Ajker Patrika

মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু-বেন গাভিরের উত্তপ্ত বাক্যবিনিময়, গ্যালান্টের প্রস্থান

আপডেট : ১৮ মে ২০২৪, ১৮: ৩৪
মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু-বেন গাভিরের উত্তপ্ত বাক্যবিনিময়, গ্যালান্টের প্রস্থান

ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। এরপর বেন গাভিরের বক্তব্য চলাকালে বৈঠক ছেড়ে বেরিয়ে গেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার অধিবেশন। সেই অধিবেশনেই বেন গাভির ও নেতানিয়াহুর মধ্যে তীব্র বিবাদের সৃষ্টি হয়।

এরপর বেন গাভিরের বক্তব্যের সময় বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর প্রতি বেন গাভির আহ্বান জানান, তিনি (নেতানিয়াহু) যেন প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেন। কারণ, বেন গাভির যখনই বক্তব্য দেন, তখনই সে স্থান ছেড়ে চলে যান ইয়োভ গ্যালান্ট।

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় গাজা যুদ্ধের নীতি নিয়ে বেশ কয়েক দিন ধরে মতবিরোধের খবর আসছে প্রকাশ্যে, বিশেষ করে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে। গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য চলতি সপ্তাহেই খোলাখুলি হতাশা প্রকাশ করেছিলেন ইয়োভ গ্যালান্ট।

গাজা যুদ্ধে ইসরায়েলি মন্ত্রিসভায় সামরিক অভিযানের দিকনির্দেশনা নিয়ে বিভক্তির এক বিরল প্রকাশ ঘটিয়ে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন, গাজায় যুদ্ধ-পরবর্তী সময়ে কেমন সরকার প্রতিষ্ঠিত হবে, সে বিষয়ে নেতানিয়াহুর কাছ থেকে কোনো দিকনির্দেশনা আসেনি।

গ্যালান্ট নেতানিয়াহুকে ঘোষণা করতে বলেছিলেন, গাজায় হামাস-পরবর্তী যুগ কেবল তখনই শুরু হবে, যখন গাজার নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় হামাসের বিকল্প শাসক প্রতিষ্ঠার মাধ্যমে এই লক্ষ্য পূরণ করা সম্ভব। আর ইসরায়েল রাষ্ট্রের স্বার্থেই এমনটি দরকার।

ইয়োভ গ্যালান্ট সে সময় নেতানিয়াহুর উদ্দেশে বলেন, ‘সিদ্ধান্তহীনতাও একধরনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তহীনতা গাজায় কেবল দুটি খারাপ বিকল্প রেখে যাবে—হামাস শাসন বা ইসরায়েলি সামরিক শাসন। এ ঘটনা আমাদের সামরিক অর্জনগুলোকে ক্ষয় করবে, হামাসের ওপর চাপ কমিয়ে দেবে এবং জিম্মিদের মুক্তির জন্য একটি কাঠামো অর্জনের সম্ভাবনাকেও ধ্বংস করবে।’

ইয়োভ গ্যালান্ট নেতানিয়াহুর ‘অনিশ্চিত’ গাজা নীতিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করেন। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করবে না—নেতানিয়াহুকে এই ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটি একটি জাতীয় পরীক্ষা। রাজনৈতিক মূল্য চুকিয়ে হলেও এতে উত্তীর্ণ হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত