাখিজার পুরোনো বন্ধু।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনের দোকানের মালিক মাখিজা মধ্যপ্রদেশেরে ইন্দোরে ১০ বছর আগে যখন কাজ করতেন, তখন সাফান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাখিজা জয়পুরে একটি মোবাইল ফোনের শোরুম খোলার পর সাফান সেই দোকান দেখতে আসেন এবং চুরির পরিকল্পনা করেন। এরপর সাফান মুম্বাইয়ে তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে চুরি করা আইফোনগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেন।
পুলিশ জানিয়েছে, মূল পরিকল্পনাকারী সাফান খান (৩০), রাম্ভারোজ পাতিল (২৭), যতীন হাদা (১৮) এবং রাজেশ আলিয়া খান (৪৫)—সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা। এ ছাড়া, চুরি করা মোবাইল ফোন কেনার অভিযোগে সামির আহমেদ শেখ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, ‘রামিন্দর সিং মাখিজার মোবাইল ফোনের একটি শোরুম রয়েছে। নাম হটস্পট। এটি জয়পুরের জওহরনগরের পঞ্চবটি সার্কেলে অবস্থিত। গত ৬ নভেম্বর সকালে মুখোশ পরা তিন ব্যক্তি প্রথমে শোরুমের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুম থেকে ১২০টি নতুন আইফোন এবং প্রায় ১৫০টি পুরোনো আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদি চুরি করে। চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ২ কোটি রুপি।’
চুরির পুরো ঘটনা শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের গতিবিধি শনাক্ত করে। চুরির পর অপরাধীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ আরও জানতে পেরেছে যে, চোরেরা ৫০ কিলোমিটার পর বাইকটি ছেড়ে দিয়ে একটি ভাড়া গাড়িতে চড়ে পালিয়ে যায়।
গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, গাড়িটি রাজস্থানের প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের একটি এজেন্সি থেকে ভাড়া করা হয়েছিল। পরে চোরদের শনাক্ত করে আটক করা হয়। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চুরি করা পণ্যগুলো মুম্বাইয়ের সামির আহমেদ শেখের কাছে বিক্রি করার কথা ছিল। এরপর পুলিশের একটি দল মুম্বাইয়ে সামির শেখকে গ্রেপ্তার করে।
সামিরকে আটকের পাশাপাশি তাঁর কাছ থেকে প্রায় দেড় কোটি রুপির চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সামির জানান, চুরি যাওয়া আইফোনগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল এবং চুরির আগেই এ ব্যাপারে তাদের চুক্তি হয়েছিল।
বাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে আইফোনগুলো চুরি করে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার রুপি নগদ ও চুরি করার জন্য ব্যবহৃত একটি ভাড়া করা গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন সাফান খান ওই মোবাইল দোকানের মালিক রামিন্দর সিং মাখিজার পুরোনো বন্ধু।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনের দোকানের মালিক মাখিজা মধ্যপ্রদেশেরে ইন্দোরে ১০ বছর আগে যখন কাজ করতেন, তখন সাফান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাখিজা জয়পুরে একটি মোবাইল ফোনের শোরুম খোলার পর সাফান সেই দোকান দেখতে আসেন এবং চুরির পরিকল্পনা করেন। এরপর সাফান মুম্বাইয়ে তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে চুরি করা আইফোনগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেন।
পুলিশ জানিয়েছে, মূল পরিকল্পনাকারী সাফান খান (৩০), রাম্ভারোজ পাতিল (২৭), যতীন হাদা (১৮) এবং রাজেশ আলিয়া খান (৪৫)—সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা। এ ছাড়া, চুরি করা মোবাইল ফোন কেনার অভিযোগে সামির আহমেদ শেখ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, ‘রামিন্দর সিং মাখিজার মোবাইল ফোনের একটি শোরুম রয়েছে। নাম হটস্পট। এটি জয়পুরের জওহরনগরের পঞ্চবটি সার্কেলে অবস্থিত। গত ৬ নভেম্বর সকালে মুখোশ পরা তিন ব্যক্তি প্রথমে শোরুমের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুম থেকে ১২০টি নতুন আইফোন এবং প্রায় ১৫০টি পুরোনো আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদি চুরি করে। চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ২ কোটি রুপি।’
চুরির পুরো ঘটনা শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের গতিবিধি শনাক্ত করে। চুরির পর অপরাধীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ আরও জানতে পেরেছে যে, চোরেরা ৫০ কিলোমিটার পর বাইকটি ছেড়ে দিয়ে একটি ভাড়া গাড়িতে চড়ে পালিয়ে যায়।
গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, গাড়িটি রাজস্থানের প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের একটি এজেন্সি থেকে ভাড়া করা হয়েছিল। পরে চোরদের শনাক্ত করে আটক করা হয়। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চুরি করা পণ্যগুলো মুম্বাইয়ের সামির আহমেদ শেখের কাছে বিক্রি করার কথা ছিল। এরপর পুলিশের একটি দল মুম্বাইয়ে সামির শেখকে গ্রেপ্তার করে।
সামিরকে আটকের পাশাপাশি তাঁর কাছ থেকে প্রায় দেড় কোটি রুপির চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সামির জানান, চুরি যাওয়া আইফোনগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল এবং চুরির আগেই এ ব্যাপারে তাদের চুক্তি হয়েছিল।
রাশিয়া ইউক্রেনের উদ্দেশ্যে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর বেশির ভাগই কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে।
২৭ মিনিট আগেবাণিজ্যযুদ্ধ সমাধানে আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্রকে আগে চীনা পণ্যের ওপর থেকে আরোপিত শুল্ক বাতিল করতে হবে। বিশ্বব্যাপী চলমান বাণিজ্যযুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রকে এমন প্রস্তাব দিয়েছে বেইজিং। চীন বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এ সমস্যার সমাধান করতে চান, তবে অবশ্যই আগে আরোপিত শুল্ক বাতিল করবেন।
৩৬ মিনিট আগেজর্ডান সরকার দেশটির ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সম্প্রতি রকেট ও ড্রোন হামলার ষড়যন্ত্র সন্দেহে এই গোষ্ঠীর কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছিল জর্ডানের নিরাপত্তা বাহিনী। এর এক সপ্তাহ পরেই দেশটির পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।
২ ঘণ্টা আগেপাঞ্জাবের ফিরোজপুর সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে পাকিস্তানের সীমান্তরক্ষীরা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বুধবার আটক হওয়া ওই বিএসএফ জওয়ানের নাম পি কে সিং। তিনি বিএসএফ-এর ১৮২ নম্বর ব্যাটালিয়নে কনস্টেবল পদে ছিলেন।
২ ঘণ্টা আগে