অনলাইন ডেস্ক
বাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে আইফোনগুলো চুরি করে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার রুপি নগদ ও চুরি করার জন্য ব্যবহৃত একটি ভাড়া করা গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন সাফান খান ওই মোবাইল দোকানের মালিক রামিন্দর সিং মাখিজার পুরোনো বন্ধু।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনের দোকানের মালিক মাখিজা মধ্যপ্রদেশেরে ইন্দোরে ১০ বছর আগে যখন কাজ করতেন, তখন সাফান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাখিজা জয়পুরে একটি মোবাইল ফোনের শোরুম খোলার পর সাফান সেই দোকান দেখতে আসেন এবং চুরির পরিকল্পনা করেন। এরপর সাফান মুম্বাইয়ে তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে চুরি করা আইফোনগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেন।
পুলিশ জানিয়েছে, মূল পরিকল্পনাকারী সাফান খান (৩০), রাম্ভারোজ পাতিল (২৭), যতীন হাদা (১৮) এবং রাজেশ আলিয়া খান (৪৫)—সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা। এ ছাড়া, চুরি করা মোবাইল ফোন কেনার অভিযোগে সামির আহমেদ শেখ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, ‘রামিন্দর সিং মাখিজার মোবাইল ফোনের একটি শোরুম রয়েছে। নাম হটস্পট। এটি জয়পুরের জওহরনগরের পঞ্চবটি সার্কেলে অবস্থিত। গত ৬ নভেম্বর সকালে মুখোশ পরা তিন ব্যক্তি প্রথমে শোরুমের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুম থেকে ১২০টি নতুন আইফোন এবং প্রায় ১৫০টি পুরোনো আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদি চুরি করে। চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ২ কোটি রুপি।’
চুরির পুরো ঘটনা শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের গতিবিধি শনাক্ত করে। চুরির পর অপরাধীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ আরও জানতে পেরেছে যে, চোরেরা ৫০ কিলোমিটার পর বাইকটি ছেড়ে দিয়ে একটি ভাড়া গাড়িতে চড়ে পালিয়ে যায়।
গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, গাড়িটি রাজস্থানের প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের একটি এজেন্সি থেকে ভাড়া করা হয়েছিল। পরে চোরদের শনাক্ত করে আটক করা হয়। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চুরি করা পণ্যগুলো মুম্বাইয়ের সামির আহমেদ শেখের কাছে বিক্রি করার কথা ছিল। এরপর পুলিশের একটি দল মুম্বাইয়ে সামির শেখকে গ্রেপ্তার করে।
সামিরকে আটকের পাশাপাশি তাঁর কাছ থেকে প্রায় দেড় কোটি রুপির চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সামির জানান, চুরি যাওয়া আইফোনগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল এবং চুরির আগেই এ ব্যাপারে তাদের চুক্তি হয়েছিল।
বাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে আইফোনগুলো চুরি করে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার রুপি নগদ ও চুরি করার জন্য ব্যবহৃত একটি ভাড়া করা গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন সাফান খান ওই মোবাইল দোকানের মালিক রামিন্দর সিং মাখিজার পুরোনো বন্ধু।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনের দোকানের মালিক মাখিজা মধ্যপ্রদেশেরে ইন্দোরে ১০ বছর আগে যখন কাজ করতেন, তখন সাফান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাখিজা জয়পুরে একটি মোবাইল ফোনের শোরুম খোলার পর সাফান সেই দোকান দেখতে আসেন এবং চুরির পরিকল্পনা করেন। এরপর সাফান মুম্বাইয়ে তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে চুরি করা আইফোনগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেন।
পুলিশ জানিয়েছে, মূল পরিকল্পনাকারী সাফান খান (৩০), রাম্ভারোজ পাতিল (২৭), যতীন হাদা (১৮) এবং রাজেশ আলিয়া খান (৪৫)—সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা। এ ছাড়া, চুরি করা মোবাইল ফোন কেনার অভিযোগে সামির আহমেদ শেখ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, ‘রামিন্দর সিং মাখিজার মোবাইল ফোনের একটি শোরুম রয়েছে। নাম হটস্পট। এটি জয়পুরের জওহরনগরের পঞ্চবটি সার্কেলে অবস্থিত। গত ৬ নভেম্বর সকালে মুখোশ পরা তিন ব্যক্তি প্রথমে শোরুমের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুম থেকে ১২০টি নতুন আইফোন এবং প্রায় ১৫০টি পুরোনো আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদি চুরি করে। চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ২ কোটি রুপি।’
চুরির পুরো ঘটনা শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের গতিবিধি শনাক্ত করে। চুরির পর অপরাধীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ আরও জানতে পেরেছে যে, চোরেরা ৫০ কিলোমিটার পর বাইকটি ছেড়ে দিয়ে একটি ভাড়া গাড়িতে চড়ে পালিয়ে যায়।
গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, গাড়িটি রাজস্থানের প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের একটি এজেন্সি থেকে ভাড়া করা হয়েছিল। পরে চোরদের শনাক্ত করে আটক করা হয়। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চুরি করা পণ্যগুলো মুম্বাইয়ের সামির আহমেদ শেখের কাছে বিক্রি করার কথা ছিল। এরপর পুলিশের একটি দল মুম্বাইয়ে সামির শেখকে গ্রেপ্তার করে।
সামিরকে আটকের পাশাপাশি তাঁর কাছ থেকে প্রায় দেড় কোটি রুপির চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সামির জানান, চুরি যাওয়া আইফোনগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল এবং চুরির আগেই এ ব্যাপারে তাদের চুক্তি হয়েছিল।
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
২২ মিনিট আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে