আল-আসাদের পতন: এক যুগ পর সিরিয়ায় আরব বসন্তের পুনরুজ্জীবন

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩: ৪১
সিরিয়ার রাজধানী দামেস্কে বাশার আল-আসাদের পতনের পর বিদ্রোহীদের ট্যাংকের ওপর ওঠে আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। ছবি: এএফপি

সিরিয়ার রাজধানী দামেস্কের পতন হয়েছে। পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের। আল-আসাদ একটি উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্য দিয়ে, সিরিয়ায় আল-আসাদ পরিবারের প্রায় ৫৪ বছরের শাসনের অবসান হয়েছে।

সিরিয়ানরা বলেছেন, আল-আসাদের পতনের মধ্য দিয়ে ২০১১ সালে আরব বসন্তের সময় মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পুনরুজ্জীবিত হয়েছে। রাজধানী দামেস্কের পতনের পর মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে বাশার আল-আসাদের ছবি ছিঁড়ে ফেলছেন, তাঁর বাবা হাফিজ আল-আসাদের মূর্তি ভেঙে ফেলেছেন। মানুষ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের বাসিন্দারা এখনো গত কয়েক ঘণ্টায় দেশে ঘটে যাওয়া ঘটনাগুলো বুঝে ওঠার চেষ্টা করছেন। স্থানীয় একজন বিবিসিকে বলেন, ‘প্রথমবারের মতো, প্রকৃত স্বাধীনতার অনুভূতি এসেছে আমাদের জীবনে।’ তিনি বলেন, ‘এটি এমন এক অনুভূতি যা আমরা আগে কখনো পাইনি এবং এটি আমাদের অবাক করছে।’

দামেস্কের ওই বাসিন্দা আরও বলেন, ‘রাস্তাগুলোতে চলছে মানুষের উদ্‌যাপন, তিল ধারণের ঠাঁই নেই। কেন্দ্রীয় উমাইয়া স্কয়ারে মানুষ খুবই শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন করছে। তারা আতশবাজি ফুটাচ্ছে। হ্যাঁ, আমরা কিছু বন্দুকের গুলির শব্দও শুনছি, কিন্তু বেশির ভাগই আতশবাজি।’

আজ থেকে ১৩ বছর আগে, ২০১১ সালে সিরিয়ায় যে স্বপ্ন নিয়ে আরব বসন্ত শুরু হয়েছিল সেই ঘটনার স্মৃতিচারণে ফিরে যান দামেস্কের ওই বাসিন্দা। তিনি বলেন, ‘আজ আমরা যেটা অনুভব করছি, তা সত্যিই ২০১১ সালে বিপ্লব শুরু হওয়ার সময়কার অনুভূতির মতো। এটি সেই স্বপ্নেরই একটি ধারাবাহিকতা, যা ওই বছর শুরু হয়েছিল।’

২০১১ সালের মার্চে আসাদ বিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিতিশীলতার শুরু। এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তীতে সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন আসাদ।

কেবল তাই নয়, ১৩ বছর আগে আরব বসন্তের সময় সিরিয়ার গৃহযুদ্ধ এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি সিরিয়ান নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এই সংঘর্ষে দেশীয় বিরোধী গোষ্ঠী, চরমপন্থী গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরান ও রাশিয়াসহ আন্তর্জাতিক শক্তি জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত অবশ্য বাশার আল-আসাদের মিত্ররা তাঁকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

সিরিয়া এখনো একটি বিভক্ত দেশ, বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের গভীর ক্ষত এখনো দগদগে। গত চার বছর ধরে যে অচলাবস্থা এবং স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, তা মাত্র দেড় সপ্তাহ আগে পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্রোহীরা হঠাৎ করেই কঠোর আঘাত করেছে, ফলে আসাদ বাহিনী প্রতিঘাত বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। আসাদ আরব নেতাদের মধ্যে একঘরে থাকার অবস্থান থেকে বেরিয়ে এসেছিলেন। তবে যুদ্ধ-পরবর্তী সময়ে সিরিয়ার জনগণের জন্য একটি কার্যকর ভবিষ্যৎ গড়ে তোলার কোনো অগ্রগতি হয়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত