অনলাইন ডেস্ক
উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে ফিলিস্তিনে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, পুরো আরব ভূমি, বিশেষত ফিলিস্তিনে বিভেদ সৃষ্টি করছে আল জাজিরা। তারা এই গণমাধ্যমকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানিয়েছে।
ওয়াফার প্রতিবেদনে জানা যায়, সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে ফিলিস্তিনে আল জাজিরার সব কার্যক্রম বন্ধ করা হয়। বিবৃতিতে এ সিদ্ধান্তকে সাময়িক বলা হলেও মেয়াদ উল্লেখ করা হয়নি।
গণমাধ্যমটিতে ‘উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী বিষয়বস্তু’ প্রচার করা হচ্ছিল বলে দাবি করলেও আল ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিষয়বস্তুর বিস্তারিত জানায়নি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আল জাজিরার এক বিবৃতিতে বলা হয়, অধিকৃত অঞ্চলে বাড়তে থাকা ঘটনার প্রতিবেদনে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত বাতিল করে পশ্চিম তীরে তাদের সাংবাদিকদের অবাধে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।
এর আগে গত সপ্তাহে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সৃষ্ট উত্তেজনায় আল জাজিরার কভারেজ নিয়ে সমালোচনা করেছিল।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত হামাস-শাসিত গাজায় প্রয়োগ হবে না বলে আশা করা হচ্ছে। কারণ, সেখানে তাদের কর্তৃত্ব নেই।
গত বছর মে মাসে ‘দেশের নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে তুলে ধরে গণমাধ্যমটির কার্যক্রম ও সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েল। পরে সেপ্টেম্বরে ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার অফিসে অভিযান চালিয়ে সেটি বন্ধ করার নির্দেশ দেয়।
উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে ফিলিস্তিনে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, পুরো আরব ভূমি, বিশেষত ফিলিস্তিনে বিভেদ সৃষ্টি করছে আল জাজিরা। তারা এই গণমাধ্যমকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানিয়েছে।
ওয়াফার প্রতিবেদনে জানা যায়, সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে ফিলিস্তিনে আল জাজিরার সব কার্যক্রম বন্ধ করা হয়। বিবৃতিতে এ সিদ্ধান্তকে সাময়িক বলা হলেও মেয়াদ উল্লেখ করা হয়নি।
গণমাধ্যমটিতে ‘উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী বিষয়বস্তু’ প্রচার করা হচ্ছিল বলে দাবি করলেও আল ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিষয়বস্তুর বিস্তারিত জানায়নি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আল জাজিরার এক বিবৃতিতে বলা হয়, অধিকৃত অঞ্চলে বাড়তে থাকা ঘটনার প্রতিবেদনে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত বাতিল করে পশ্চিম তীরে তাদের সাংবাদিকদের অবাধে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।
এর আগে গত সপ্তাহে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সৃষ্ট উত্তেজনায় আল জাজিরার কভারেজ নিয়ে সমালোচনা করেছিল।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত হামাস-শাসিত গাজায় প্রয়োগ হবে না বলে আশা করা হচ্ছে। কারণ, সেখানে তাদের কর্তৃত্ব নেই।
গত বছর মে মাসে ‘দেশের নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে তুলে ধরে গণমাধ্যমটির কার্যক্রম ও সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েল। পরে সেপ্টেম্বরে ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার অফিসে অভিযান চালিয়ে সেটি বন্ধ করার নির্দেশ দেয়।
বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত জাপানের তোমিকো ইতোওকা ১১৬ বছর বয়সে মারা গেছেন। জাপানের হিয়োগো প্রদেশের আশিয়া শহরের একটি বৃদ্ধাশ্রমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৪ ঘণ্টা আগেইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের পুরোটা সময়, তারা কেবল ২০২৪ সালে দাখিল করা বাবা–মা এবং দাদা-দাদিদের এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পনসরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে।
৫ ঘণ্টা আগেসৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি সেবার ফি হালনাগাদ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ সৌদি রিয়াল। ইকামা নবায়নের ফি ৫১ দশমিক ৭৫ রিয়াল এবং ফাইনাল এক্সিট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল।
৬ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে চার সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বান্দিপোরা জেলার এসকে পায়েন গ্রামের কাছে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগে