অনলাইন ডেস্ক
গত চার মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নির্মম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই হামলায় প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে অপর ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে আরও ৩ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার পরপরই স্মতরিচ এই ঘোষণা দেন।
এক বিবৃতিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, পশ্চিম তীরের মা’আলে আদুমিমে ২ হাজার ৩৫০টি নতুন বসতি, কেদারে আরও ৩০০টি এবং এফরাতে আরও ৬৯৪টি নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েল সরকারের সিদ্ধান্ত মোতাবেকই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠকের মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট যে, ইসরায়েল সরকারের ওপর এখনো কট্টর ডানপন্থীদের প্রভাব অনেক বেশি।
স্মতরিচ আরও বলেন, ‘আমাদের ক্ষতি করার পরিকল্পনাকারী প্রতিটি সন্ত্রাসী যেন জানতে পারে যে, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আঙুল তুলতে গেলে পুরো ইসরায়েলি ভূখণ্ডে আমাদের মুষ্টি আরও দৃঢ় হবে এবং পাশাপাশি তাঁরা মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হবে।’ তিনি এই সিদ্ধান্তকে ‘উপযুক্ত জায়নবাদী প্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন।
গত চার মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নির্মম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই হামলায় প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে অপর ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে আরও ৩ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার পরপরই স্মতরিচ এই ঘোষণা দেন।
এক বিবৃতিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, পশ্চিম তীরের মা’আলে আদুমিমে ২ হাজার ৩৫০টি নতুন বসতি, কেদারে আরও ৩০০টি এবং এফরাতে আরও ৬৯৪টি নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েল সরকারের সিদ্ধান্ত মোতাবেকই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠকের মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট যে, ইসরায়েল সরকারের ওপর এখনো কট্টর ডানপন্থীদের প্রভাব অনেক বেশি।
স্মতরিচ আরও বলেন, ‘আমাদের ক্ষতি করার পরিকল্পনাকারী প্রতিটি সন্ত্রাসী যেন জানতে পারে যে, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আঙুল তুলতে গেলে পুরো ইসরায়েলি ভূখণ্ডে আমাদের মুষ্টি আরও দৃঢ় হবে এবং পাশাপাশি তাঁরা মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হবে।’ তিনি এই সিদ্ধান্তকে ‘উপযুক্ত জায়নবাদী প্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
১ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
২ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৩ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে