অনলাইন ডেস্ক
জেরুজালেমে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সাত ফিলিস্তিনি রাবার বুলেট ও লাঠিপেটায় আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী চিকিৎসাকর্মীদের মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।
হামলার প্রত্যক্ষদর্শী এক ফিলিস্তিনি নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি একটি চেয়ারে বসে কুরআন তিলাওয়াত করছিলাম। তারা সেখানে স্টান গ্রেনেড ছুড়ে মারে, একজন আমার বুকে আঘাত করে।’ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন ওই নারী।
এদিকে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, দাঙ্গা প্রতিহত করতে অভিযান চালানো হয়েছে। মুখোশধারী বিদ্রোহীরা লাঠি, পটকা ও পাথর নিয়ে মসজিদে অবস্থান নিলে ভেতরে প্রবেশ করতে বাধ্য হয় পুলিশ।
বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ যখন প্রবেশ করে, বিদ্রোহীদের একটি বড় দল মসজিদের ভেতর থেকে তাদের দিকে পাথর ও পটকা ছুড়ে মারে। এ সময় এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হয়।’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ‘আমরা পবিত্র ধর্মীয় স্থানগুলোতে সীমা অতিক্রম করার বিষয়ে দখলদারদের সতর্ক করছি। এর ফল অনেক বড় কিছু হবে।’
জেরুজালেমের খ্রিষ্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা প্রাঙ্গণে অনেক আগে থেকেই বিভিন্ন সময়ে হামলা হয়ে আসছে। বিশ্বের বেশ কিছু রাষ্ট্র থেকে এ ধরনের হামলার প্রতিবাদ জানানো হয়েছে। সবশেষ ঘটনার জেরে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
জেরুজালেমে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সাত ফিলিস্তিনি রাবার বুলেট ও লাঠিপেটায় আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী চিকিৎসাকর্মীদের মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।
হামলার প্রত্যক্ষদর্শী এক ফিলিস্তিনি নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি একটি চেয়ারে বসে কুরআন তিলাওয়াত করছিলাম। তারা সেখানে স্টান গ্রেনেড ছুড়ে মারে, একজন আমার বুকে আঘাত করে।’ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন ওই নারী।
এদিকে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, দাঙ্গা প্রতিহত করতে অভিযান চালানো হয়েছে। মুখোশধারী বিদ্রোহীরা লাঠি, পটকা ও পাথর নিয়ে মসজিদে অবস্থান নিলে ভেতরে প্রবেশ করতে বাধ্য হয় পুলিশ।
বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ যখন প্রবেশ করে, বিদ্রোহীদের একটি বড় দল মসজিদের ভেতর থেকে তাদের দিকে পাথর ও পটকা ছুড়ে মারে। এ সময় এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হয়।’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ‘আমরা পবিত্র ধর্মীয় স্থানগুলোতে সীমা অতিক্রম করার বিষয়ে দখলদারদের সতর্ক করছি। এর ফল অনেক বড় কিছু হবে।’
জেরুজালেমের খ্রিষ্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা প্রাঙ্গণে অনেক আগে থেকেই বিভিন্ন সময়ে হামলা হয়ে আসছে। বিশ্বের বেশ কিছু রাষ্ট্র থেকে এ ধরনের হামলার প্রতিবাদ জানানো হয়েছে। সবশেষ ঘটনার জেরে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৬ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৮ ঘণ্টা আগে