অনলাইন ডেস্ক
লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আল জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আরও ছয়জন সাংবাদিক। ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক ফটো সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সাংবাদিকেরা দক্ষিণ লেবাননে ইসরায়েল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করছিলেন। সেখানে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি বোমা বর্ষণ চলছিল। এ সময় ইসরায়েলের দিক থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন রয়টার্সের সাংবাদিক ইশাম আবদাল্লাহ।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে এ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অবশ্যই আমরা কখনোই এমন কোনো সাংবাদিককে আঘাত বা হত্যা করতে চাই না যিনি তাঁর কাজ করছেন। তবে আমরা যুদ্ধের মধ্যে আছি। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এ সময় ঘটতে পারে।’
এ ঘটনায় এক বিবৃতিতে রয়টার্স বলেছে, ‘ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। আমরা এ মুহূর্তে আরও তথ্য সংগ্রহ করছি। ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং ইশামের পরিবারের পাশে দাঁড়িয়েছি।’
সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক থায়ের আল-সুদানি ও মাহের নাজেহ আহত হয়েছেন। চিকিৎসা নিয়ে তাঁরা হাসপাতাল ছেড়েছেন।
মাহের নাজেহ বলেন, ‘রয়টার্স এবং অন্য দুটি সংবাদ সংস্থা ইসরায়েলের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্রের ভিডিও ধারণ করছিল। গ্রুপের বাকিরা কাছে পাথরের একটি দেয়ালের ওপর বসে ছিলেন। কয়েক সেকেন্ড পর ইসরায়েলের দিক থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র সাংবাদিকদের ব্যবহৃত গাড়িতে আঘাত করে। এতে আগুন লেগে যায় গাড়িতে।’
অ্যাসোসিয়েট প্রেস ও আল জাজিরাসহ অন্যান্য সংবাদমাধ্যম বলছে, ব্যবহৃত শেলগুলো ইসরায়েলি ছিল। এপি জানিয়েছে, তাদের দুই সাংবাদিক আহত হয়েছেন।
শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী একটি ট্যাংক থেকে সাংবাদিকদের ওপর সরাসরি গোলা ছুড়েছিল বলে জানিয়েছে আল জাজিরা। তারা আরও জানায়, হামলার শিকার সাংবাদিকেরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। সাংবাদিকেদের স্পষ্ট দেখা যাচ্ছিল।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইশামের মা ফাতিমা কানসো তাঁর ছেলের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। তারা সবাই সাংবাদিকদের পোশাক পরেছিল এবং প্রেস শব্দটি দেখা যাচ্ছিল। ইসরায়েল এই অপরাধ অস্বীকার করতে পারে না।’
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ‘বেসামরিক মানুষ যাতে সহিংসতার শিকার না হয় আমরা সব সময় সে চেষ্টাই করি। আমরা তাঁদের জন্য দুঃখিত। আমরা এ ঘটনার তদন্ত করব। এই মুহূর্তে সেখানে কী ঘটছে তা বলাটা একটু কঠিন।’
লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আল জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আরও ছয়জন সাংবাদিক। ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক ফটো সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সাংবাদিকেরা দক্ষিণ লেবাননে ইসরায়েল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করছিলেন। সেখানে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি বোমা বর্ষণ চলছিল। এ সময় ইসরায়েলের দিক থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন রয়টার্সের সাংবাদিক ইশাম আবদাল্লাহ।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে এ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অবশ্যই আমরা কখনোই এমন কোনো সাংবাদিককে আঘাত বা হত্যা করতে চাই না যিনি তাঁর কাজ করছেন। তবে আমরা যুদ্ধের মধ্যে আছি। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এ সময় ঘটতে পারে।’
এ ঘটনায় এক বিবৃতিতে রয়টার্স বলেছে, ‘ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। আমরা এ মুহূর্তে আরও তথ্য সংগ্রহ করছি। ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং ইশামের পরিবারের পাশে দাঁড়িয়েছি।’
সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক থায়ের আল-সুদানি ও মাহের নাজেহ আহত হয়েছেন। চিকিৎসা নিয়ে তাঁরা হাসপাতাল ছেড়েছেন।
মাহের নাজেহ বলেন, ‘রয়টার্স এবং অন্য দুটি সংবাদ সংস্থা ইসরায়েলের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্রের ভিডিও ধারণ করছিল। গ্রুপের বাকিরা কাছে পাথরের একটি দেয়ালের ওপর বসে ছিলেন। কয়েক সেকেন্ড পর ইসরায়েলের দিক থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র সাংবাদিকদের ব্যবহৃত গাড়িতে আঘাত করে। এতে আগুন লেগে যায় গাড়িতে।’
অ্যাসোসিয়েট প্রেস ও আল জাজিরাসহ অন্যান্য সংবাদমাধ্যম বলছে, ব্যবহৃত শেলগুলো ইসরায়েলি ছিল। এপি জানিয়েছে, তাদের দুই সাংবাদিক আহত হয়েছেন।
শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী একটি ট্যাংক থেকে সাংবাদিকদের ওপর সরাসরি গোলা ছুড়েছিল বলে জানিয়েছে আল জাজিরা। তারা আরও জানায়, হামলার শিকার সাংবাদিকেরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। সাংবাদিকেদের স্পষ্ট দেখা যাচ্ছিল।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইশামের মা ফাতিমা কানসো তাঁর ছেলের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। তারা সবাই সাংবাদিকদের পোশাক পরেছিল এবং প্রেস শব্দটি দেখা যাচ্ছিল। ইসরায়েল এই অপরাধ অস্বীকার করতে পারে না।’
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ‘বেসামরিক মানুষ যাতে সহিংসতার শিকার না হয় আমরা সব সময় সে চেষ্টাই করি। আমরা তাঁদের জন্য দুঃখিত। আমরা এ ঘটনার তদন্ত করব। এই মুহূর্তে সেখানে কী ঘটছে তা বলাটা একটু কঠিন।’
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি সংস্থা গুগলকে বিস্ময়করভাবে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে যত টাকা আছে সব একসঙ্গে করা হলেও এই পরিমাণ অর্থ হবে না।
৩ ঘণ্টা আগে