অনলাইন ডেস্ক
ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারকে মোকাবিলায় ২৬ দলীয় জোট গঠন করেছে বিরোধী দলগুলো। জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া—আইএনডিআইএ’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। ভারতের রাজনীতিতে এবার এই জোটের চেয়েও বড় জোট নিয়ে হাজির হয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বে থাকা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ৩৮ দলের মহাজোট গঠনের ঘোষণা দেয় বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদির উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএকে বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কংগ্রেসের জোট ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে বিজেপির ৩৮ দলীয় মহাজোট গঠনের বৈঠক শুরুর আগে নরেন্দ্র মোদি এক টুইট করেন। টুইটে তিনি লিখেন, ‘এটি অত্যন্ত আনন্দের বিষয় যে সারা ভারত থেকে আমাদের জোট এনডিএ-এর মূল্যবান অংশীদাররা আজ (মঙ্গলবার) দিল্লিতে বৈঠকে যোগ দেবেন। এই জোট আমাদের দীর্ঘ পরীক্ষিত জোট, যা আরও জাতীয় অগ্রগতি এবং আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।’
জোটে দলের সংখ্যা ৩৮টি হলেও অধিকাংশ দলই বেশ ছোট আকারের। এসব দলের খুব অল্পসংখ্যক বিধায়ক বা এমপি রয়েছেন, কোনো কোনো দলের তাও নেই। তারপরও মোদি তাদের জোটে নিচ্ছেন এবং তাদের বেড়ে ওঠার জন্য জায়গা করে দিচ্ছেন বলেই ধারণা বিশ্লেষকদের।
২০২৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত উপায়েই এগিয়ে যাচ্ছে বিজেপি। এরই মধ্যে উত্তর ভারতের রাজ্যগুলোতে বেশ শক্ত অবস্থান অর্জন করেছে দলটি। দক্ষিণ ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা চালালেও খুব একটা সুবিধা করতে পারেনি। বিপরীতে দক্ষিণ ভারতসহ বিহার এবং পশ্চিমবঙ্গকে নিয়ে জোট গড়েছে কংগ্রেস।
এদিকে, মঙ্গলবার টানা দুই দিনের বৈঠক শেষে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে ২৬টি দল এক সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দেয়। কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সম্মেলনে নতুন জোটের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘নতুন জোটের নাম হবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া।’
জোট গঠনের পর আশাবাদ ব্যক্ত করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এক টুইটে বলেন, ‘ভারত আবারও ঐক্যবদ্ধ হবে, ভারত আবারও জিতবে।’ রাহুল গান্ধী হিন্দিতে এই টুইট করেন।
ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারকে মোকাবিলায় ২৬ দলীয় জোট গঠন করেছে বিরোধী দলগুলো। জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া—আইএনডিআইএ’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। ভারতের রাজনীতিতে এবার এই জোটের চেয়েও বড় জোট নিয়ে হাজির হয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বে থাকা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ৩৮ দলের মহাজোট গঠনের ঘোষণা দেয় বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদির উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএকে বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কংগ্রেসের জোট ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে বিজেপির ৩৮ দলীয় মহাজোট গঠনের বৈঠক শুরুর আগে নরেন্দ্র মোদি এক টুইট করেন। টুইটে তিনি লিখেন, ‘এটি অত্যন্ত আনন্দের বিষয় যে সারা ভারত থেকে আমাদের জোট এনডিএ-এর মূল্যবান অংশীদাররা আজ (মঙ্গলবার) দিল্লিতে বৈঠকে যোগ দেবেন। এই জোট আমাদের দীর্ঘ পরীক্ষিত জোট, যা আরও জাতীয় অগ্রগতি এবং আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।’
জোটে দলের সংখ্যা ৩৮টি হলেও অধিকাংশ দলই বেশ ছোট আকারের। এসব দলের খুব অল্পসংখ্যক বিধায়ক বা এমপি রয়েছেন, কোনো কোনো দলের তাও নেই। তারপরও মোদি তাদের জোটে নিচ্ছেন এবং তাদের বেড়ে ওঠার জন্য জায়গা করে দিচ্ছেন বলেই ধারণা বিশ্লেষকদের।
২০২৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত উপায়েই এগিয়ে যাচ্ছে বিজেপি। এরই মধ্যে উত্তর ভারতের রাজ্যগুলোতে বেশ শক্ত অবস্থান অর্জন করেছে দলটি। দক্ষিণ ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা চালালেও খুব একটা সুবিধা করতে পারেনি। বিপরীতে দক্ষিণ ভারতসহ বিহার এবং পশ্চিমবঙ্গকে নিয়ে জোট গড়েছে কংগ্রেস।
এদিকে, মঙ্গলবার টানা দুই দিনের বৈঠক শেষে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে ২৬টি দল এক সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দেয়। কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সম্মেলনে নতুন জোটের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘নতুন জোটের নাম হবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া।’
জোট গঠনের পর আশাবাদ ব্যক্ত করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এক টুইটে বলেন, ‘ভারত আবারও ঐক্যবদ্ধ হবে, ভারত আবারও জিতবে।’ রাহুল গান্ধী হিন্দিতে এই টুইট করেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
৩১ মিনিট আগেজার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
৩ ঘণ্টা আগেগত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
৩ ঘণ্টা আগে