অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গাজার ঘনবসতিপূর্ণ রাফাহ অঞ্চলে স্থল অভিযান বন্ধে ইসরায়েলের ওপর আরও আইনি চাপ সৃষ্টি করতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর রাফাহে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে ইসরায়েল অভিযানের উদ্যোগ নিচ্ছে কি না, তা দ্রুত জানতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারির শেষ দিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেয় আইসিজে। এরপরও সেখানে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ ছাড়া তাদের বাহিনী ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আইসিজেকে তাঁর অন্তর্বর্তী আদেশ পুনর্বিবেচনা এবং একটি কঠোর আদেশ জারির করতে অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা বলেছে, অন্তর্বর্তী আদেশের পর থেকে গাজা পরিস্থিতির ওপর আদালতের জরুরি মনোযোগ প্রয়োজন।
এদিকে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে ইইউর প্রতি আহ্বান জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড। এ নিয়ে গতকাল এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে তিনি লিখেছেন, গাজার রাফাহে মানবাধিকার লঙ্ঘন করে কিছু করা হচ্ছে কি না, পর্যবেক্ষণে দ্রুত পদক্ষেপ নিতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর দেশ ও আয়ারল্যান্ড।
অপরদিকে, ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিসরের কায়রোতে একটি আলোচনা চলছে। সেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বৈঠক করেছেন। এই বৈঠকে মধ্যস্থতা করছে কাতার ও মিসরের কর্মকর্তারা। বৈঠকের পর কায়রোর কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ইতিবাচক। তবে এই আলোচনা আরও তিন দিন চলতে পারে।
কায়রোয় যখন আলোচনা হচ্ছে তখন গাজায় হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছে ১০৩ জন। এ নিয়ে ২৮ হাজার ৫৭৬ জন নিহত হলো। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংখ্যা আরও বেশি। কারণ, সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গাজার ঘনবসতিপূর্ণ রাফাহ অঞ্চলে স্থল অভিযান বন্ধে ইসরায়েলের ওপর আরও আইনি চাপ সৃষ্টি করতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর রাফাহে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে ইসরায়েল অভিযানের উদ্যোগ নিচ্ছে কি না, তা দ্রুত জানতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারির শেষ দিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেয় আইসিজে। এরপরও সেখানে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ ছাড়া তাদের বাহিনী ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আইসিজেকে তাঁর অন্তর্বর্তী আদেশ পুনর্বিবেচনা এবং একটি কঠোর আদেশ জারির করতে অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা বলেছে, অন্তর্বর্তী আদেশের পর থেকে গাজা পরিস্থিতির ওপর আদালতের জরুরি মনোযোগ প্রয়োজন।
এদিকে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে ইইউর প্রতি আহ্বান জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড। এ নিয়ে গতকাল এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে তিনি লিখেছেন, গাজার রাফাহে মানবাধিকার লঙ্ঘন করে কিছু করা হচ্ছে কি না, পর্যবেক্ষণে দ্রুত পদক্ষেপ নিতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর দেশ ও আয়ারল্যান্ড।
অপরদিকে, ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিসরের কায়রোতে একটি আলোচনা চলছে। সেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বৈঠক করেছেন। এই বৈঠকে মধ্যস্থতা করছে কাতার ও মিসরের কর্মকর্তারা। বৈঠকের পর কায়রোর কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ইতিবাচক। তবে এই আলোচনা আরও তিন দিন চলতে পারে।
কায়রোয় যখন আলোচনা হচ্ছে তখন গাজায় হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছে ১০৩ জন। এ নিয়ে ২৮ হাজার ৫৭৬ জন নিহত হলো। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংখ্যা আরও বেশি। কারণ, সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে এবার মারা গেলেন অস্ট্রেলিয়ার এক কিশোরী। সম্প্রতি কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে দেশটিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, সন্দেহজনক অ্যালকোহল পান করার পর ১৯ বছর বয়সী বিয়াঙ্কা জোনসের মৃত্যু ঘটে। বিগত কিছুদিনের মধ্যে বিয়াঙ্কার মৃত্যু ছিল এ ধরনের চতুর্থ ঘটনা।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানিকে ঘুষ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করার পর আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্প গোষ্ঠীটির শেয়ারদরে ধস নেমেছে। আদানির বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আজ বৃহস্পতিবার নাগাদ গোষ্ঠীটি ২৭ বিলিয়ন ডলার বা ২ লাখ ২৮ হাজার কোটি
২ ঘণ্টা আগেপাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এ ছাড়া, এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য
২ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজা কেন্দ্রিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা কাতার ত্যাগ করেছেন। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় এখনো বন্ধ হয়নি। গোষ্ঠীটির শীর্ষ নেতারা কাতার ত্যাগ করে তুরস্কে গিয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাই, এই অবস্থায় প্রশ্ন উঠে
৩ ঘণ্টা আগে