Ajker Patrika

হিজাব ইস্যুতে বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৮

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১: ৫৬
হিজাব ইস্যুতে বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৮

নৈতিক পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইরান। চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে, যাঁদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবারও (২১ সেপ্টেম্বর) উত্তাল ছিল ইরানের অর্ধশতাধিক শহর। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে, টিয়ারগ্যাস ছুড়েছে।

বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বিক্ষোভকারীদের অনেকে। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এদিকে মাহসা আমিনির মৃত্যুতে নিজেদের কোনো দায় নেই বলে দাবি করেছে ইরানের পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, আগে থেকেই অসুস্থ ছিলেন মাহসা। যদিও তাঁর পরিবারের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিক পুলিশের (মোরালিটি পুলিশ) হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে ২২ বছরের তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। এ ঘটনায় দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তারের পর মাহসা ‘হৃদ্‌রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং শুক্রবার মারা যান। তবে মাহসার পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্‌রোগ ছিল না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত