Ajker Patrika

বেঁচে আছেন নোম চমস্কি, ছাড়া পেলেন হাসপাতাল থেকে 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৭: ৪৫
বেঁচে আছেন নোম চমস্কি, ছাড়া পেলেন হাসপাতাল থেকে 

বিখ্যাত ভাষাবিদ ও মানবাধিকারকর্মী নোম চমস্কির মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি। এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই প্রখ্যাত ভাষাবিদ মারা গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইলে ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি জানিয়েছেন, ‘না, এটি মিথ্যা। তিনি (চমস্কি) ভালো আছেন।’

৯৫ বছর বয়সী ভাষাবিদ নোম চমস্কি ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে একটি অ্যাম্বুলেন্স জেটে (উড়োজাহাজ) করে ব্রাজিলে নেওয়া হয়। স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিল। দেশটির সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

সাও পাওলোর বেনিফিসেন্সিয়া পর্তুগুয়েসা হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, চমস্কিকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর আগে গতকাল এক্সে (সাবেক টুইটার) চাউর হয়, চমস্কি মারা গেছেন। সংবাদমাধ্যম জ্যাকবিন এবং দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যুর খবর প্রকাশ করে। যদিও সমাজতান্ত্রিক সংবাদমাধ্যম জ্যাকবিন পরে খবরের শিরোনাম ‘উই রিমেম্বার নোম চমস্কি’ থেকে ‘লেটস সেলিব্রেট নোম চমস্কি’ করেছে।

অপর দিকে দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যু নিয়ে সাবেক গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসের প্রবন্ধটি নামিয়ে নিয়েছে। ব্রাজিলিয়ান নিউজ সাইট দিয়ারিও ডো সেন্ট্রো দো মুন্ডোও চমস্কির মৃত্যুর খবর মুছে ফেলেছে এবং একটি সংশোধনী প্রকাশ করেছে।

প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয় নোম চমস্কিকে। মার্কিন পররাষ্ট্র নীতির সমালোচনার জন্য তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে কয়েক দশক ধরে পড়িয়েছেন।

২০১৭ সালে তিনি টাসকুনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আচরণগত বিজ্ঞান কলেজে যোগদান করেন। সেখানে তিনি বর্তমানে ভাষাবিজ্ঞানের ‘লরিয়েট প্রফেসর’ হিসেবে তালিকাভুক্ত।

বিশ্বে তাঁর বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন। ১৯৫৭ সালে চমস্কির ‘সিনট্যাকটিক স্ট্রাকচার্স’ নামের বিখ্যাত বই বের হয়। বইটি ভাষাবিজ্ঞান অধ্যয়নকে বদলে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত