নির্বাচন-পরবর্তী বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৯: ৫৮
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১০: ০৬

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভটি হয় রাজধানী কারাকাসে। ভালেনসিয়া, মারাকাইবো ও সান ক্রিস্তোবালের মতো এলাকাগুলোতেও রাজপথে নেমে আসেন বিপুলসংখ্যক মানুষ। তাঁদের দাবি, গত নির্বাচনে জনগণের দেওয়া রায় জালিয়াতি করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পুনর্নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

বিক্ষোভকারীদের দাবি প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন, ভোটের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকালে ‘অপরাধের’ সঙ্গে সম্পৃক্ততার দায়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানান তিনি। এ সময় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের হুঁশিয়ারি উচ্চারণ করেন মাদুরো। 

রাজধানী কারাকাসে এক সমাবেশে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মাদুরো বলেন, এবার আর কোনো ক্ষমা করা হবে না। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকে যুক্তরাষ্ট্রসমর্থিত অভ্যুত্থানচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে গত রোববার ভোট গ্রহণ করা হয়। পরদিন সোমবার ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী এদমান্দো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। পরে গত শুক্রবার আবার ঘোষিত ভোটের ফলাফলেও দুই প্রার্থীর মধ্যে ব্যবধান প্রায় একই ছিল। 

নির্বাচন কমিশন ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধীরা বলছেন, দেশের জনগণ ব্যালটের মাধ্যমে এদমান্দো গঞ্জালেজ উরুতিয়াকে নির্বাচিত করেছে। কিন্তু সরকারের নিয়ন্ত্রিত প্রশাসন গণ রায় বদলে দিয়ে মাদুরোকে নির্বাচিত ঘোষণা করে। 

বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদো আত্মগোপন থেকে বেরিয়ে শনিবারের বিক্ষোভে অংশ নেন। কর্মসূচিতে তাঁর উপস্থিতি উজ্জীবিত করে নেতা-কর্মীদের। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক উপসম্পাদকীয়তে নিজের জীবন নিয়ে শঙ্কার কারণে আত্মগোপনে থাকার কথা জানান তিনি। 

রাজধানী কারাকাসে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মারিয়া কারিনা মাচাদো বলেন, ‘নির্বাচনে বিজয় অর্জন করতে আমাদের দীর্ঘ সময় লেগেছে। এখন এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যখন আমরা প্রতিদিনই কিছুটা অগ্রসর হচ্ছি। আজকের মতো এমন জোরালো অবস্থানে এর আগে আমরা কখনো ছিলাম না, কখনো না।’ 

এদিকে ভেনেজুয়েলা জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে বিরোধী প্রার্থী এদমান্দো গঞ্জালেজ উরুতিয়াকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি স্পষ্ট, এদমান্দো গঞ্জালেজ সর্বাধিক ভোটে জিতেছেন। আমাদের কাছে এর অকাট্য প্রমাণ রয়েছে।’ 

ব্লিঙ্কেন বলেছেন, অকাট্য প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট, গত ২৮ জুলাইয়ের নির্বাচনে এদমান্দো গঞ্জালেজ উরুতিয়া সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাজিল, মেক্সিকো ও কলম্বিয়ার প্রেসিডেন্টরা ভেনেজুয়েলাকে নির্বাচনের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশের আহ্বান জানানোর পর এমন কড়া বার্তা দেয় ওয়াশিংটন। 

ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত চীন, রাশিয়া ও ইরান নির্বাচনের ঘোষিত ফলাফলের স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ভোটের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ জি৭ জোটভুক্ত দেশগুলো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত