ছেলের বিয়ের জন্য আম্বানির পুরো শহর বুকিংয়ে ক্ষুব্ধ ইতালীয়রা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২৪, ২৩: ৫৫
Thumbnail image

বিয়ের অনুষ্ঠানের জন্য বিলিয়ন ডলারের মালিকেরা সাধারণত কোনো চিত্তাকর্ষক গন্তব্যের ফাইভ স্টার রিসোর্ট ভাড়া করেন। তবে ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য ইতালির আস্ত এক শহরই বুক করেছিলেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানি। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পোর্তোফিনোতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে আমন্ত্রণ জানানো হয় ৮০০ অতিথিকে। গত ২৯, ৩০ ও ৩১ মে—এই তিন দিন ধরে তাঁরা বিয়ের বিভিন্ন পর্বে অংশ নেন।

তবে এই বিয়ের অতিথিদের বিলাসিতা উপভোগ করার সময় স্থানীয় এবং পর্যটকদের শহরের প্রধান আকর্ষণগুলোতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষও প্রকাশ করেছেন।

স্থানীয় একজন ট্যুর গাইড বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘পোর্তোফিনোতে স্থানীয় ট্যুর গাইড হিসেবে, একটি ব্যক্তিগত ইভেন্টের জন্য আমাদের শহরকে অবরুদ্ধ দেখা হতাশাজনক। আমাদের জীবিকা পর্যটনের ওপর নির্ভর করে এবং এই সপ্তাহান্তে এটি একটি বিশাল ধাক্কা ছিল।’ 

জানা গেছে, গত ২৯ মে ইতালির একটি বিলাসবহুল ক্রুজ বা প্রমোদতরীতে সারা বিশ্বের ধনকুবের, বলিউড তারকা ও আম্বানিদের আত্মীয়স্বজনকে নিয়ে শুরু হয় যাত্রা। ক্রুজটির নাম ‘লা ভিতা এ উন ভিয়াজ্জো’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘জীবন একটা যাত্রা’। সন্ধ্যায় ‘স্ট্যারি নাইট’ থিমে শুরু হয় আয়োজন। পরদিন ৩০ মে অতিথিরা সবাই ঘোরাফেরা করেছেন ‘রোমান হলিডে’ মুডে। এরপর ছিল নৈশভোজ আর আফটার পার্টি। সংগীতশিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের গান ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। তবে বিয়ের এই অনুষ্ঠানটির যথাসম্ভব গোপনীয়তা রাখা হয়েছে।

জেফ বেজোস থেকে শুরু করে এই আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড তারকা আমির খান, শাহরুখ খান, সালমান খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট ও তাঁদের কন্যা, রণবীর কাপুর, এম এস ধোনি, সাক্ষী ধোনি, ওরি, করণ জোহর, কারিশমা কাপুর, সানায়া কাপুর, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, বনি কাপুর, দিশা পাটানি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ ও তাঁদের দুই পুত্র, কারিনা কাপুর খান, সাইফ আলী খান ও তাঁদের দুই পুত্র, সিদ্ধার্থ মালোহোত্রা, কিয়ারা আদভানিসহ আরও অনেকে।

মুকেশ আম্বানি সম্পর্কিত আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত