অনলাইন ডেস্ক
ভারতের পাঞ্জাবে একটি সেনা ছাউনির ভেতরে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ভোরে ভাটিন্ডা সামরিক ছাউনিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং কুইক রেসপন্স টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ভাটিন্ডা সামরিক ছাউনির ভেতরে স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টার দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। চারজন নিহত হয়েছে। স্টেশনে সক্রিয় আছে কুইক রিঅ্যাকশন টিম। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে টিম।
ভাটিন্ডার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা জানিয়েছেন, ‘আমাদের পুলিশের একটি দল সামরিক ছাউনির বাইরে অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।’
সেনাবাহিনী বলেছে, দুই দিন আগে একটি রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি খোয়া গিয়েছিল। এই গুলির ঘটনার সঙ্গে এটির সম্পৃক্ততা থাকতে পারে।
রাজধানী নয়াদিল্লি থেকে ২৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ভাটিন্ডার এই সেনা ছাউনিতে বেশির ভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। ভাটিন্ডার ১০০ কিলোমিটার পশ্চিমে পাকিস্তান সীমান্ত।
তবে কারা সেনা ছাউনিতে গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার যৌথ তদন্ত শুরু করেছে সেনাবাহিনী ও পাঞ্জাব পুলিশ।
ভারতের পাঞ্জাবে একটি সেনা ছাউনির ভেতরে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ভোরে ভাটিন্ডা সামরিক ছাউনিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং কুইক রেসপন্স টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ভাটিন্ডা সামরিক ছাউনির ভেতরে স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টার দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। চারজন নিহত হয়েছে। স্টেশনে সক্রিয় আছে কুইক রিঅ্যাকশন টিম। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে টিম।
ভাটিন্ডার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা জানিয়েছেন, ‘আমাদের পুলিশের একটি দল সামরিক ছাউনির বাইরে অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।’
সেনাবাহিনী বলেছে, দুই দিন আগে একটি রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি খোয়া গিয়েছিল। এই গুলির ঘটনার সঙ্গে এটির সম্পৃক্ততা থাকতে পারে।
রাজধানী নয়াদিল্লি থেকে ২৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ভাটিন্ডার এই সেনা ছাউনিতে বেশির ভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। ভাটিন্ডার ১০০ কিলোমিটার পশ্চিমে পাকিস্তান সীমান্ত।
তবে কারা সেনা ছাউনিতে গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার যৌথ তদন্ত শুরু করেছে সেনাবাহিনী ও পাঞ্জাব পুলিশ।
এখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
৯ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
১৬ মিনিট আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
১৯ মিনিট আগেরাশিয়া থেকে নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে, বিশেষ করে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। তবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস গ্রহণ করা বন্ধ করে দেয়।
১ ঘণ্টা আগে