Ajker Patrika

ব্রাজিলে নববর্ষের আতশবাজি বিস্ফোরণে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭: ০৯
ব্রাজিলে নববর্ষের আতশবাজি বিস্ফোরণে প্রাণ গেল নারীর

ব্রাজিলে ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের সময় আতশবাজির বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক নারী। দুই সন্তানের মা এলিসাঞ্জেলা তিনেম নামের ওই নারীর শরীরে এসে পড়ার পর আতশবাজির বিস্ফোরণ ঘটে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৩৮ বছর বয়সী ওই নারী সাও পাওলোর প্রাইয়া গ্র্যান্ডের একটি সৈকতে পরিবারের সঙ্গে নববর্ষ উদ্‌যাপন করছিলেন। হঠাৎ একটি আতশবাজি তাঁর জামায় এসে পড়ে এবং বিস্ফোরিত হয়। 

ব্রাজিলের নিউজ পোর্টাল জি ওয়ানকে ২০ বছর বয়সী লুইজা ফেরেইরা নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সমুদ্রসৈকতে বেশ কয়েকটি লাইসেন্সবিহীন আতশবাজি পোড়ানো হয়েছিল। 

জি ওয়ানকে লুইজা বলেন, ‘আমি মধ্যরাতের দিকে একটা বিশাল আলোর ঝলকানি দেখলাম। ভয়ে মাকে জড়িয়ে ধরলাম, এরপর শুনতে পেলাম সবাই চিৎকার করছে। ঘটনাস্থলে গিয়ে দেখি একজন নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর সঙ্গে থাকা ছেলেটিও মাটিতে পড়ে আছে। বাকিরা দিগ্‌বিদিক ছুটছিল।’

প্রাইয়া গ্র্যান্ড পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্‌যাপনের মধ্যে অনুমোদন ছাড়া আতশবাজি পোড়ানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত