অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ এক ইসরায়েলি ইহুদি রাব্বির (ধর্মীয় নেতা) মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ রাব্বি জভি কোগান নিখোঁজের তদন্ত শুরু করার ঘোষণার দেওয়ার পরপরই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে ইসরায়েল।
আজ রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী ওই রাব্বিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করতে যা করার তার সবকিছু করবে ইসরায়েল।
গতকাল শনিবার মোসাদের বরাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, কোগান নিখোঁজের পর পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
তবে, কী ধরনের সন্ত্রাসী কার্যক্রম সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি জাতীয় নিরাপত্তা পরিষদ।
গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ কোগান। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধান ইহুদি নেতার (রাব্বি) সহকারী এবং কট্টরপন্থী ইহুদি ধর্মীয় আন্দোলন চাবাদের প্রতিনিধি। চাবাদ প্রতিনিধিরা সাধারণত শুদ্ধতাবাদী ধর্মীয় শিক্ষা প্রচারে কাজ করেন।
কোগানের স্ত্রী মার্কিন নাগরিক। স্ত্রীকে নিয়ে দুবাইয়ে একটি সুপারমার্কেট পরিচালনা করতেন।
কোগান রাব্বি গ্যাব্রিয়েল হল্টজবার্গের বোনের ছেলে। গ্যাব্রিয়েল ২০০৮ সালে মুম্বাইয়ের নরিম্যান চাবাদ হাউসে সন্ত্রাসী হামলায় সস্ত্রীক নিহত হন।
গত বৃহস্পতিবার কোগান নির্ধারিত সভায় উপস্থিত না হলে তাঁর স্ত্রী দুবাইয়ের চাবাদ হাউসের নিরাপত্তা অফিসে যোগাযোগ করে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানান। কোগানের গাড়িটি দুবাই থেকে প্রায় ৯০ মিনিটের দূরে একটি শহরে পাওয়া যায়।
কোগান নিখোঁজ হওয়ার ঘটনায় ইসরায়েল সরকার সংযুক্ত আরব আমিরাতে সফরের বিষয়ে সতর্কতা জারি করেছে। ইহুদি নাগরিকদের দেশটিতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে, যা দেশটিতে অবস্থানরত বা সফররত ইসরায়েলি নাগরিকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে আরব আমিরাত বরাবর নীরব।
সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ এক ইসরায়েলি ইহুদি রাব্বির (ধর্মীয় নেতা) মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ রাব্বি জভি কোগান নিখোঁজের তদন্ত শুরু করার ঘোষণার দেওয়ার পরপরই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে ইসরায়েল।
আজ রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী ওই রাব্বিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করতে যা করার তার সবকিছু করবে ইসরায়েল।
গতকাল শনিবার মোসাদের বরাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, কোগান নিখোঁজের পর পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
তবে, কী ধরনের সন্ত্রাসী কার্যক্রম সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি জাতীয় নিরাপত্তা পরিষদ।
গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ কোগান। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধান ইহুদি নেতার (রাব্বি) সহকারী এবং কট্টরপন্থী ইহুদি ধর্মীয় আন্দোলন চাবাদের প্রতিনিধি। চাবাদ প্রতিনিধিরা সাধারণত শুদ্ধতাবাদী ধর্মীয় শিক্ষা প্রচারে কাজ করেন।
কোগানের স্ত্রী মার্কিন নাগরিক। স্ত্রীকে নিয়ে দুবাইয়ে একটি সুপারমার্কেট পরিচালনা করতেন।
কোগান রাব্বি গ্যাব্রিয়েল হল্টজবার্গের বোনের ছেলে। গ্যাব্রিয়েল ২০০৮ সালে মুম্বাইয়ের নরিম্যান চাবাদ হাউসে সন্ত্রাসী হামলায় সস্ত্রীক নিহত হন।
গত বৃহস্পতিবার কোগান নির্ধারিত সভায় উপস্থিত না হলে তাঁর স্ত্রী দুবাইয়ের চাবাদ হাউসের নিরাপত্তা অফিসে যোগাযোগ করে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানান। কোগানের গাড়িটি দুবাই থেকে প্রায় ৯০ মিনিটের দূরে একটি শহরে পাওয়া যায়।
কোগান নিখোঁজ হওয়ার ঘটনায় ইসরায়েল সরকার সংযুক্ত আরব আমিরাতে সফরের বিষয়ে সতর্কতা জারি করেছে। ইহুদি নাগরিকদের দেশটিতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে, যা দেশটিতে অবস্থানরত বা সফররত ইসরায়েলি নাগরিকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে আরব আমিরাত বরাবর নীরব।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে