Ajker Patrika

বহুজাতিক টহলেও কাজ হবে না, হুতিদের হুংকার

বহুজাতিক টহলেও কাজ হবে না, হুতিদের হুংকার

ইসরায়েল-হামাস সংঘাতের জেরে লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কার্যকলাপ আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ যৌথভাবে লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত ও এডেন উপসাগরে টহলের সিদ্ধান্ত নিয়েছে। 

তবে বহুজাতিক টহল কোনো কাজে আসবে না বলে দাবি করেছে হুতিরা। সংগঠনটির একজন সিনিয়র নেতা বলেছে—আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠন লোহিত সাগরে হুতিদের জাহাজ আক্রমণ করা থেকে থামাতে পারবে না। মঙ্গলবার আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

হুতির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, ‘মার্কিনদের গঠিত জোটের কাজ হলো—ইসরায়েলকে রক্ষা করা এবং ন্যায্যতা ছাড়াই সাগরে সামরিকীকরণ করা। ইয়েমেন (হুতিদের) গাজার সমর্থনে তাদের বৈধ কার্যক্রম চালিয়ে যাওয়া থেকে বিরত হবে না।’ 

তিনি আরও বলেন, ‘ইয়েমেনের নৌ অভিযানের লক্ষ্য হলো—গাজায় আগ্রাসন ও অবরোধের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা।’ 

উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাহরাইন সফরে গিয়ে আন্তর্জাতিক নজরদারি জোটের বিষয়ে কথা বলেন। তিনি জানান, নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ নামে বহুদেশীয় নিরাপত্তা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়াও যোগ দেবে বাহরাইন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত