গাজায় ত্রাণের অপেক্ষারতদের ওপর ফের ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ৬

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৮: ০৫
Thumbnail image

গাজায় ত্রাণের অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ছয়জন নিহত হয়েছেন বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় গাজার উত্তরাংশে কুয়েত গোলচত্বরে ত্রাণসামগ্রী পেতে ছুটছিল ফিলিস্তিনিরা। গাজার বাসিন্দারা এবং স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তখন ত্রাণের অপেক্ষারতদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। তবে এই গুলিবর্ষণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

এ ছাড়া, মধ্য গাজার দেইর আল-বালাহতে আজ একটি বাড়িতে আঘাত হেনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এতে নয়জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকেরা জানিয়েছেন। সেখানকার বাসিন্দারা জানান, দক্ষিণে রাফাহসহ সমগ্র গাজাজুড়ে ইসরায়েলি বিমান ও স্থল বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। দক্ষিণে রাফাহতে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত ও ১১০ জন আহত হয়েছেন। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৩১ হিজির ৩৪১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৭৩ হাজার ১৩৪।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, হামাস-ইসরায়েল যুদ্ধে জর্জরিত গাজা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এদিকে ব্রাসেলস বলছে, যুদ্ধপীড়িত অঞ্চলটিতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিতে ইচ্ছাকৃতভাবেই স্থলপথগুলো বন্ধ করে রাখা হয়েছে।

এদিকে গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হ্যাগারি বলেন, ‘আমরা অঞ্চলটিকে (গাজা) ত্রাণে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরও স্থলপথ খুলে দেওয়া হতে পারে।’ এর আগে আইডিএফ জানিয়েছিল, গত মঙ্গলবার রাতে দক্ষিণ ইসরায়েলের কিব্বুটজ বেয়েরির কাছে গাজা সীমান্তের ৯৬তম গেট দিয়ে খাদ্যবাহী ছয়টি লরি প্রবেশ করেছে।

গত ২৯ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সৈন্যদের নির্বিচার গুলিতে অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া আহত হয়েছিলেন আরও সাত শতাধিক ফিলিস্তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত