অনলাইন ডেস্ক
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আজ সোমবার সকালে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী মার্চের শুরুতেই রাফা অভিযান শুরু করবে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর গানবোট শহরের উপকূলীয় এলাকাতেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু।
বিমান হামলায় ইবনা শরণার্থীশিবিরের আল–হুদা মসজিদ ও শাবুরা শরণার্থীশিবিরের আল–রাহমা মসজিদ ধ্বংস হয়েছে। এ ছাড়া শহরজুড়ে অন্যান্য আরও কয়েকটি এলাকায় মোট ১৪টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি বোমারু বিমানগুলো শহরের পশ্চিমে মিসর সীমান্তের কাছে ও কুয়েতি হাসপাতালের কাছে বাস্তুচ্যুত মানুষদেরও লক্ষ্যবস্তু করেছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে।
মিসরের সীমান্তবর্তী রাফা শহরটিকে নিরাপদ দাবি করে ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের এখানে পালিয়ে আসতে বাধ্য করে। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নেওয়া শুরু করেন।
রাফায় কয়েক মাস ধরেই ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে। তবে আজ সোমবার বোমাবর্ষণে ইসরায়েলের ঘোষিত স্থল অভিযানে রক্তের বন্যা বয়ে যাওয়ার আশঙ্কা আরও বেড়ে গেছে। জনাকীর্ণ রাফায় আটকে পড়াদের এখান থেকে পালানোর আর কোনো পথ অবশিষ্ট নেই।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রোববার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া’ আইডিএফের রাফায় সামরিক অভিযান চালানো উচিত হবে না।
তবে এ ধরনের আপত্তির তোয়াক্কা করছেন না নেতানিয়াহু। তিনি বলেন, গাজার দক্ষিণাঞ্চলে প্রবেশে নিষেধ করা মানে হলো ইসরায়েলকে পরাজিত হতে বলা।
গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমরা জয়ের খুব কাছেই। আমরা অভিযান চালাব। আমরা রাফায় অবশিষ্ট হামাস যোদ্ধাদের শেষ করব। এটিই শেষ ঘাঁটি, আমরা হামলা করতে যাচ্ছি।’
গতকাল ইসরায়েলি সেনাবাহিনী রাফায় স্থল অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করে। ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, নেতানিয়াহু রমজানের আগেই রাফা অভিযান শেষ করতে চান। আগামী মার্চের শুরুতেই এই অভিযান শুরু হবে বলে ইঙ্গিত দেন তিনি।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করবে। তবে কীভাবে সে ব্যবস্থা করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে বিস্তৃত পরিকল্পনা করছি।’
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আজ সোমবার সকালে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী মার্চের শুরুতেই রাফা অভিযান শুরু করবে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর গানবোট শহরের উপকূলীয় এলাকাতেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু।
বিমান হামলায় ইবনা শরণার্থীশিবিরের আল–হুদা মসজিদ ও শাবুরা শরণার্থীশিবিরের আল–রাহমা মসজিদ ধ্বংস হয়েছে। এ ছাড়া শহরজুড়ে অন্যান্য আরও কয়েকটি এলাকায় মোট ১৪টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি বোমারু বিমানগুলো শহরের পশ্চিমে মিসর সীমান্তের কাছে ও কুয়েতি হাসপাতালের কাছে বাস্তুচ্যুত মানুষদেরও লক্ষ্যবস্তু করেছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে।
মিসরের সীমান্তবর্তী রাফা শহরটিকে নিরাপদ দাবি করে ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের এখানে পালিয়ে আসতে বাধ্য করে। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নেওয়া শুরু করেন।
রাফায় কয়েক মাস ধরেই ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে। তবে আজ সোমবার বোমাবর্ষণে ইসরায়েলের ঘোষিত স্থল অভিযানে রক্তের বন্যা বয়ে যাওয়ার আশঙ্কা আরও বেড়ে গেছে। জনাকীর্ণ রাফায় আটকে পড়াদের এখান থেকে পালানোর আর কোনো পথ অবশিষ্ট নেই।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রোববার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া’ আইডিএফের রাফায় সামরিক অভিযান চালানো উচিত হবে না।
তবে এ ধরনের আপত্তির তোয়াক্কা করছেন না নেতানিয়াহু। তিনি বলেন, গাজার দক্ষিণাঞ্চলে প্রবেশে নিষেধ করা মানে হলো ইসরায়েলকে পরাজিত হতে বলা।
গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমরা জয়ের খুব কাছেই। আমরা অভিযান চালাব। আমরা রাফায় অবশিষ্ট হামাস যোদ্ধাদের শেষ করব। এটিই শেষ ঘাঁটি, আমরা হামলা করতে যাচ্ছি।’
গতকাল ইসরায়েলি সেনাবাহিনী রাফায় স্থল অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করে। ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, নেতানিয়াহু রমজানের আগেই রাফা অভিযান শেষ করতে চান। আগামী মার্চের শুরুতেই এই অভিযান শুরু হবে বলে ইঙ্গিত দেন তিনি।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করবে। তবে কীভাবে সে ব্যবস্থা করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে বিস্তৃত পরিকল্পনা করছি।’
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
৭ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৭ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৮ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে