অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের এক নাগরিক ইসরায়েলের কারাগারে ৮৬ দিন অনশনে থাকার পর মারা গেছেন। খাদের আদনান নামের ওই ব্যক্তি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সিনিয়র নেতা ছিলেন। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ইসরায়েল তাঁকে গ্রেপ্তার করেছিল।
ইসরায়েলের কারা বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার কারাকক্ষে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এর আগে তিনি চিকিৎসাসেবা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এদিকে আদনানের মৃত্যুর কয়েক ঘণ্টা পর গাজা থেকে ইসরায়েল অভিমুখে তিনটি রকেট ছোড়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে খাদেরকে হত্যা করেছে। একই সময় ইসলামিক জিহাদ ঘোষণা দিয়েছে, আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলকে বড় মূল্য দিতে হবে।
৪৪ বছর বয়সী আদনান ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা ছিলেন। গত দুই দশকে ইসরায়েল তাঁকে বেশ কয়েকবার আটক করেছে। তিনি এর আগেও চারবার অনশনে গিয়েছিলেন। গত ৫ ফেব্রুয়ারি জেনিন শহরের পাশের অঞ্চল থেকে ফের আটক করা হয় তাঁকে। এরপর তিনি পঞ্চমবারের মতো অনশনে গিয়ে ৮৬ দিন পর মৃত্যুর মুখে ঢলে পড়লেন।
ইসরায়েল আদনানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন ও অর্থায়নের অভিযোগ তুলেছে। এ মাসেই তাঁর বিচারকাজ শুরু হওয়ার কথা ছিল। তবে কারাবন্দী ফিলিস্তিনদের অধিকার রক্ষার সংগঠন আদামির বলেছে, ইসরায়েল আদনানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলেছে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে, যাতে পরবর্তীতে আরও ফিলিস্তিনিকে এসব অভিযোগে গ্রেপ্তার করা যায়।
আদনানের স্ত্রী রান্দা মুসা বলেছেন, তাঁর স্বামী চিকিৎসাসেবা প্রত্যাখ্যান করেছেন কারণ তাঁকে বেসামরিক হাসপাতালে পাঠাতে অস্বীকৃতি ও আইনজীবীর সঙ্গে দেখা করতে দেয়নি ইসরায়েলের কারা কর্তৃপক্ষ।
রান্দা এএফপিকে আরও বলেন, ‘ফিলিস্তিনের কেউ এই সংবাদে শোকাহত হবেন না। কারণ, একজনের শহীদ হওয়ার খবর দুঃখের নয়। এটি একটি বিবাহের অনুষ্ঠানের মতো। গর্বের মুকুট পরার মতো। আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধে আমি রক্তপাত চাই না। নিজেদের অধিকার চাই।’
এদিকে মঙ্গলবার আদনানকে তাঁর কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘কিছুদিন ধরেই আদনান চিকিৎসাসেবা নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এর আগে সামরিক আদালত শুধু শারীরিক অবস্থার জন্য তাঁর জামিন আবেদন নাকচ করেছিল।
হিমিস নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকায় ইসলামিক জিহাদ গ্রুপ সক্রিয় দ্বিতীয় প্রধান শক্তিশালী সশস্ত্র সংগঠন। তাঁরা বলেছে, ‘আমাদের লড়াই চলমান রয়েছে। এই ঘটনা নীরবেই চাপা পড়বে না। শত্রুরা দ্রুতই এর প্রতিক্রিয়া টের পাবে।’
১৯৪৮ সালের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরের ওপর আগ্রাসন চালাতে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে। কারাবন্দী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার সংগঠন আদামিরের তথ্যমতে, ইসরায়েলে ৪ হাজার ৯০০ ফিলিস্তিনি কারাবন্দী রয়েছেন।
ফিলিস্তিনের এক নাগরিক ইসরায়েলের কারাগারে ৮৬ দিন অনশনে থাকার পর মারা গেছেন। খাদের আদনান নামের ওই ব্যক্তি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সিনিয়র নেতা ছিলেন। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ইসরায়েল তাঁকে গ্রেপ্তার করেছিল।
ইসরায়েলের কারা বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার কারাকক্ষে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এর আগে তিনি চিকিৎসাসেবা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এদিকে আদনানের মৃত্যুর কয়েক ঘণ্টা পর গাজা থেকে ইসরায়েল অভিমুখে তিনটি রকেট ছোড়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে খাদেরকে হত্যা করেছে। একই সময় ইসলামিক জিহাদ ঘোষণা দিয়েছে, আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলকে বড় মূল্য দিতে হবে।
৪৪ বছর বয়সী আদনান ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা ছিলেন। গত দুই দশকে ইসরায়েল তাঁকে বেশ কয়েকবার আটক করেছে। তিনি এর আগেও চারবার অনশনে গিয়েছিলেন। গত ৫ ফেব্রুয়ারি জেনিন শহরের পাশের অঞ্চল থেকে ফের আটক করা হয় তাঁকে। এরপর তিনি পঞ্চমবারের মতো অনশনে গিয়ে ৮৬ দিন পর মৃত্যুর মুখে ঢলে পড়লেন।
ইসরায়েল আদনানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন ও অর্থায়নের অভিযোগ তুলেছে। এ মাসেই তাঁর বিচারকাজ শুরু হওয়ার কথা ছিল। তবে কারাবন্দী ফিলিস্তিনদের অধিকার রক্ষার সংগঠন আদামির বলেছে, ইসরায়েল আদনানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলেছে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে, যাতে পরবর্তীতে আরও ফিলিস্তিনিকে এসব অভিযোগে গ্রেপ্তার করা যায়।
আদনানের স্ত্রী রান্দা মুসা বলেছেন, তাঁর স্বামী চিকিৎসাসেবা প্রত্যাখ্যান করেছেন কারণ তাঁকে বেসামরিক হাসপাতালে পাঠাতে অস্বীকৃতি ও আইনজীবীর সঙ্গে দেখা করতে দেয়নি ইসরায়েলের কারা কর্তৃপক্ষ।
রান্দা এএফপিকে আরও বলেন, ‘ফিলিস্তিনের কেউ এই সংবাদে শোকাহত হবেন না। কারণ, একজনের শহীদ হওয়ার খবর দুঃখের নয়। এটি একটি বিবাহের অনুষ্ঠানের মতো। গর্বের মুকুট পরার মতো। আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধে আমি রক্তপাত চাই না। নিজেদের অধিকার চাই।’
এদিকে মঙ্গলবার আদনানকে তাঁর কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘কিছুদিন ধরেই আদনান চিকিৎসাসেবা নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এর আগে সামরিক আদালত শুধু শারীরিক অবস্থার জন্য তাঁর জামিন আবেদন নাকচ করেছিল।
হিমিস নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকায় ইসলামিক জিহাদ গ্রুপ সক্রিয় দ্বিতীয় প্রধান শক্তিশালী সশস্ত্র সংগঠন। তাঁরা বলেছে, ‘আমাদের লড়াই চলমান রয়েছে। এই ঘটনা নীরবেই চাপা পড়বে না। শত্রুরা দ্রুতই এর প্রতিক্রিয়া টের পাবে।’
১৯৪৮ সালের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরের ওপর আগ্রাসন চালাতে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে। কারাবন্দী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার সংগঠন আদামিরের তথ্যমতে, ইসরায়েলে ৪ হাজার ৯০০ ফিলিস্তিনি কারাবন্দী রয়েছেন।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
১৩ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৫ ঘণ্টা আগে